Abir Ahmed 86

Abir Ahmed 86 (Cricket lover75)
যদি ইতিহাস মুছে না যায় তাহলে পরবর্তী প্রজন্মকে জানিয়ে দিও আমি ছিলাম SHAKIB 75 এর সময়💘💘
(22)

কিছু বলার ভাষা নাই 😓😡
08/07/2025

কিছু বলার ভাষা নাই 😓😡

তৃতীয় ওয়ানডেতে শ্রীলঙ্কা টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে।
08/07/2025

তৃতীয় ওয়ানডেতে শ্রীলঙ্কা টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে।

রংপুর রাইডার্স চেয়েছিলেন সাকিব আল হাসান তাদের হয়ে গ্লোবাল সুপার লিগে খেলুক, কিন্তু উপরের মহলের কারণে সেটা হয়ে ওঠেনি। তার...
06/07/2025

রংপুর রাইডার্স চেয়েছিলেন সাকিব আল হাসান তাদের হয়ে গ্লোবাল সুপার লিগে খেলুক, কিন্তু উপরের মহলের কারণে সেটা হয়ে ওঠেনি। তারা দলে না নিতে পারলেও সাকিব আল হাসান ঠিকই যাচ্ছেন গ্লোবাল সুপার লিগে, তাও রংপুরের প্রতিপক্ষ হয়ে। ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টি বা আইএলটি-টোয়েন্টির চ্যাম্পিয়ন দুবাই ক্যাপিটালসের হয়ে এই অলরাউন্ডার খেলবেন জিএসএল টি-টোয়েন্টিতে, যেখানে রংপুর রাইডার্স বর্তমান চ্যাম্পিয়ন। রংপুরের হয়ে সাকিবের খেলা হচ্ছে না দেখে যে সাকিব ভক্তরা আক্ষেপ করছিলেন, তাদের জন্য সাকিবের এই অন্তর্ভুক্তি ঈদের চাঁদ দেখার মতোই আনন্দের খবর যেন।

আর মাত্র কদিন পর, আগামী ১০ জুলাই শুরু হবে গ্লোবাল সুপার লিগের দ্বিতীয় আসর।

সাকিব যাচ্ছেন গ্লোবাল এই লিগে, যেখানে খেলবেন দুবাইয়ের হয়ে। তাকে নেওয়া হয়েছে প্রোটিয়া স্পিনার কেশব মহারাজের বদলি হিসেবে। এছাড়া দলে নেওয়া হয়েছে কাইস আহমেদকে। অন্যান্যদের মধ্যে স্কোয়াডে আরও আছেন- রভম্যান পাওয়েল, গুলবাদিন নাইব, ফারহান খান, জিশান নাসির, আরিয়ামান ভার্মা, খালিদ শাহ, কালিম সানা, ইবরাহিম মাসুদ, সেদিকউল্লাহ আতাল, ডমিনিক ড্রেকস, জিসে বুটান, নিরোশান ডিকওয়েলা, কাদিম অ্যালেইনে ও জর্ডান জনসন।

নিজের জাত আরও একবার চেনালেন নবাব👏

| |

তানভীর ফাইফার 🇧🇩🔥ওয়েলডান বয়
05/07/2025

তানভীর ফাইফার 🇧🇩🔥

ওয়েলডান বয়

৫ রানে ৬ উইকেট খেলার মা*রে চু*দি..😡😡
02/07/2025

৫ রানে ৬ উইকেট

খেলার মা*রে চু*দি..😡😡

ক্যারিয়ারের শেষ বেলায় প্রতিটি ইনিংসই মুশফিকের কাছে স্পেশাল✨
18/06/2025

ক্যারিয়ারের শেষ বেলায় প্রতিটি ইনিংসই মুশফিকের কাছে স্পেশাল✨

Address

Savar

Telephone

+8801736564086

Website

Alerts

Be the first to know and let us send you an email when Abir Ahmed 86 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Abir Ahmed 86:

Share

Category