
22/07/2025
গতকালকে সে দেখছে খাবার হোটেলে আমি ঠিকঠাক ভাত খেতে পারি নাই। বারবার বলছে,চলো যাই আমার বাসায়।
কিন্তু যাওয়া হয় নাই.. তবে সে ভুলে নাই এই কথা। তার নাকি আমার খাওয়া দেখে খুব খারাপ লাগছে।
তাই শুধু মাত্র আচার দেওয়ার কথা বলে,এত্তো এত্তো খাবার বাসায় পাঠায় দিছে।
নরমালি মানুষের পোলাও রোস্ট বিরিয়ানি এইগুলার ক্রেভিংস থাকে। তবে আমার ক্ষেত্রে আমার মাছ-ভাত খাওয়ার ক্রেভিং হয়। বিরিয়ানি পোলাও গোশত এইসব আমার জন্য ডাল-ভাত। কিন্তু প্রকৃত ডাল-ভাত ই আমার রান্না করা হয়ে উঠে না।
রীচফুডে ঝামেলা কম।আর ছোট মাছ বাসার ছোট নবাব খায় না। সেই ঘুরে ফিরে রুই পাজ্ঞাস চিকেন বীফ এইগুলাতেই আটকে থাকতে হয়।
মাঝে মাঝে ছোট মাছ খাওয়ার ইচ্ছা হলে আশেপাশের বাংলা হোটেল গুলায় গিয়ে খেয়ে আসি।
আর নাহয় মাঝে মাঝে এমন সব সারপ্রাইজ পাই।
যারা খুব অভিমানের সুরে বলে,"হ্যাঁ,ও ই তো তোর/তোমার ফেভারিট বোন!"
আসলেই ও আমার ফেভারিট বোন।
শুধু খাবার না, এই মানুষটা কখনো আমার লাইফের কোনো বিষয়ে জানতে চেয়ে আমাকে বিব্রত করে নাই। তার কোনো মাথা ব্যাথা ছিলো না আমার লাইফ এর কিছু ব্যাপার নিয়ে। সে শুধু খবর নিছে আমি ভালো আছি কিনা।রান্না করি কিনা খাই কিনা।
আল্লাহ'তায়ালা পৃথিবীর সকল বোনদের ভালো রাখুক।