Traditional Treat

Traditional Treat Food is life...
Life is food..

27/01/2024

Good Morning

01/01/2024
26/11/2023

এইচএসসিতে আজকে যারা ভালো রেজাল্ট করছো তারা এখন মেডিকেল/ইঞ্জিনিয়ারিং/ইউনিভার্সিটিতে চান্স পাইতে চেষ্টা করো।

যারা ভালো করো নাই তারা পড়াশোনা খ্যামা দিয়া বিদেশ যায়া কাম কাজ করার ট্রাই করো। বা দেশে যেকোনো ব্যাবসা করো। পাঁচ বছর পর উপরের ক্যাটাগরিকে চাকরি দিতে তোমারে লাগবে।

যারা মাঝামাঝি রেজাল্ট করছো তোমাদের জ্ঞান দেয়ার সামর্থ্য নাই। কারণ তোমরা বেশিরভাগ যায়া ন্যাশনাল ইউনিভার্সিটিতে ভর্তি হইবা। ঐটা একটা স্ক্যাম। বেকার বানানোর কারখানা। যে ছেলেটা ইন্টারের পর টেকনিকাল কোনো কাজ শিখে আয় রোজগার কর‍তে পারতো সেই ছেলেটাও নামের লগে অনার্স ডিগ্রি লাগানোর লোভে ন্যাশনাল ইউনিভার্সিটি নামে স্ক্যামিং মেশিনে ঢুকে পড়বে।

যদি ভালো বুদ্ধি চাও তাইলে কর্মসংস্থান নাই পাবলিক ইউনিভার্সিটির এমন সাবজেক্টে চান্স পাইলেও পইড়ো না।

ন্যাশনাল ইউনিভার্সিটিতে না পইড়া টেকনিকাল কোনো স্কিল ডেভেলপ করো।

সবসময় ন্যাশনাল জিনিস থেইকা দূরে থাকবা। ন্যাশনাল ক্রিকেট টিম, ন্যাশনাল ব্যাংক ইত্যাদি।

আমরা গরীব দেশ। আমাগো লাখ লাখ রাষ্ট্রবিজ্ঞানী, ইতিহাসবিদ, যুক্তিবিদ, দার্শনিক এসবের প্রয়োজন নাই। কয়েকজন হইলেই চলে। আর ঘরে ঘরে অনার্স পাশ আনস্কিলড বেকার থাকারও দরকার নাই।

কোনো সাবজেক্টের ডিমান্ড ক্যামনে বুঝবা?

আগে দেখো, ঐ সাবজেক্ট ভালো প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ায় কিনা। মানে মানুষ টাকা খরচ কইরা ঐ সাবজেক্টে পড়তে রাজি থাকে কিনা।

যে সাবজেক্ট লোকে টাকা খরচ করে পড়বেনা সে সাবজেক্টের ব্যাবসা প্রাইভেট ওলারা করে না।

আর যে সাবজেক্টের ব্যাবসা প্রাইভেটওলারা করেনা সেইটার ডিমান্ড মার্কেটে নাই।

-ডা.শামসুল আরেফিন

Creative Vision It Academy

15/09/2023

Good Evening Friends and Followers

03/10/2022

good morning Bangladesh

Address

Tenguri, Bksp
Savar
1349

Alerts

Be the first to know and let us send you an email when Traditional Treat posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share