Islam is a special star-ইসলাম একটি বিশেষ নক্ষত্র

  • Home
  • Bangladesh
  • Savar
  • Islam is a special star-ইসলাম একটি বিশেষ নক্ষত্র

Islam is a special star-ইসলাম একটি বিশেষ নক্ষত্র আপনার প্রচেষ্টায় কুরআন পৌঁছে যাবে ক?

আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ ,
কোন ব্যাবসায়িক উদ্দেশ্য নয়।
শুধুমাত্র ইসলাম প্রচারের জন্য এই চ্যানেলটি তৈরি করা হয়েছে।
সম্পূর্ণ কপিরাইটমুক্ত একটি চ্যানেল।
ইসলাম প্রচারে আমাদের চ্যানেল থেকে কাউকে কপিরাইট ক্লেইম করা হবে না।
আমরা চাই ইসলাম পৌঁছে যাক সকল ধর্মের মানুষের কাছে।
এই আল কুরআন শুধু মুসলিম উম্মাহর জন্য নাজিল করা হয়নি।
আল্লাহর কুরআন নাযিল হয়েছে আশরাফুল মাখলুকাত এর জন্য।


সেখানে কোন ধর্ম উল্লেখ করা হয়নি।
আপনারা চাইলে আমাদের এইখান থেকে ভিডিও ডাউনলোড করে অন্য যে কোন প্লাটফর্মে রি আপলোড করতে পারবেন। কোন রকম এডিটিং ছাড়াই।
আমরা চাই কুরআন পৌঁছে যাক প্রত্যেকটা ভাই ও বোনের দ্বারপ্রান্তে। সম্পূর্ণ কপিরাইটমুক্ত চ্যানেল
আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।
আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ।
আর আমাদের ভিডিও গুলো শেয়ার করে অন্যত্র সরিয়ে দিবেন।
হতে পারে আপনার একটা শেয়ার এর কারণে আমার যে কোন ধর্মের ভাই বোনের কাছে কোরআনের বাণী পৌঁছে যেতে পারে।
আপনাদের যেকোনো প্রয়োজনে আমাদের সাথে
যোগাযোগ করুন:-
https://www.youtube.com/channel/UCTmnkkn5G95S8dZtTePAKiA

28/01/2024

আত্মপর্যালোচনা -ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর। দারসে সুন্নাহ

25/02/2023

মাহফিলে বাঁধা... বক্তাকে মারার হুমকি
সিংহের মত গর্জন দিলেন ডাঃ এইচএম মোমতাজুল করিম।প্রতিটা বক্তাকেই এমন গর্জে ওঠা উচিত বাতিলের বিরুদ্ধে....

ফুল দিতে যাচ্ছিলাম। শহীদ মিনারে,,,পথ আগলে দাঁড়ালো বরকত, রফিক, সালাম, জব্বার, শফিউর ।¤ রফিক -- কই যাও?¤ আমি -- জি, শহীদ ...
25/02/2023

ফুল দিতে যাচ্ছিলাম। শহীদ মিনারে,,,
পথ আগলে দাঁড়ালো বরকত, রফিক, সালাম, জব্বার, শফিউর ।

¤ রফিক -- কই যাও?

¤ আমি -- জি, শহীদ মিনারে যাচ্ছি ফুল দিতে।

¤ সালাম -- ফুল দিয়ে কি হবে?

¤ আমি -- না, মানে আপনাদের স্মরণ করা জন্য,,
যাতে আপনাদের আত্মা শান্তি পায়।

¤ বরকত -- হা হা হা,
কুরআন হাদিসের কোথাও লেখা আছে,
ফুল দিলে আত্মার শান্তি হয়?
কখনো কি কবর জিয়ারত করেছো?
দুই রাকাত নামাজ পড়ে,,
আমাদের জন্য দোয়া করেছো??

¤ আমি -- জি…না, মানে…

¤ রফিক -- হুমম,
প্রতি বছর কত টাকার ফুল দিয়ে
এভাবে শ্রদ্ধা জানাও?

¤ আমি -- জি, কোটি টাকার উপরে।

¤ শফিউর -- আচ্ছা আমার মা যে চিকিৎসার
অভাবে মারা গেছে,
কেউ কি খোঁজ নিয়েছে?

¤ সালাম -- আমার আত্মীয় স্বজনরা যে
রিকশা চালিয়ে,
দিনমজুরি করে জীবিকা নির্বাহ করে,
তার কি কোন খবর রাখে কেউ?

¤ আমি -- ভাই, আসলে জীবন তো দিছেন আপনারা।
আপনাদের আত্মীয় স্বজন তো দেয় নাই।
তাদের খোঁজ কেন নিব?

¤ বরকত -- যুদ্ধ তো করছে মুক্তিযোদ্ধারা।
তাদের নাতি পুতিরা এত
সুযোগ সুবিধা পায় কেন?

¤ শফিউর -- বাদ দাও তো বরকত !
ওদেরকে বেশি উস্কে দিয়ো না।
বেশি উস্কালে হয়ত,
নতুন প্রজন্মের মুক্তিযোদ্ধার মত,,
নতুন প্রজন্মের ভাষা সৈনিক নামেও তারা
আরেকটা পার্টি বানাবে।
মনটা খারাপ হয়ে গেল।
বাসায় ফিরে আসলাম।
আর কোনদিন ফুল দিতে যাবো না।

(গল্পটি রূপক কিন্তু এটাই ইসলামের শিক্ষা,,
রাসূলের আদর্শ )

হে আল্লাহ !
আমার জানা অবস্থায়
তোমার সাথে শিরক করা হতে,,
তোমার নিকট আশ্রয় চাচ্ছি।

আর অজানা অবস্থায় শিরক হয়ে গেলে
আল্লাহ্ আপনি আমাদের ক্ষমা করে দাও।

04/11/2022
07/10/2022

উপদেশ, মুয়াজ বিন জাবাল কে দেওয়া রাসুলুল্লাহ (সাঃ) এর কি ছিল সেই দশটি উপদেশ | Team Adnan

06/10/2022

যে সময়ে আছে সীমালঙ্ঘনের দুর্বার সক্ষমতা, সে সময়ে রবের তরে নিজেকে সঁপে দেওয়াই চূড়ান্ত সাফল্য।

05/10/2022

পেশাগত কারণে অনেকে পূজামণ্ডপ ইত্যাদিতে আইন-শৃঙ্খলার দায়িত্ব পালন করে থাকেন। এ ব্যাপারে শরয়ী বিধান কী?

03/10/2022

যুবকদের ভিতরে ঈমান উজ্জীবিত করার কোন দায়িত্ব পিতামাতা পালন করেন না! চার পাঁচ বছর পর্যন্ত খুব আদর করেছে! সাত আট বছরে স্কুলে ছেড়ে দিয়েছে! বারো তেরো বছরে আর কোন খোঁজই নেয়না! কি জানে? ‘আমার ছেলে পড়ে’ কে বন্ধু? মসজিদে যায় কিনা? নামাজ পড়ে কিনা? কোন খোঁজ নেয়না!

যখন পনের, ষোল, সতের, আটারো বছর বয়স-হয় বাবাও জানে, মাও জানে, ‘আমার ছেলের অমুক মেয়ের সাথে Affair আছে’! কি যেন বলে? -রিলেশন আছে! শোনেন না এগুলো? মা বাবা জানে না? জানে!

মেয়ের বাবাও জানে, ছেলের বাবাও জানে!
মেয়ের মাও জানে, ছেলের মাও জানে যে, ‘এই বয়সে তো একটু কিছু হবেই’! এটাই তো কথা! আচ্ছা,এই যে ছেলে মেয়ে রিলেশন করে, এটা ফরয? না ওয়াজিব? না সুন্নাত? নাকি মুস্তাহাব? এটা কি? - হারাম!

এই হারাম কাজ যদি কেউ মেনে নেয়,আউলাদ হারাম করে, আর বলে 'NO PROBLEM, IT’S OK!
বড় হলে সেরে যাবে, তার কি ঈমান থাকে?

শরীয়তের পরিভাষায় তাকে বলা
হয় ‘দাইয়ূস'! এই হলো পিতামাতার অবস্থা!
কিন্তু প্রব্লেম অন্য জায়গায়, ঐ যে যুবক-যুবতী, ওদের ভিতরে ঈমান আছে! ওর মা শেখায়নি, বাবা শেখায়নি, বোন শেখায়নি, ভাই শেখায়নি, স্কুলে ঈমান শেখানো হয়না, প্রতিষ্ঠানে নেই, সমাজে নেই, টিভিতে নেই..

তারপরেও -ফিতরাতি, ন্যাচারাল ঈমান ওর(সন্তান)ভিতরে নড়ে! তাইতো, এই যে ছেলে মেয়ের রিলেশন অবৈধ হলে গুনাহ হবে, কিন্তু মন টানে, সম্পর্ক হয়ে গেছে, একে অপরের কাছে আসতে চায়! আবার পাপের ভয়েও বলে: ‘হুজুর? মোবাইলে প্রেম করলে গুনাহ হবে’? -হ্যা বাবা,গুনাহ হবে!

- কি করবো? ওরা তখন ঈমানের তাড়নায় কাজী অফিসে গিয়ে বিয়ে করে! এতকাল হারাম করছিলো, বাবা মা'র কোন আপত্তি ছিলোনা!

বিয়ে করার পরও কি হারাম? নাকি হালাল? ‘হালাল’!

এইবার বাবা মা আকাশ পাতাল ভেঙে ফেলে দিবে! যে, ‘হারাম’ করছিলি,করছিলি! তুই ‘হালাল’ কাজটা কেন করলি? আপনারা হাসছেন??

বড় আফসোস লাগে ভাইয়েরা,বড় আফসোস লাগে!
আমার এক ছাত্র বুয়েটে পড়ে! ইঞ্জিনিয়ার, খুব ব্রিলিয়ান্ট ছাত্র! বাবা মা দ্বীনদার! ওকে হিফজখানায় দিয়েছিল, হাফিজও হয়েছিল! এরপর আলিম পাশ করে বুয়েটে গিয়েছে! দাড়ি আছে আমার সাথে ‘প্রশ্ন উত্তর’ শিক্ষার একটা সম্পর্ক আছে! আমাকে বলতেছে-স্যার, এবার ফোর্থ ইয়ার শেষ করবো!

স্যার, এতোদিন পাপের ভয় হতো! খুব চেষ্টা করেছি পাপ থেকে নিজেকে রক্ষা করার! এখন পাপ ঘটে যাচ্ছে! কিন্তু বাড়িতে যদি বিয়ের কথা বলি, মনে হয় যেন আসমান ভেঙে পড়েছে! বুয়েট থেকে অনার্স পাশ করেছে, ইঞ্জিনিয়ার হয়েছে, এখন বিয়ে কেন?

আরো দশ বছর যাক, তুই আরো ডিগ্রি কর, পিএইচডি কর,প্রতিষ্ঠিত হ! এরপর ৩৫-৪০ এ বিয়ে শাদি করবি!

যখন আর বিয়ের দরকারই থাকবেনা!
- তাহলে এখন কি হবে? এখন যিনা করবি!

তো এই হলো দ্বীনদার সমজের অবস্থা!
আপনার ছেলে, আপনার মেয়ে বিয়ে করতে
চাইলে আপনার কষ্ট লাগে! আর ওরা অবৈধ রিলেশন করে, তাতে আপনার কষ্ট লাগেনা! আপনি ই/হু/দী,
খ্রি/স্টা/ন/দের ষোল আনাই আধিপত্য মেনে নিয়েছেন!
আপনি হয়ত নামাজ পড়ছেন, রোযা রাখছেন, আপনি শবে বরাত করছেন, আপনি হুজুরদের ওয়াজ শুনছেন!

মনে করছেন, ‘মাশাআল্লাহ’, আমি কতবড় মুসলমান!
কিন্তু সন্তানের প্রতি দায়িত্বের এই অবহেলায় আপনাকে আল্লাহর কাছে পাকড়াও হতে হবে!

আল্লাহ হেফাজত করুন, আমীন!

27/09/2022

সাফ উইমেন চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের নারী ফুটবল দলের অর্জনকে কেন্দ্র করে দেশের কিছু লোক যখন বিজয়োল্লাসে ব্যস্ত, ঠিক সেই মূহুর্তে একই ঘটনাকে পুঁজি করে কিছু ধূর্ত লোক ইসলাম বি°দ্বেষের নগ্ন উন্মাদনায় ব্যস্ত। দেশ ও দশের কাজে যাদের সিকিভাগ অবদান নেই।

আরে ভাই, সেলিব্রেট করার একটা উপলক্ষ পেয়েছেন তো সেলিব্রেট করুন গিয়ে। কেউ তো আপনাকে বাঁধা দেয়নি। কিন্তু এ বিজয়কে ইসলামের বিরুদ্ধে দাঁড় করাচ্ছেন কেন? খেলোয়াড় মেয়েগুলো তো স্রষ্টার প্রতি কৃতজ্ঞতা স্বরুপ মাঠেই সিজদায় লুটিয়ে পড়তে দেখলাম। তাদেরও তো কোন এ°ন্টি ইসলাম এটিচিউড নেই। কিন্তু কিছু উজ°বুক রীতিমত ব্যাপারটাকে লেজেগোবরে করে ফেলেছে।

একটা সিম্পল বিষয়কে ভিন্ন আঙ্গিকে ম্যানুপুলেট করে তাদের এই বস্তা পঁচা সস্তা ইসলাম বিদ্বে°ষের কূট°কৌশল ইসলামপন্থীরা বহু আগে থেকেই অবগত। দেশের আম জনতাও অবগত যে— দেশের বিভিন্ন অর্জন ও সংস্কৃতিকে নানান চেতনা ও অপসংস্কৃতির রঙ মাখিয়ে দেশের ইসলামপন্থীদেরকে কীভাবে বারবার কোণঠাসা করে রাখার অপপ্রয়াস চালানো হয়।

ইনশাআল্লাহ, ইসলাম প্রিয় এই মুসলিম দেশে ইসলাম বিদ্বে°ষীদের রঙ তুলির আচড় আর গোবর ভরা মাথার ফাঁকা বুলির ফাঁপর, কোনোটাই জন-মানুষের মনে ইসলাম ও আলেম বিদ্বে°ষের বিষ°বাষ্প ঢোকাতে পারবে না। বরং তাদের কূট°কৌশল বুমেরাং হয়ে তাদের আসল চেহারাটাই প্রকাশ করে দেবে।

Address

Savar Dhaka
Savar
1344

Alerts

Be the first to know and let us send you an email when Islam is a special star-ইসলাম একটি বিশেষ নক্ষত্র posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Islam is a special star-ইসলাম একটি বিশেষ নক্ষত্র:

Share

Category