09/07/2025
আজকে আমার বড় ফুপির জন্মদিন।🎊🎉
জন্মদিন নিয়ে সে সবসময় খুব এক্সাইটেড। গত মাস থেকেই এইটা সেইটা বলে তার জন্মদিনের কথা সবাইকে মনে করিয়ে দেয়।🤣
এইবারও সেইম।সেইদিন ওদের বাড়িতে গেছি,বলতেছে ওর ঘাড় এ খুব ব্যাথা।জিজ্ঞেস করলাম কেনো? বলে, "আমার বন্ধুর বার্থডেতে ডিম ফাটিয়েছি,এর জন্য"
বুঝলাম এটা তার জন্মদিন মনে করিয়ে দেওয়ার আরেকটা ঘটনা!😅
তো ভেবেছিলাম এই বার্থডেতে ওকে সারপ্রাইজ দিব। ফুপির কাছে ওর ছোট ছোট কিছু জিনিস চাওয়া আছে। সেইগুলা সাথে কেক নিয়ে ওদের বাসায় গিয়ে ওকে সারপ্রাইজ দেওয়ারই চিন্তা করেছিলাম।
তবে হঠাৎ ওর ভাই মূসার জ্বর!! সাথে সারাদিন বৃষ্টি। এই অবস্থায় মূসাকে নিয়ে ওদের বাড়িতে যাওয়া হয়ে উঠলো না।
সকালেই ভাবীকে বলে দিলাম স্কুল থেকে যেনো আমাদের বাসায় আসে।
কেক আনতে বের হইছি অমনি দেখি কলিজা ফুপিটা আমার আসতেছে।
এরপর আর কি, ওকে বাসায় পাঠিয়ে আমি কেক আর ওর কিছু আবদারের জিনিস পত্র নিয়ে বাসায় এসে এই ছোট্ট আয়োজন।
আলহামদুলিল্লাহ' সবকিছুর জন্য।
আমার ছোট্ট ফুপিটা বড় হচ্ছে।
সবাই আমাদের সোলায়মান এর জন্য দোয়া করবেন।ও জেনো মানুষের মত মানুষ হতে পারে।আল্লাহ'তায়ালার দয়া রহমত বরকত ওর উপর সবসময় থাকে।
সকল প্রশংসা আল্লাহ'তায়ালার।
[সোলায়মান এর জন্য কিছু কথা।বড় হওয়ার পর কখনো যদি লিখাটা সামনে পরে,পড়ে নিয়ো]
"আদরের সোলায়মান,
তুমি যখন জন্মের পর প্রথম হসপিটাল থেকে বাড়িতে এলে,ফুপি তোমাকে কোলে নিয়ে ড্রয়িংরুমে দাঁড়িয়ে ছিলো।তুমি এমন একটা হাসি দিলা ফুপি ভয়ে এক দৌড়ে অন্য ঘরে গিয়ে তোমাকে কার কোলে জেনো দিয়ে আসছি।🤭
একদিন ফুপি পাঙ্গাস মাছের তরকারি দিয়ে ভাত খাচ্ছিলাম,, তুমি হাঁটতে হাঁটতে আমার কাছে এলে, এরপর আমি মজা করে তোমার মুখের সামনে ভাত ধরলাম, প্রথমবার ভাত নিলে, এরপর আবার এলে.. দিলাম.. তারপর আবার,,সবগুলা ভাত খেয়ে শেষ করেছিলে!!
তারপর তো অবাক হয়ে গেলাম আমি, তোমার বাবা,আরো কে যেন ছিল!!😃
সেই যে তোমার প্রথম ভাত খাওয়া;তা-ও ফুপির হাতে😇🥰
তোমার ফুপি তোমাকে অনেক ভালোবাসে। তোমার কথা ভাবে।
হয়তো তোমার চাওয়া অনুযায়ী অনেক কিছু দিতে পারে না।
তবে আল্লাহ' যখন তোমার ফুপির সময়টা আরো বরকতময় করবেন, আল্লাহ'র কাছে ফুপির চাওয়া থাকবে তোমাদের সব আবদার পূরণ করার।
ফুপির জন্য দোয়া কইরো সোনা কলিজা। ফুপি তোমাদের অনেক ভালোবাসে।অনেক অনেক ভালোবাসে।❤️"