
26/09/2025
জীবনে যা-ই করেন, কখনোই কারো জন্য নিজের সবটুকু দিয়ে কিছু করবেন না। ভুলেও না। কাউকে শুধরাতে যাবেন না। কারো প্রতি আশা রাখবেন না। নিজের সবটা দিয়ে কাউকে সাহায্য করবেন না। কারো জন্য নিজের জী'বন বা'জি রাখবেন না।
বিশ্বাস করুন! মানুষ এগুলোর মূল্য দিতে পারে না। কেউ আপনাকে বুঝবেও না, আপনি তার জন্য কী কী করেছেন, এটা সে কোনেদিনও স্বীকার করবে না। উল্টো প্রতিনিয়ত প্রমাণ করবে, তার আপনাকে কোনো প্রয়োজন নেই।
আপনি যেটা করেছেন, সেটা আসলে তার অধিকার। আপনি সবার জন্য সবটাই করবেন। কিন্তু, দিনশেষে আপনার অবস্থান হবে আস্তাকুঁড়ে। কেউ আপনাকে ফিরেও দেখবে না। fans