Hilarious Sharif

Hilarious Sharif সদা সত্যের পক্ষে নির্ভিক।হাসতে ভালোবাসি।

About 90 thousand worshipers performed the first Friday prayer of Ramadan in Al-Aqsa Mosqueনব্বই হাজার মানুষ আজকে আল আকস...
07/03/2025

About 90 thousand worshipers performed the first Friday prayer of Ramadan in Al-Aqsa Mosque

নব্বই হাজার মানুষ আজকে আল আকসায় রোজার প্রথম শুক্রবারে জুমার সালাত আদায় করেছেন আলহামদুলিল্লাহ ❤️😊।

07/03/2025

মাশাআল্লাহ।।✨
ফিলিস্তিনি এক শিশুর ঈমানী জাজবা❤️

04/03/2025

এটাই সেই ভিডিও যেটা দেখার পরে থেকেই আমি আওয়ামিলীগ কে মনে প্রাণে ঘৃণা করি। এই ঘটনার পরে যখন শেখ হাসিনা সংসদে বলে; হেফাজতের কর্মিরা গায়ে রং মেখে শুয়ে আছে, আর পুলিশ তাদের কাছে গেলে দৌড়ায়ে পালিয়ে যাচ্ছে । তখনি বুঝতে পেরেছিলা শেখা হাসিনা একটা রাক্ষ*স/সাইকো, সে মানুষরুপি দা*নব।

এই ভিডিও দেখার পরেও যদি আপনার আওয়ামি/হাসিনা/মুজিব প্রেম না যায়, তাহলে বুঝে নিবেন এই ঘটনার শহীদরা হাসরের ময়দানে যেই হাতে আমলনামা পাবে, আপনি হয়তো তার বিপরিত হাতে আমলনামা পাবেন।

গত কাল ২১ ফেব্রুয়ারি উপলক্ষে রংপুরের মিঠাপুকুর উপজেলায় চতুর্থ শ্রেনির এক স্কুল ছাত্রী ফুল কুড়াতে গেলে এই শুয়োরের বাচ্চা ...
22/02/2025

গত কাল ২১ ফেব্রুয়ারি উপলক্ষে রংপুরের মিঠাপুকুর উপজেলায় চতুর্থ শ্রেনির এক স্কুল ছাত্রী ফুল কুড়াতে গেলে এই শুয়োরের বাচ্চা মেয়েটিকে ধর্ষণ করে😡

দিনেষে আবু ত্বহা আদনান,এনায়েতুল্লাহ আব্বাসী এরাই রাসুলের ভালোবাসায় নেমে পড়লো।এরাই আমাদের হিরো।'জীবনের চাইতেও বেশি ভালোবা...
21/02/2025

দিনেষে আবু ত্বহা আদনান,এনায়েতুল্লাহ আব্বাসী এরাই রাসুলের ভালোবাসায় নেমে পড়লো।এরাই আমাদের হিরো।

'জীবনের চাইতেও বেশি ভালোবাসি আপনাকে',
ইয়া রাসূলাল্লাহ!
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।

20/02/2025

বিদেশ থেকে স্বামীর মৃ&ত্যুর হৃদয়বিদারক খবর 🙂💔

19/02/2025

তেমন কিছু না। বান্ধবী কইছিল নারী পুরুষের অধিকার সমান চাই। কারণ শক্তিতেও আমরা পুরুষের তুলনায় পিছিয়ে নেই। 😃

16/02/2025

তুর্কি অ্যাম্বাসির সামনে এক বিধর্মী কুরআন পুড়িয়ে দিচ্ছিলো।এক ধর্মপ্রাণ মুসলিম ভাই হাতে ছু*ড়ি নিয়ে তাকে উদ্যত হয়ে আক্রমণ করে এবং জ্বলন্ত কুরআন হাত থেকে ছুটিয়ে নেয়।এক সাইকেল রাইডার ঘটনার প্রেক্ষিতে ওই বিধর্মীকে লাথি মেরে চলে যায়

11/02/2025

“কুখ্যাত ওয়ালিদ বিন মুগিরা, রাসূলুল্লাহ সা.কে গালি দেয়, জবাবে রসূল তাকে বলেন—
তুই তোর বাপের সন্তান না !
সে তার মায়ের কাছে জানতে চায়,
"মা" সত্যি সত্যি বলো,আমি কি আমার পিতার সন্তান নই?
তার মা বলে- হ্যাঁ, এ কথা সত্য।
আমি একবার মুখ কালো করেছিলাম
(ব্যভিচারে লিপ্ত হয়েছিলাম)।
সেখান থেকেই তোর জন্ম হয়েছে।
সুতরাং পৃথিবীর যারাই আল্লাহর রাসূলের শানে,
গোস্তাখির চেষ্টা করছে।
তারা সবগুলো ওয়ালাদে হারাম।”

28/01/2025

পৃথিবী না জানুক আমিতো জানি
আমি কি পাপ করেছি হায়।
আমার পাপের করলে বিচার
বাচাঁর আমার নাই উপায়।

Address

Savar

Website

Alerts

Be the first to know and let us send you an email when Hilarious Sharif posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category