
09/07/2025
একজন মা যখন তাঁর পুত্র সন্তানকে মানুষ করেন, তখন তিনি শুধু একটি সন্তানকেই বড় করে তোলেন না। তিনি গড়ে তুলছেন ভবিষ্যতের একজন স্বামী, একজন পিতা এবং একজন নারীর রক্ষককে।
এই সন্তান যেন কখনো কারও চোখের জলের কারণ না হয় — বরং হয় সেই মানুষ, যার জন্য কোনো নারী নিশ্চিন্তে হাসতে পারে, সম্মান বোধ করে, এবং নিজেকে নিরাপদ মনে করে।
তাকে শেখাতে হবে শ্রদ্ধা, সহানুভূতি, দায়িত্ববোধ ও ভালোবাসা। কারণ আজকের এই ছোট্ট ছেলেটিই একদিন কোনো নারীর জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি হয়ে উঠবে।
এমনভাবে সন্তান মানুষ করতে হবে, যাতে সে একজন নারীর জীবনে ভালোবাসা, ভরসা এবং শক্তির প্রতীক হয়ে উঠতে পারে।
Cp