BD বিনোদন.1

BD বিনোদন.1 ❤️❤️আসসালামু আলাইকুম ❤️❤️
❤️❤️সবাই একটু সাপোর্ট করবেন ❤️❤️
নিজ হাতে তৈরি

You can order from any part of our country and you can select your own design we are here to provide you the best work. Don't ignore check out the products and then you can recognize as like as the perfect bride. Human being always want the best and we will try our level hard to provide the best work for you...Thanks and pray for us...

রাজনীতির দোর মরন অবদি।
22/09/2025

রাজনীতির দোর মরন অবদি।

যৌবনে ছিলেন রূপসী, প্রাণবন্ত, স্বপ্নভরা এক নারী — নাসিমা বেগম।সুখের সংসার গড়ার স্বপ্ন নিয়ে পা রেখেছিলেন স্বামীর ঘরে। ভেব...
21/09/2025

যৌবনে ছিলেন রূপসী, প্রাণবন্ত, স্বপ্নভরা এক নারী — নাসিমা বেগম।

সুখের সংসার গড়ার স্বপ্ন নিয়ে পা রেখেছিলেন স্বামীর ঘরে।

ভেবেছিলেন, ভালোবাসা আর হাসিখুশিতে ভরে উঠবে দিনগুলো।

কিন্তু জীবন তো সবসময় স্বপ্নের মতো হয় না।

অর্থনৈতিক সংকট, সংসারের টানাপোড়েন—সবকিছু সামলিয়ে সন্তানদের জন্য নিজেকে উজাড় করে দিয়েছিলেন তিনি।

স্বামীও একদিন চলে গেলেন না-ফেরার দেশে। তখনো স্বপ্ন দেখতেন সন্তানদের নিয়ে—“ওরা একদিন আমার সুখ হবে।”

কিন্তু সেই সন্তানরাই যখন মাকে বোঝা ভাবলো, তখন ভেঙে পড়লো নাসিমার পৃথিবী।

৬৫ বছরের এক অসহায় মা—যাকে উলুবনের কাদার মধ্যে ফেলে রেখে গেল আপন রক্তের সন্তান!

দুদিন পর মানসিক ভারসাম্যহীন অবস্থায় তাকে পাওয়া গেলো।চোখে জল আসে, বুক ফেটে কান্না আসে—😭😭😭

সেই মাকে আমরা কীভাবে ফেলে আসতে পারি?😭🙏🙏🙏🙏🙏🙏🙏

রাত ৯:২০। টাউনহল মোড়। হালকা মাত্রার বৃষ্টি। ফুটপাতে শোয়ে ভিজছে মহিলা। পাশের বাটিতে ভিজছে কিছু টাকা। ভিজছে দুইটি শিশুও। ছ...
18/09/2025

রাত ৯:২০। টাউনহল মোড়। হালকা মাত্রার বৃষ্টি। ফুটপাতে শোয়ে ভিজছে মহিলা। পাশের বাটিতে ভিজছে কিছু টাকা। ভিজছে দুইটি শিশুও। ছোট শিশুটির বয়স এক প্লাস। বড় শিশুটির বয়স চারের কাছাকাছি (আনুমানিক)। মহিলার মাথা এবং মুখ ওড়নায় ঢাকা। বড় শিশুটির কপাল তার মা'র মাথায় ঠুকছে আর মা, মা বলে ডাকছে। ছোট শিশুটি গভীর ঘুমে। বৃষ্টির পানিতে ভিজেগেছে তার শরীর, তবুও ভাঙছে না ঘুম। বড় বাচ্চাটির ডাকও যেনো মহিলার কানে যাচ্ছে না। এসব ভিক্ষাবৃত্তির কৌশল ভেবে মহিলার প্রতি রাগান্বিত হয়ে আমি চিল্লিয়ে ডাকলাম। কিন্তু যেই-সেই। মহিলার কোনো সাড়া-শব্দ নেই। আমার সাথে আমার ইস্ত্রী ছিলো। ও মহিলার গায়ে ধাক্কা দিয়ে ডাক দিতেই হুড়মুড় করে উঠে বসলো। টান দিয়ে ছোট বাচ্চাটিকে কোলে নিয়ে ওড়না দিয়ে শরীরের পানি মুছে দিচ্ছে আর বলছে, কহন বিষ্টি আইলো! আমি বুজিনাই। আমার সইলডা খারাপ। আতে অনেক বিষ। কোনসুম যে ঘুমাইয়া পড়ছি জানিই না।
আমি আর আমার স্ত্রী রাস্তার বিপরীতে একটি বন্ধ দোকানের বারান্দা দেখিয়ে ওখানে যেতে বললাম। মহিলাটি বাচ্চাসহ দ্রুত ওখানে গেলো। বৃষ্টি থাকায় আমরাও ওখানে গিয়ে দাঁড়ালাম। কথা প্রসঙ্গে আমার স্ত্রী বড় বাচ্চাটিকে দেখিয়ে মহিলাকে বললো, এই বাচ্চাটি আমাকে দিয়েদিন। আমি ওকে খুব যত্নে রাখবো। ও আমার কাছে অনেক ভালো থাকবে। আপনার এতো কষ্ট করা লাগবে না। দিবেন?
মহিলা বললো, না না। আমি ওরে পড়ামু। ও আমারে ছাইড়া যাইবো না। ও আমারে থুইয়া থাকা পারবো না।

হে আল্লাহ, পৃথিবীতে এমন অসংখ্য লোক আছে যাদের তুমি এভাবে না রাখলেও পারতে। তাছাড়া, এদেরকে দেখিয়ে আমাদেরকে তুমি যা শিখাতে চাও তাইবা আমরা কয়জনে শিখি? আল্লাহ, তুমি তাদেরকে ভালো রেখো।

15/09/2025
Officially Bangladesh team's Asia cup journey starting from today, This team Breaked my heart so many times, still Belie...
11/09/2025

Officially Bangladesh team's Asia cup journey starting from today, This team Breaked my heart so many times, still Believes in this team! Do your best in this Asia cup, Do it for your country!🇧🇩

বিয়ের ২দিন পর এক্সিডেন্ট করে মানুষটির মৃত্যু 🙂 বিয়ে করা নতুন বউকে রেখে চলে গেল আল্লাহর ডাকে। প্রিয় মানুষকে নিয়ে ঘর ব...
09/09/2025

বিয়ের ২দিন পর এক্সিডেন্ট করে মানুষটির মৃত্যু 🙂 বিয়ে করা নতুন বউকে রেখে চলে গেল আল্লাহর ডাকে। প্রিয় মানুষকে নিয়ে ঘর বানানোর স্বপ্ন সেটা স্বপ্নই থেকে গেলো। মৃত্যুর কোন বয়স নেই আল্লাহ তাকে জান্নাতবাসী করুন আমিন

সৈনিক ডিএমটি নাজমুল ৪ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারী ৮৮ ব্যাচের ৮ ইবিতে কমান্ডো করতেছিলো। আজ সকালে ১৬ কিলো দৌড় ছিলো ফিনিসিং প...
09/09/2025

সৈনিক ডিএমটি নাজমুল ৪ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারী ৮৮ ব্যাচের ৮ ইবিতে কমান্ডো করতেছিলো। আজ সকালে ১৬ কিলো দৌড় ছিলো ফিনিসিং পয়েন্টের কাছে এসে পড়ে যায় সি এম এস নেবার পথে ইন্তেকাল করেছেন 😭 সকলেই তার জন্য দোয়া করবেন । আল্লাহ যেন তাকে জান্নাত দান করেন - আমিন #মানবাধিকারেরহত্যা

এবার নোয়াখালীতে ম/র*দে'হ সহ গাড়ি পড়লো খা>লে! নোয়াখালী সোনাইমুড়ী উপজেলা লর চাষীরহাট নতুন বাজারের আগে কচুয়া কান্দি রাস্তার...
08/09/2025

এবার নোয়াখালীতে ম/র*দে'হ সহ গাড়ি পড়লো খা>লে!

নোয়াখালী সোনাইমুড়ী উপজেলা লর চাষীরহাট নতুন বাজারের আগে কচুয়া কান্দি রাস্তার মাথায় ম/র*দে'হ সহ এ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়।

07/09/2025

Address

Savar
1341

Alerts

Be the first to know and let us send you an email when BD বিনোদন.1 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to BD বিনোদন.1:

Share