Jahan Jeem

Jahan Jeem Assalamu Alaikum'
It's Me Jahan Jeem.Welcome to my page.
✉️[email protected]

গতকালকে সে দেখছে খাবার হোটেলে আমি ঠিকঠাক ভাত খেতে পারি নাই। বারবার বলছে,চলো যাই আমার বাসায়।কিন্তু যাওয়া হয় নাই.. তবে সে ...
22/07/2025

গতকালকে সে দেখছে খাবার হোটেলে আমি ঠিকঠাক ভাত খেতে পারি নাই। বারবার বলছে,চলো যাই আমার বাসায়।

কিন্তু যাওয়া হয় নাই.. তবে সে ভুলে নাই এই কথা। তার নাকি আমার খাওয়া দেখে খুব খারাপ লাগছে।

তাই শুধু মাত্র আচার দেওয়ার কথা বলে,এত্তো এত্তো খাবার বাসায় পাঠায় দিছে।

নরমালি মানুষের পোলাও রোস্ট বিরিয়ানি এইগুলার ক্রেভিংস থাকে। তবে আমার ক্ষেত্রে আমার মাছ-ভাত খাওয়ার ক্রেভিং হয়। বিরিয়ানি পোলাও গোশত এইসব আমার জন্য ডাল-ভাত। কিন্তু প্রকৃত ডাল-ভাত ই আমার রান্না করা হয়ে উঠে না।

রীচফুডে ঝামেলা কম।আর ছোট মাছ বাসার ছোট নবাব খায় না। সেই ঘুরে ফিরে রুই পাজ্ঞাস চিকেন বীফ এইগুলাতেই আটকে থাকতে হয়।

মাঝে মাঝে ছোট মাছ খাওয়ার ইচ্ছা হলে আশেপাশের বাংলা হোটেল গুলায় গিয়ে খেয়ে আসি।

আর নাহয় মাঝে মাঝে এমন সব সারপ্রাইজ পাই।

যারা খুব অভিমানের সুরে বলে,"হ্যাঁ,ও ই তো তোর/তোমার ফেভারিট বোন!"

আসলেই ও আমার ফেভারিট বোন।

শুধু খাবার না, এই মানুষটা কখনো আমার লাইফের কোনো বিষয়ে জানতে চেয়ে আমাকে বিব্রত করে নাই। তার কোনো মাথা ব্যাথা ছিলো না আমার লাইফ এর কিছু ব্যাপার নিয়ে। সে শুধু খবর নিছে আমি ভালো আছি কিনা।রান্না করি কিনা খাই কিনা।

আল্লাহ'তায়ালা পৃথিবীর সকল বোনদের ভালো রাখুক।

The less You respond to negative people, the more peaceful Your life will become..
21/07/2025

The less You respond to negative people, the more peaceful Your life will become..

আজকে আমার বড় ফুপির জন্মদিন।🎊🎉জন্মদিন নিয়ে সে সবসময় খুব এক্সাইটেড। গত মাস থেকেই এইটা সেইটা বলে তার জন্মদিনের কথা সবাইকে ম...
09/07/2025

আজকে আমার বড় ফুপির জন্মদিন।🎊🎉

জন্মদিন নিয়ে সে সবসময় খুব এক্সাইটেড। গত মাস থেকেই এইটা সেইটা বলে তার জন্মদিনের কথা সবাইকে মনে করিয়ে দেয়।🤣

এইবারও সেইম।সেইদিন ওদের বাড়িতে গেছি,বলতেছে ওর ঘাড় এ খুব ব্যাথা।জিজ্ঞেস করলাম কেনো? বলে, "আমার বন্ধুর বার্থডেতে ডিম ফাটিয়েছি,এর জন্য"

বুঝলাম এটা তার জন্মদিন মনে করিয়ে দেওয়ার আরেকটা ঘটনা!😅

তো ভেবেছিলাম এই বার্থডেতে ওকে সারপ্রাইজ দিব। ফুপির কাছে ওর ছোট ছোট কিছু জিনিস চাওয়া আছে। সেইগুলা সাথে কেক নিয়ে ওদের বাসায় গিয়ে ওকে সারপ্রাইজ দেওয়ারই চিন্তা করেছিলাম।

তবে হঠাৎ ওর ভাই মূসার জ্বর!! সাথে সারাদিন বৃষ্টি। এই অবস্থায় মূসাকে নিয়ে ওদের বাড়িতে যাওয়া হয়ে উঠলো না।
সকালেই ভাবীকে বলে দিলাম স্কুল থেকে যেনো আমাদের বাসায় আসে।

কেক আনতে বের হইছি অমনি দেখি কলিজা ফুপিটা আমার আসতেছে।

এরপর আর কি, ওকে বাসায় পাঠিয়ে আমি কেক আর ওর কিছু আবদারের জিনিস পত্র নিয়ে বাসায় এসে এই ছোট্ট আয়োজন।

আলহামদুলিল্লাহ' সবকিছুর জন্য।

আমার ছোট্ট ফুপিটা বড় হচ্ছে।

সবাই আমাদের সোলায়মান এর জন্য দোয়া করবেন।ও জেনো মানুষের মত মানুষ হতে পারে।আল্লাহ'তায়ালার দয়া রহমত বরকত ওর উপর সবসময় থাকে।

সকল প্রশংসা আল্লাহ'তায়ালার।

[সোলায়মান এর জন্য কিছু কথা।বড় হওয়ার পর কখনো যদি লিখাটা সামনে পরে,পড়ে নিয়ো]

"আদরের সোলায়মান,

তুমি যখন জন্মের পর প্রথম হসপিটাল থেকে বাড়িতে এলে,ফুপি তোমাকে কোলে নিয়ে ড্রয়িংরুমে দাঁড়িয়ে ছিলো।তুমি এমন একটা হাসি দিলা ফুপি ভয়ে এক দৌড়ে অন্য ঘরে গিয়ে তোমাকে কার কোলে জেনো দিয়ে আসছি।🤭

একদিন ফুপি পাঙ্গাস মাছের তরকারি দিয়ে ভাত খাচ্ছিলাম,, তুমি হাঁটতে হাঁটতে আমার কাছে এলে, এরপর আমি মজা করে তোমার মুখের সামনে ভাত ধরলাম, প্রথমবার ভাত নিলে, এরপর আবার এলে.. দিলাম.. তারপর আবার,,সবগুলা ভাত খেয়ে শেষ করেছিলে!!

তারপর তো অবাক হয়ে গেলাম আমি, তোমার বাবা,আরো কে যেন ছিল!!😃
সেই যে তোমার প্রথম ভাত খাওয়া;তা-ও ফুপির হাতে😇🥰

তোমার ফুপি তোমাকে অনেক ভালোবাসে। তোমার কথা ভাবে।
হয়তো তোমার চাওয়া অনুযায়ী অনেক কিছু দিতে পারে না।
তবে আল্লাহ' যখন তোমার ফুপির সময়টা আরো বরকতময় করবেন, আল্লাহ'র কাছে ফুপির চাওয়া থাকবে তোমাদের সব আবদার পূরণ করার।

ফুপির জন্য দোয়া কইরো সোনা কলিজা। ফুপি তোমাদের অনেক ভালোবাসে।অনেক অনেক ভালোবাসে।❤️"

ঈদের পর থেকে এই পর্যন্ত হাতে গুনা ২/১ দিন ভাত খাওয়া হইছে হয়তো। সেইদিন বলতেছিলাম,"আমার অনেক ভাত খাইতে মন চাইছে।অনেকদিন ভা...
20/06/2025

ঈদের পর থেকে এই পর্যন্ত হাতে গুনা ২/১ দিন ভাত খাওয়া হইছে হয়তো।

সেইদিন বলতেছিলাম,"আমার অনেক ভাত খাইতে মন চাইছে।অনেকদিন ভাত শাক ভর্তা এইগুলা খাই না"।

না খাওয়ারও কারন আছে। আমাদের বাসার ছোট স্যার শাক সবজি খায় না। অল্প করে রান্না করলে দেখা যায় থেকে যায়, নষ্ট হয়।

আর তার চেয়ে বড় কথা, শাক সবজির চেয়ে মাছ মাংস রান্নায় ঝামেলা কম!🤭

তো আমার ঐ কথাটা একজন মানুষ মনে রাখছে এবং আজকে দাওয়াত করে ভাত,ভাজি,বীফ,ভর্তা,ডাল,আচার কত্তকিছু আয়োজন করে খাইয়েছে।💝

খেয়ে আসছি অনেক আগে,, এখন বাসায় এসে কিন্তু আবার ক্ষুধা লেগে গেছে। খাবারগুলার টেস্টও হয়তো ভুলে যাবো কয়দিন পর।

তবে এই যে এই এফোর্ট টা যে ছিলো আমার জন্য এইটা ভুলতে চাই না।💞

থ্যাঙ্কিউ।💖
ভালো থাকুক সকল ভালো মানুষেরা💗

Alhamdulillah' for everything 🌸🌸

🫰🫰
13/06/2025

🫰🫰

Address

Savar
1341

Website

Alerts

Be the first to know and let us send you an email when Jahan Jeem posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share