Nayon Polly

Nayon Polly Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Nayon Polly, Video Creator, Dhaka, Savar.
(10)

Welcome To Nayon Polly Official Page We Are Share Cooking Video.Vlog.Travel All Kinds of Videos Stay Connect Thanks My Page Protected By Rubel Khan https://www.facebook.com/rubelkhan3535

04/09/2025

ডাল ছাড়া খাবার অসম্পূর্ণ

একটা শাড়ি, দুইটা  সালোয়ার কামিজ, মাসে মাসে তাকে খেতে দিচ্ছেন ঘর ভাড়া দিচ্ছেন এটা আপনার দায়িত্ব।   কিন্তু ভালোবাসা হচ...
03/09/2025

একটা শাড়ি, দুইটা সালোয়ার কামিজ, মাসে মাসে তাকে খেতে দিচ্ছেন ঘর ভাড়া দিচ্ছেন এটা আপনার দায়িত্ব।
কিন্তু ভালোবাসা হচ্ছে সপ্তাহ শেষে তার জন্য বেলিফুল নিয়ে যাওয়া। বিকেল বেলায় তার সাথে হাত ধরে হাটা, বৃষ্টির মধ্যে দুজনার একসাথে ভিজতে ভিজতে উপভোগ করা।

মাঝরাতে প্রিয় মানুষটিকে উঠে বলা আমি তোমাকে ভালোবাসি। হুট করে টান দিয়ে বুকের মাঝে জাপটে ধরে রাখা। এগুলো ভালোবাসা।

দায়িত্ব তো যে কেউ পালন করতে পারে ভালো কজন বাসতে পারে।

01/09/2025

সুস্বাদু পাটিসাপটা পিঠা

বাইরে বৃষ্টি পড়ছে। আবহাওয়া একদম ঠান্ডা।   এমন বৃষ্টিময় দিনে খুব মন চাইছে কয়েক রকমের ভর্তা দিয়ে খুদের ভাত খেতে। তবে ...
31/08/2025

বাইরে বৃষ্টি পড়ছে। আবহাওয়া একদম ঠান্ডা।
এমন বৃষ্টিময় দিনে খুব মন চাইছে কয়েক রকমের ভর্তা দিয়ে খুদের ভাত খেতে। তবে আর দেরি কেন খেতে চাইলে ইনবক্স করুন।

গতকাল সারাদিনে আমার দেখা সবচেয়ে সুন্দর ভিডিও ছিল এটা। মেয়ে বিয়ের পর বাবাকে না জানিয়ে হঠাৎ বাড়িতে আসছে শুধুমাত্র বাব...
30/08/2025

গতকাল সারাদিনে আমার দেখা সবচেয়ে সুন্দর ভিডিও ছিল এটা। মেয়ে বিয়ের পর বাবাকে না জানিয়ে হঠাৎ বাড়িতে আসছে শুধুমাত্র বাবাকে সারপ্রাইজ দেয়ার জন্য।
দরজা খুলে মেয়েকে দেখেই বাবা বুকে জড়িয়ে ধরেন কান্না করেন। বাবার শেষ কথা ছিল বিয়ের পর মেয়ে সংসার নিয়ে এত ব্যস্ত মেয়ে হয়তো হারিয়ে গেছে।
জীবনে নিয়মে মেয়ের বিয়ে হয়ে গেলে মেয়েরা হয়তো সংসারের টানে একটু দূরে সরে যায়। কিন্তু বাবা-মায়ের প্রতি ভালোবাসা মায়া কখনো কমেনা

কিছু কিছু বাবা মা আছে মেয়ে যতই তাদের কাছাকাছি থাকতে চায় কিন্তু তারা কাছে ঘেষতে দেয় না।
আমাদের সমাজে কিছু তৃতীয় ব্যক্তি নামক মানুষ আছে না অর্থাৎ বাবার বন্ধু বা মায়ের বান্ধবী। এছাড়াও আশেপাশের তৃতীয় ব্যক্তি নামক মানুষগুলো বাবা মার কাছে সন্তানকে কাছে ঘেষতে দেয় না।

এই তৃতীয় ব্যক্তি গুলো বাবা মাকে বুদ্ধি দেয় মেয়ে মেয়ের জামাই আপনার সম্পত্তি দখল করবে। আসলে সব সন্তান কি কু লা ঙ্গার হয়। আর বাবা মায়েরাও বুঝে না বাবা মায়ের জন্য সন্তান ছাড়া তাদের আপন কেউ নাই কখনো হতে পারে না।

সন্তানদের জন্য বাবা-মা যেমন সবচাইতে আপন বিশ্বস্ত ঠিক তেমনি সু সন্তানও তার বাবা-মায়ের জন্য আপন বিশ্বস্ত।

বাবা-মা অসুস্থ হলে তাদেরকে হাসপাতালে নিতে গেলেও সমস্যা। কারণ হাসপাতালে যত টাকা খরচ হয় তার চাইতেও বেশি হিসাব দেখায় সন্তানরা। কারণ সন্তানের পকেটে যায় অতিরিক্ত টাকা গুলো। এই বুদ্ধিটাও তৃতীয় ব্যক্তি মানুষগুলো বাবা মায়ের কানে দেয়।
তৃতীয় ব্যক্তি মানুষগুলো কতটা খা রাপ কতটা জ ঘন্য হতে পারে আমার চাইতে ভাল কেউ জানে না। আমাদের পরিবারের কেউ না।

শুধুমাত্র নিজেদের ফা য়দা লুটার জন্য তৃতীয় ব্যক্তিরা সন্তানকে দূরে সরায় রাখে।

তৃতীয় ব্যক্তিরা থাকে বাবা মার বেডরুমে আর সন্তান থাকে ড্রয়িং রুমে।

বিয়ের আগে যে মেয়ে আদরের থাকে বিয়ের পর সেই মেয়ে বছরে ১ বার বেড়াতে আসলেও তার কাপড়ের ব্যাগ রাখার জায়গা আলমারিতে হয় না।

আমরা মেয়েরা অনেক সেক্রিফাইস করি। স্যাক্রিফাইস করে বাবা মায়ের সাথে সম্পর্ক রাখি, শ্বশুরবাড়ির সাথে সম্পর্ক রাখি, স্বামীর সাথে সংসার টাও যত্ন করে করি। তবুও না দিন শেষে বাবা মায়ের কাছে আশ্রয় নিতে মন চায়। কেউ একজন বলুক তোমার জন্য পৃথিবীতে কেউ না থাকলেও তোমার বাবা-মা আছে।

আল্লাহ এই তৃতীয় ব্যক্তি গুলোকে হেদায়েত দান করুক।

27/08/2025

আসসালামু আলাইকুম।
কেমন আছেন সবাই

🎉 I earned the emerging talent badge this week, recognising me for creating engaging content that sparks an interest amo...
26/08/2025

🎉 I earned the emerging talent badge this week, recognising me for creating engaging content that sparks an interest among my fans!

24/08/2025

এ্যা পুড়ে গেছে খাওয়া যাবে না

একটা জিনিস আমরা কি কখনো ভেবেছি, এই যে আমরা বাসায় থাকি, বাচ্চা পালন করি, থালা-বাসন মাজি, রান্না করি, ঘর মুছি অর্থাৎ ঘরের...
21/08/2025

একটা জিনিস আমরা কি কখনো ভেবেছি, এই যে আমরা বাসায় থাকি, বাচ্চা পালন করি, থালা-বাসন মাজি, রান্না করি, ঘর মুছি অর্থাৎ ঘরের যাবতীয় কাজ আমরা করি

আর আমাদের স্বামীরা ১৬ থেকে ১৭ ঘণ্টা ঘাম ঝরিয়ে করেন টাকা কামাই করে আনে, বাহিরে হাজারটা মানুষের সাথে ওঠাবসা করে আমরা কখনো ভাবিই না তার সাথে আমার পার্থক্যটা কোথায়।

স্বামী যদি বাইরে গিয়ে সম্মান এবং টাকা উপার্জন করেন আর আমরা ঘরে বসে ঘর গেরস্থালির কাজ করি তাহলে কি ভেবেছেন সে কি আমাকে বা আপনাকে সমমর্যাদার সঙ্গী ভাববে? কখনোই ভাববে না তাদের চোখে আপনি আমি শুধুমাত্র কাজের মানুষ।

আপনি যদি নিজের পরিচয় বানান, নিজের শক্তি দেখান, নিজেকে যোগ্য থেকে যোগ্যতার করে তুলেন তখন দেখবেন আপনাকেও সম্মান করবে।

তাই নিজের পরিচয় শুধু কারো স্ত্রী না, আপনি আপনিই, আমি আমিই আসুন এই পরিচয়টা তৈরি করি

21/08/2025

গল্পের ছলে বাচ্চাদের বললাম

18/08/2025

ছুটির দিন মানে স্পেশাল

যত্ন করে খাবার বেড়ে দিলে খেতে ভালো লাগে।   হয়তো অনেকেই বলবেন এটা তো সামান্য বিষয় কিন্তু এই  ছোট ছোট সামান্য বিষয়গুলো...
16/08/2025

যত্ন করে খাবার বেড়ে দিলে খেতে ভালো লাগে।

হয়তো অনেকেই বলবেন এটা তো সামান্য বিষয়
কিন্তু এই ছোট ছোট সামান্য বিষয়গুলোই আমাদের জীবনে অনেক বেশি আনন্দ দেয়।

পরিবার থেকে যারা দূরে থাকে দেশে কিংবা প্রবাসে
শুধুমাত্র তারাই বুঝে জীবনে পরিবারের সঙ্গে একসাথে বসে খাওয়ার মজাটাই আলাদা।

Address

Dhaka
Savar
1340

Alerts

Be the first to know and let us send you an email when Nayon Polly posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Nayon Polly:

Share

Category