
04/07/2025
১.মাওলানা মওদূদী রহঃ এর সহধর্মিণীর নাম "সায়্যিদা মাহমুদা বেগম" আর শ্বশুরের নাম সায়্যিদ নাসিরুদ্দিন শামসী রহঃ।
২.মরহুমা মাহমুদা বেগমের বয়স বার বছর। সবেমাএ পরিণত বয়সে উপনীত। বিভোর ঘুমে শয্যায় শায়িত। হঠাৎ স্বপ্ন দেখেন।
৩.স্বপনের বর্ণনায় তিনি বলেন, " আমি পা দিয়ে মাটিতে একটু গর্ত করি। পা উঠিয়ে নেই। গর্তে হাত ডুকাই। আমার হাতে বেরিয়ে আসল আলোকিত হিরার টুকরো। ইহা এত সুন্দর দৃষ্টিনন্দন যে, তা থেকে দৃষ্টি ফেরানো অসম্ভব হয়ে উঠলো।
৪.এরই মাঝে চারদিক থেকে লোকজন জড়ো হতে থাকলো হিরা দেখার জন্য। লোকজন বলাবলি করতে শুরু করলো, এটা অনেক দামী হিরা, এটা তুমি কোথায় পেলে।
৫.আরেকজন বলল,এটা দামী হিরা, খুব যতনে রেখ। কেউ যেন তোমার নিকট হতে ছিনিয়ে নিয়ে না যায়।"
৬. ঘুম ভেঙে গেল। সকাল হল। সপ্নের কথা বার বার মনে পড়ল।
৭.আম্মুকে স্বপ্নের কথা বললাম।আম্মু আব্বুকে জানালেন।আব্বু স্বপ্নের কথা প্রকাশ করতে নিষেধ করলেন। আমরা কাউকে এ ব্যাপারে কিছু বললাম না।
৮.আব্বু স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য দিল্লিতে একজন প্রসিদ্ধ আলেমের কাছে চলে গেলেন।
৯.তিনি স্বপ্নের তাবীর করলেন।বাহ, কি চমৎকার তাবীর।তিনি বললেন, আপনার কন্যার বিবাহ হবে এমন একজন আলেমের সাথে যার সুখ্যাতি বিশ্বময় পরিব্যাপ্ত হবে।
১০. বিবাহের প্রস্তাব দিল্লির ধনী ও সম্ভ্রান্ত পরিবার থেকে একের পর এক আসতে লাগলো। কিন্তু, পিতার মনপুত হলো না।
১১. যখনই মাওলানা মওদূদীর " মা" মওদূদীর জন্য বিবাহের প্রস্তাব নিয়ে গেলেন, ততক্ষণাত তিন রাজী হয়ে গেলেন।
১২.বিবাহ সম্পন্ন হল,বিশ্ব বরেণ্য আলেমে দ্বীন, মুফাককীর, মুজাদ্দিদ, মুজতাহিদ ইমাম, সংগঠক, রাজনীতিবিদ, বানিয়ে জামায়াত, অসংখ্য গুনের অধিকারী মাওলানা সায়্যিদ আবুল আ'লা মওদূদী (রহঃ) এর সাথে।
১৩.স্বপ্নের ব্যাখ্যা পরিপূর্ণ হল। পরিপূর্ণ হলো জীবনের একটি পরম পাওয়া
লেখা- সাইফুল ইসলাম ফরিদাবাদী.