Sadia jahan opekkha

Sadia jahan opekkha hello,this is Sadia Jahan Opekkha. Let's enjoy with us❤️

24/04/2025

আমাকে চিরকাল মনে রাখার মতো কোনো উপযুক্ত কারণ আমি কখনোই হতে পারিনি,তবে সমকালীন অসংখ্য কারণ আমি কমবেশি সকলেরই হয়েছি। আমাকে অনন্তকাল ধরে ভালোবেসে আগলে রাখার মতো একটি মানুষও আমি পাইনি!

তবে স্বল্প আবেগে নিস্বপবিত হয়ে ভালোবাসি ভালোবাসি বলে যাওয়া মানুষের অভাব হয়নি আমার এই ছোট জীবনে। অকারণে, অপ্রয়োজনে খুঁজ নেয় এমন মানুষের সংখ্যা আমার জীবনে শূণ্যের কৌটায়,তবে সাময়িক সময় কা'টানোর জন্য আমি অনেকের'ই শূণ্যস্তান পূরণ করেছি দীর্ঘসময় দিয়ে।

আমার মন খারাপে এককালীন সজিব সান্ত্বনা দিয়ে অনেকেই পালিয়েছে।কিন্তু মন খারাপ নিয়ে আমার কাছে কেউ সময় চাইলে আমি তার একাকিত্বে ভরা অসংখ্য নিঃসঙ্গ ডাক বিনিদ্র থেকেও সময় দিয়েছি।

সাময়িকভাবে পাশে থেকে অনেকেই বন্যার স্রোতের মতো রঙ বেরঙের ভালোবাসা দেখিয়ে গেছে, আবার সেই স্রোতে তারা ভেসেও গেছে।কেউ সারাজীবন থেকে যায়নি। সময় কত দ্রুতই না বদলে যায়, আপন হয়ে থেকে যেতে আসা মানুষগুলো সময়ের ফাঁ'দে পা ফেলে স্বার্থপর হয়ে চলে গেছে কতো মানুষগুলো আমার ভাবনার চাইতেও বেশি ভাবাত্মক!

22/04/2025

We don't say " Ma, amar koshto hochche"
We say " Ma, amar jonno dua koro".🤍

19/04/2025

আমাদের যা কিছু ভালো হওয়ার কথা ছিলো, সেসব ভালো তোমার হোক।🥀

19/04/2025

যে প্রশ্নে আমি বিব্রত হই সেই প্রশ্নের উত্তর আমার কাছে নেই তা না।মুলত কিছু প্রশ্ন আছে যা আমাকে অস্বস্তি দেয়।এমন প্রশ্নের মুখোমুখি হবো না বলেই কারো সাথে কথা বাড়াই না। ❤️

17/04/2025

বৃষ্টি এসে ধুয়ে দিয়ে যাক, আমার সকল দুঃখ। ❤️

16/04/2025

সুদিনের আশায় আমরা যেই দিন গুলো এড়িয়ে চলছি,মুলত এগুলোই সুদিন।🥀

14/04/2025

ছোটবেলায় গলায় মাছের কাঁটা আটকাতো। এখন গলায় কথা আর দুঃখ আটকায়!

10/04/2025

'সুদিন' আইসা দেখবে আমরা সব 'খারাপ' ব্যাপার ই মেনে নিছি। আমাদের আর 'সুদিন এর দরকার নাই!' ❤️

09/04/2025

'প্রায়োরিটি' একটা চমৎকার জিনিস। ব্যস্ততা, কিংবা সমস্যা সবার জীবনেই আছে কম বেশি। তবে, সত্যি বলতে এটা হচ্ছে সেকেন্ড সাবজেক্ট! ফার্স্ট সাবজেক্ট হচ্ছে- 'কার কাছে আপনার গুরুত্ব কতটুকু' সেটা। কেউ উপর থেকে আপনার মেসেজ দেখে সরিয়ে রাখবে।

কেউ আবার যথাসম্ভব দ্রুত রিপ্লাই করার জন্য, কনভার্সেশন লম্বা করার জন্য চেষ্টা করবে। কেউ ঘড়ি দেখে রাত ১২টায় জন্মদিনের উইশ করবে। কেউ আবার জানবেই না আপনার জন্মদিন কবে গেলো! কেউ আপনার পাশে থাকাটাকে গুরুত্ব দিয়ে জন্য সব ঝড় ঝাপ্টা অতিক্রমের চেষ্টা করবে, কেউ আবার সরে যাওয়ার জন্য- কারণ খুঁজে খুঁজে বের করবে।

যাই বলি না কেন, দিনশেষে 'প্রায়োরিটি'র উপরেই ৮০% নির্ভর করে সব কিছু। আর এটা আসলেও অন্যরকম জিনিস! কেউ না চাইতেও দিবে, কেউ আবার চাইতেও দিবে না। যারা আমাদের কদর করে, প্রায়োরিটি দেয়- তারা সবসময় ভালো থাকুক, আর আমাদের জীবনেই থাকুক! যারা অবহেলা করে, তারাও থাকুক তাদের মতো ভালো। আপত্তি কিংবা অভিযোগ নেই!🌻

05/04/2025

এই দুনিয়ায় অনেই কিছুই রিপ্লেস করা যায়। কিন্তু মানুষ কখনো রিপ্লেস করা যায়না।
একই সমুদ্রপাড়ে একই নক্ষত্রের নিচে ভিন্ন ভিন্ন মানুষের সাথে হেঁটে চলাটা ভিন্ন ভিন্ন রকম। কখনই এক রকম অনুভূতি হয়না।

একই টং এ আলাদা দুটো মানুষের সাথে চা খাওয়ার স্বাদটাও আলাদাই হয়।

এই জগতের প্রত্যেকটা মানুষ তার ফিঙ্গারপ্রিন্টের মত আলাদা। এখানে একজনকে দিয়ে অন্যজনকে রিপ্লেস করা সম্ভব হয় না।😊

29/03/2025

Selena Gomez এর পার্টনার Benny Blanco এক টকশো তে বলেছেন-
"One of people's biggest problems, especially among men, is that we don't listen all the time.You gotta listen. Listen to what they are saying.Woman will tell you exactly what she needs,and men be like-" I don't know what she wants! "
If a girl is getting frustrated with you about something, she definitely has told you that multiple times.You are just not paying attention!

কথা গুলো শুনে মনে হলো ভদ্রলোক আধ মিনিটে পুরুষ জাতির অর্ধেক সমস্যা তুলে ধরেছেন এবং সমাধান ও দিয়ে দিয়েছেন!

এখন বুঝতে পারলাম Why Selena chose him!This kind of emotional intelligence is the most handsome trait a man can have!

So guys!We don't want alpha,sigma or tate kinda partner. We want calm,kind & mature men like Benny!

18/03/2025

২ ধরনের মানুষ দেখেছি আমি! এক ধরনের মানুষ, যারা ভালোবাসার জন্য ফ্যামিলি ছে.ড়েছে। আর এক ধরনের মানুষ, যারা ফ্যামিলির জন্য ভালোবাসা ছে.ড়েছে। তবে এখানে পার্থক্য কি জানেন?

যারা ফ্যামিলির জন্য ভালোবাসা ছেড়েছিলো, তারা শুধু ফ্যামিলি পেয়েছিলো! কখনোই ভালোবাসা পায় নাই; সুখও পায় নাই। এবং যারা ভালোবাসার জন্য ফ্যামিলি ছে.ড়েছিলো, তারা ভালোবাসা তো পেয়েছেই; পরে কখনো না কখনো ফ্যামিলিও মেনে নিয়েছে তাদের! শেষমুহুর্তে তারা ২ টাই পেয়েছে।'🌷

ভালোবাসা হা.রাইলে আর পাওয়া যায় না, কারো মন রক্ষার্থে নিজের মনের ইচ্ছা কখনোই বিসর্জন দিয়েন না!'🖤

Address

Savar

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sadia jahan opekkha posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share