Titu Mollick

Titu Mollick কিছু বর্ণ, কিছু শব্দ কিংবা, কিছু বাক্য, কখনো একজন মানুষকে সম্পূর্ণ ভাবে, প্রকাশিত করতে পারে নাহ্!
(9)

I've just reached 5K followers! Thank you for continuing  . I could never have made it without each one of you.    .   T...
11/08/2025

I've just reached 5K followers! Thank you for continuing . I could never have made it without each one of you. .

Titu Mollick







#সেরা_ফ্যান #ফ্যান

10/08/2025

উমার (রা) হতে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (সা) কে বলতে শুনেছি, " যদি তোমরা আল্লাহর প্রতি যথাযোগ্য ভরসা রাখো, তবে তিনি তোমাদেরকে সেই মতো রুযী দান করবেন, যেমন পাখীদেরকে দান করে থাকেন। তারা সকালে ক্ষুধার্ত হয়ে (বাসা থেকে) বের হয় এবং সন্ধ্যায় উদর পূর্ণ করে (বাসায়) ফিরে।" - [ইবনু মাজাহঃ ৪১৬৪; তিরমিযীঃ ২৩৪৪; রিয়াদুস স্বা-লিহীনঃ ৮০]

হাজী শাহাবাজের মাজার ও মসজিদ বাংলাদেশের রাজধানী ঢাকা শহরের রমনা এলাকায় অবস্থিত একটি প্রাচীন মসজিদ। মোগল শাসনামলে শাহজাদ...
10/08/2025

হাজী শাহাবাজের মাজার ও মসজিদ বাংলাদেশের রাজধানী ঢাকা শহরের রমনা এলাকায় অবস্থিত একটি প্রাচীন মসজিদ। মোগল শাসনামলে শাহজাদা আযমের সময়কালে ১৬৭৯ খ্রিস্টাব্দে এটি নির্মিত হয়। মসজিদটি হাইকোর্টের পিছনে এবং তিন নেতার মাজার এর পূর্ব পার্শ্বে অবস্থিত। এর চত্ত্বরে হাজী শাহবাজের সমাধি অবস্থিত। দৈর্ঘ্যে মসজিদটি ৬৮ ফুট ও প্রস্থে ২৬ ফুট। এতে তিনটি গম্বুজ রয়েছে।
ঢাকা গবেষক মুনতাসীর মামুনের মতানুসারে হাজী শাহবাজ ছিলেন একজন অভিজাত ধনী ব্যবসায়ী, যিনি কাশ্মীর হতে সুবাহ বাংলায় এসে টঙ্গী এলাকায় বসতি স্থাপন করেন। ১৬৭৯ সালে তিনি জীবিত থাকাকালেই এই #মসজিদ ও নিজের #মাজার নির্মাণ করেন। তৎকালে সুবাহদার ছিলেন শাহজাদা মুহাম্মদ আজম। ১৯৫০ সালে, পাকিস্তান প্রত্নতত্ত্ব অধিদপ্তর মসজিদটিতে সংস্কারের কাজ করে।

#হাজীশাহাবাজ #হাজী_শাহাবাজ #হাজী_শাহাবাজের_মাজার #হাজী_শাহাবাজের_মসজিদ

09/08/2025

আবু যার জুন্দুব বিন জুনাদাহ (রা) ও মুআজ ইবনে জাবাল (রা) হতে বর্ণিত, রাসূলুল্লাহ (সা) বলেছেন: "তুমি যেখানেই থাকো না কেন, আল্লাহকে ভয় করো এবং পাপের পর পুণ্য করো, যা পাপকে মুছে ফেলবে। আর মানুষের সঙ্গে সদ্ব্যবহার করো।" - [তিরমিযীঃ ১৯৮৭; রিয়াদুস স্বা-লিহীনঃ ৬২]

08/08/2025

আবু সাবেত, মতান্তরে আবু সাঈদ বা আবুল অলীদ সাহল ইবনে হুনাইফ (রা) হতে বর্ণিত, নাবী (সা) বলেছেন: "যে ব্যক্তি সত্য অন্তর নিয়ে আল্লাহর নিকট শাহাদাত প্রার্থনা করবে, তাকে আল্লাহ তা'আলা শহীদদের মর্যাদায় পৌঁছাবেন; যদিও তার মৃত্যু নিজ বিছানায় হয়।" - [মুসলিমঃ ১৯০৯; রিয়াদুস স্বা-লিহীনঃ ৫৮]

I want to give a huge shout-out to my top    . Thank you for all the support!Titu Mollick
08/08/2025

I want to give a huge shout-out to my top . Thank you for all the support!

Titu Mollick

07/08/2025

আবু নুজাইদ ইমরান ইবনে হুসাইন খুযায়ী (রা) হতে বর্ণিত যে, "জুহাইনা গোত্রের একটি নারী আল্লাহর রাসূল (সা) এর খিদমতে হাজির হল। সে অবৈধ মিলনে গর্ভবতী ছিলো। সে বললে, 'হে আল্লাহর রাসূল! আমি দন্ডনীয় অপরাধ করে ফেলেছি, তাই আমাকে আপনি শাস্তি দিন।'
সুতরাং আল্লাহর নবী (সা) তার আত্মীয়কে ডেকে বললেন, "তুমি একে নিজের কাছে যত্ন সহকারে রাখো এবং সন্তান প্রসবের পর আমার নিকট নিয়ে এসো।"
সুতরাং সে তাই করলো (অর্থাৎ প্রসবের পর তাকে রাসূল (সা) এর নিকট নিয়ে এলো)।
আল্লাহর নবী (সা) তার কাপড় তার (শরীরের) উপর মজবুত করে বেঁধে দেওয়ার আদেশ দিলেন।
অতঃপর তাকে পাথর ছুঁড়ে মেরে ফেলার আদেশ দিলেন।
অতঃপর তিনি তার জানাযার সালাত পড়ালেন।
উমার (রা) তাঁকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল (সা)! আপনি এই মেয়ের জানাযার সালাত পড়লেন, অথচ সে ব্যভিচার করেছিলো?
তিনি বললেন, '(উমার! তুমি জানো না যে) এই স্ত্রীলোকটি এমন বিশুদ্ধ তাওবা করেছে, যদি তা ৭০টি লোকের মধ্যে বন্টন করা হত তা তাদের জন্য হতো। এর চেয়ে কি তুমি কোন উত্তম কাজ পেয়েছে যে, সে আল্লাহর জন্য প্রাণকে কুরবান করে দিল?" - [মুসলিমঃ ১৬৯৬; তিরমিযীঃ ১৪৩৫; রিয়াদুস স্বা-লিহীনঃ ২৩]

06/08/2025

আবু হুরায়রা (রা) হতে বর্ণিত, তিনি বলেন, আমি আল্লাহর রাসূল (সা) কে বলতে শুনেছিঃ "আল্লাহর কসম! আমি প্রত্যহ ৭০ বারের অধিক আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা ও তওবা করি।" - [বুখারীঃ ৬৩০৭; রিয়াদুস স্বা-লিহীনঃ ১৪]

সাউথ টাউন জামে মসজিদ, রাজধানী ঢাকার: কেরানীগঞ্জের সাউথ টাউন আবাসিক প্রকল্পে সাউথ টাউন জামে মসজিদ (South Town Jame Masjid...
06/08/2025

সাউথ টাউন জামে মসজিদ, রাজধানী ঢাকার: কেরানীগঞ্জের সাউথ টাউন আবাসিক প্রকল্পে সাউথ টাউন জামে মসজিদ (South Town Jame Masjid) অবস্থিত। নজরকারা স্থাপত্যশৈলী ও বৈচিত্র্যময় নির্মাণ মসজিদ কে দিয়েছে বাড়তি স্বতন্ত্রতা। মসজিদ মূলত প্রার্থনার স্থান হলেও নির্মাণশৈলীর নান্দনিকতায় সৌন্দর্য প্রেমী মানুষের মনে জায়গা করে নিয়েছে সাউথ টাউন জামে #মসজিদ।
প্রায় দুই বছর সময় ধরে নির্মিত সাউথ টাউন মসজিদে প্রবেশের জন্য পূর্ব দিকে ৩টি প্রধান ফটক ও দুই পাশে একটি করে মোট ৫টি প্রবেশ পথ রয়েছে। আর মসজিদের অভ্যন্তরে আলো বাতাস প্রবেশের জন্য আছে অসংখ্য জানালা। আধ বিঘা জমির উপর প্রতিষ্ঠিত মসজিদটিতে একত্রে প্রায় ৬০০ মুসল্লি নামাজ আদায়ের ব্যবস্থা আছে ৷

#সাউথ_টাউন_জামে_মসজিদ

05/08/2025

আব্দুল্লাহ ইবনু উমার (রা) হতে বর্ণিত। তিনি বলেন, "একদিন (রাসূলুল্লাহ সা.) আমার দেহের কোন এক অংশে ধরে বললেন, তুমি (এমনভাবে) আল্লাহর ইবাদাত কর যেন তুমি তাকে দেখছ এবং দুনিয়াতে প্রবাসী কিংবা মুসাফিরের ন্যায় জীবনযাপন করো।" - [মুসনাদে আহমাদ, আস-সহীহাঃ ১৪৭৩]

04/08/2025

আবু যার (রা) থেকে মারফূ সূত্রে বর্ণিত: "সর্বোত্তম আমল হলো আল্লাহর উপর ঈমান আনা এবং আল্লাহর রাস্তায় জিহাদ করা।" - [ইবনু হিব্বান, আস-সহীহাঃ ১৪৯০]

I want to give a huge shout-out to my top    . Thank you for all the support!Titu Mollick
04/08/2025

I want to give a huge shout-out to my top . Thank you for all the support!

Titu Mollick

Address

Kalma, Dhaka
Savar
1341

Opening Hours

Monday 09:15 - 23:45
Tuesday 21:15 - 00:00
Wednesday 09:15 - 00:00
Thursday 09:15 - 23:45
Friday 22:00 - 00:15
Saturday 21:15 - 23:45
Sunday 21:15 - 23:45

Alerts

Be the first to know and let us send you an email when Titu Mollick posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Titu Mollick:

Share