Monir Engineering workshop

Monir Engineering workshop wark contents

05/09/2025
05/09/2025
05/09/2025
05/09/2025

ভূমিকম্পে বিপর্যস্ত আফগানিস্তানে ত্রাণ পাঠাল বাংলাদেশ

05/09/2025

আল্লাহর কাছে ঋণ থেকে মুক্তির জন্য বেশ কিছু দোয়া রয়েছে। নিচে কয়েকটি দোয়া দেওয়া হলো:
ঋণের বোঝা থেকে মুক্তির জন্য কোরআনের দোয়া
১. সূরা আল-ইমরান, আয়াত ২৬-২৭:
* আরবি:
> قُلِ ٱللَّهُمَّ مَٰلِكَ ٱلْمُلْكِ تُؤْتِى ٱلْمُلْكَ مَن تَشَآءُ وَتَنزِعُ ٱلْمُلْكَ مِمَّن تَشَآءُ وَتُعِزُّ مَن تَشَآءُ وَتُذِلُّ مَن تَشَآءُ ۖ بِيَدِكَ ٱلْخَيْرُ ۖ إِنَّكَ عَلَىٰ كُلِّ شَىْءٍۢ قَدِيرٌۭ
> تُولِجُ ٱلَّيْلَ فِى ٱلنَّهَارِ وَتُولِجُ ٱلنَّهَارَ فِى ٱلَّيْلِ ۖ وَتُخْرِجُ ٱلْحَىَّ مِنَ ٱلْمَيِّتِ وَتُخْرِجُ ٱلْمَيِّتَ مِنَ ٱلْحَىِّ ۖ وَتَرْزُقُ مَن تَشَآءُ بِغَيْرِ حِسَابٍۢ
>
* বাংলা উচ্চারণ:
> “ক্বুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তু’তিল মুলকা মান তাশা-উ, ওয়া তানযিউল মুলকা মিম্মান তাশা-উ, ওয়া তু-ইজ্জু মান তাশা-উ, ওয়া তুযিল্লু মান তাশা-উ, বিয়াদি-কাল খাইর, ইন্নাকা ‘আলা কুল্লি শাইয়িন ক্বাদীর।
> তূলিজুল লাইলা ফিন নাহা-রি ওয়া তূলিজুন নাহা-রা ফিল লাইল, ওয়া তুখরিজুল হাইয়্যা মিনাল মাইয়্যিতি, ওয়া তুখরিজুল মাইয়্যিতা মিনাল হাইয়্যি, ওয়া তারযুকু মান তাশা-উ বিগাইরি হি-সা-ব।”
>
* অর্থ:
> “বলো, হে আল্লাহ! তুমিই সার্বভৌম ক্ষমতার অধিকারী। যাকে ইচ্ছা তুমি ক্ষমতা দান করো আর যার থেকে ইচ্ছা ক্ষমতা কেড়ে নাও। যাকে ইচ্ছা তুমি সম্মান দান করো আর যাকে ইচ্ছা তুমি অপমানিত করো। তোমার হাতেই সব কল্যাণ। নিশ্চয়ই তুমি সবকিছুর উপর ক্ষমতাবান।
> তুমি রাতকে দিনে প্রবেশ করাও এবং দিনকে রাতে প্রবেশ করাও। তুমি মৃত থেকে জীবিতকে বের করো এবং জীবিত থেকে মৃতকে বের করো। আর যাকে ইচ্ছা তুমি অপরিমিত জীবনোপকরণ দান করো।”
>
রাসুল (সা.)-এর শেখানো দোয়া
১. আল্লাহুম্মা ইয়া মালিকুল মুলক
* আরবি:
> اللَّهُمَّ مَالِكَ الْمُلْكِ تُؤْتِي الْمُلْكَ مَنْ تَشَاءُ، وَتَنْزِعُ الْمُلْكَ مِمَّنْ تَشَاءُ، وَتُعِزُّ مَنْ تَشَاءُ، وَتُذِلُّ مَنْ تَشَاءُ، بِيَدِكَ الْخَيْرُ، إِنَّكَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ، رَحْمَنَ الدُّنْيَا وَالآخِرَةِ وَرَحِيمَهُمَا، تُعْطِي مِنْهُمَا مَا تَشَاءُ، وَتَمْنَعُ مَا تَشَاءُ، ارْحَمْنِي رَحْمَةً تُغْنِينِي بِهَا عَنْ رَحْمَةِ مَنْ سِوَاكَ
>
* বাংলা উচ্চারণ:
> “আল্লাহুম্মা মা-লিকাল মুলকি তু’তিল মুলকা মান তাশা-উ, ওয়া তানযিউল মুলকা মিম্মান তাশা-উ, ওয়া তু-ইজ্জু মান তাশা-উ, ওয়া তুযিল্লু মান তাশা-উ। বিয়াদি-কাল খাইর। ইন্নাকা ‘আলা কুল্লি শাইয়িন ক্বাদীর। রাহমানাদ দুনিয়া ওয়াল আখিরাতি ওয়া রাহিমাহুমা। তু’তী মিনহুমা মা- তাশা-উ ওয়া তামনা’উ মা- তাশা-উ। ইরহামনী রাহমাতান তুগনীনি বিহী ‘আন রাহমাতি মান সিওয়াক।”
>
* অর্থ:
> “হে আল্লাহ! তুমিই সার্বভৌম ক্ষমতার অধিকারী। যাকে ইচ্ছা তুমি ক্ষমতা দান করো আর যার থেকে ইচ্ছা ক্ষমতা কেড়ে নাও। যাকে ইচ্ছা তুমি সম্মান দাও আর যাকে ইচ্ছা তুমি অপমানিত করো। তোমার হাতেই সব কল্যাণ। নিশ্চয়ই তুমি সবকিছুর উপর ক্ষমতাবান। হে দুনিয়া ও আখিরাতের পরম দাতা ও পরম দয়ালু! তুমি যাকে ইচ্ছা তা দান করো এবং যাকে ইচ্ছা তা থেকে বঞ্চিত করো। আমাকে এমন রহমত দান করো, যার মাধ্যমে তুমি আমাকে অন্য কারও রহমত থেকে অমুখাপেক্ষী করে দাও।”
>
২. সকালে ও সন্ধ্যায় পাঠ করার দোয়া (নবী (সা.) আলি (রা.)-কে শিখিয়েছিলেন)
* আরবি:
> اللَّهُمَّ اكْفِنِي بِحَلَالِكَ عَنْ حَرَامِكَ، وَأَغْنِنِي بِفَضْلِكَ عَمَّنْ سِوَاكَ
>
* বাংলা উচ্চারণ:
> “আল্লাহুম্মাকফিনী বিহালা-লিকা ‘আন হারা-মিকা, ওয়া আগনিনী বিফাদলিকা ‘আম্মান সিওয়া-ক।”
>
* অর্থ:
> “হে আল্লাহ! তোমার হালাল রুজি দিয়ে আমাকে হারাম থেকে রক্ষা করো এবং তোমার অনুগ্রহ দ্বারা আমাকে তুমি ছাড়া অন্য সবার থেকে স্বাবলম্বী করে দাও।”
>
৩. দুশ্চিন্তা ও ঋণ মুক্তির জন্য দোয়া
* আরবি:
> اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْهَمِّ وَالْحَزَنِ، وَأَعُوذُ بِكَ مِنَ الْعَجْزِ وَالْكَسَلِ، وَأَعُوذُ بِكَ مِنَ الْجُبْنِ وَالْبُخْلِ، وَأَعُوذُ بِكَ مِنْ غَلَبَةِ الدَّيْنِ وَقَهْرِ الرِّجَالِ
>
* বাংলা উচ্চারণ:
> “আল্লাহুম্মা ইন্নী আ’উযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি, ওয়া আ’উযু বিকা মিনাল ‘আজযি ওয়াল কাসালি, ওয়া আ’উযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি, ওয়া আ’উযু বিকা মিন গলাবাতিত দাইনি ওয়া ক্বাহরির রিজা-ল।”
>
* অর্থ:
> “হে আল্লাহ! আমি তোমার কাছে দুশ্চিন্তা ও দুঃখ থেকে আশ্রয় চাই, অক্ষমতা ও অলসতা থেকে আশ্রয় চাই, ভীরুতা ও কৃপণতা থেকে আশ্রয় চাই, আর ঋণের বোঝা ও মানুষের দমন থেকে আশ্রয় চাই।”
>
এই দোয়াগুলো নিয়মিত পাঠ করলে আল্লাহ তাআলা ঋণের বোঝা হালকা করে দেন এবং তা থেকে মুক্তির পথ খুলে দেন। পাশাপাশি, ঋণ পরিশোধের জন্য চেষ্টা চালিয়ে যাওয়াও জরুরি।

29/06/2025

রাষ্ট্র চায়না ইসলাম কায়েম চাই যারা ইসলাম কায়েমের জন্য লড়াই করে তাদের কে ভোট দিবো ইনশাল্লাহ এদের কে বলে নেতা

28/06/2025
28/06/2025

Address

Savar

Website

Alerts

Be the first to know and let us send you an email when Monir Engineering workshop posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share