Sadia jahan opekkha

Sadia jahan opekkha hello,this is Sadia Jahan Opekkha. Let's enjoy with us❤️

09/10/2025

মানুষ কখনো দেখতে অসুন্দর হয় না,অসুন্দর হয় মানুষের মন❤️☺️

30/09/2025

“যে পৃথিবীতে এত বসন্ত আছে, নদী আছে, ঝরনা আছে সেখানে এত দুঃখ কেন!”
—সিসেরো

30/09/2025

Taare Zameen Par মুভির 'Maa' গানে একটা লাইন আছে, "Tujhe sab hai pata, hai na maa." এই লাইনটা শুনলে আমার দিন দুনিয়া ভেঙে আসে। ইচ্ছা করে আম্মারে জড়ায় ধরে সব শুনাই। কার অসাবধানতায় আমার মন কাঁচের আয়নার মতো ভেঙে গেছে, কেন জীবনে রিকশায় বসেও চোখে পানি আসার মতো মুহূর্ত আসে, কিসে আমি আরাম পাই, কত তারিখে বারান্দায় গোলাপ ফোটেনি দেখে মন খারাপ ছিল, কত রাত জ্বরে ঘুমাই নাই, কত দিন খাই নাই সব। খুচরা টাকার মতো ভেঙেচুরে বলতে ইচ্ছা হয় "Main kabhi batlaata nahi, par andherese darta hoon main maa..."

কেন যে পারিনা!

21/09/2025

সম্পর্ক টিকিয়ে রাখার সবচেয়ে বড় শক্তি কী জানেন?
তা হলো যোগাযোগ (Communication)।

আমরা অনেকেই ভাবি, ভালোবাসা থাকলেই সম্পর্ক ঠিক থাকবে। কিন্তু আসল সত্যি হলো, ভালোবাসা থাকলেও যদি দু’জনের মধ্যে খোলামেলা কথা না হয়, তাহলে ভুল বোঝাবুঝি, রাগ আর দূরত্ব তৈরি হতেই থাকে।

ছোট ছোট ব্যাপার নিয়েও খোলাখুলি আলোচনা করা উচিত।

অথচ আমরা সেটা প্রায়ই ভুলে যাই এই মনে করে যে এই বিষয়টি জানানোর মতো কোনো বিষয় নয়। কিন্তু এখানেই ভুল টি হয়।

মনে রাখবেন,
"Unspoken words create the biggest distances in relationships."

তাই রাগ জমিয়ে না রেখে, কষ্ট চেপে না রেখে, যা মনে আছে সেটা গঠনমূলকভাবে বলুন।

কারণ, সম্পর্ককে বাঁচিয়ে রাখে ভালোবাসা নয়, বরং বোঝাপড়া আর নিয়মিত কথোপকথন।

20/09/2025

Not everyone is a Friend...

some are just classmates. some are just colleagues. some are just people you know. Let's stop over-labeling every connection as 'friendship' Friendships come with trust, effort, and shared values not just shared selfies or group projects. be kind to everyone, but be wise with your labels.

not everyone who smiles at you roots for you. and that's not bitterness, that's maturity.

19/09/2025

কদর করতে না জানলে' আল্লাহ রিজিক থেকে সেই জিনিস উঠিয়ে নেন।😊

06/09/2025

Never beg for a seat in friendship. Don’t say “কিরে দাওয়াত দিলি না”? Or “ওহ তোরা দেখা করলি আমাকে বললি না”Or “কিরে রিপ্লাই দিচ্ছিস না যে”? Build your own table. I know the phase is tough… but someday your table will be bigger than the seat you always wanted to be on.

05/09/2025

আমার বাবা বিয়ের পর মা কে খুশি করার জন্য নিজে হাতে আকা ডিজাইন দিয়ে সোনা, রুবি আর পান্নার গহনা বানিয়েছিলেন।

আমার বন্ধুদের দেখেছি তাদের প্রেমিকার জন্য আফ্রিকার সবচেয়ে সুন্দর ওপাল দিয়ে আংটি বানিয়ে আনতে।

দেখেছি, বউ এর জন্মদিনের জন্য পুরো নৌকা পদ্ম ফুল দিয়ে সাজিয়ে রাখতে

কিংবা হ্যাপি বার্থডে বলতে সারারাত জেগে ৪০০ কিলোমিটার পাড়ি দিয়ে আসতে ।

আপনাকে ভালোবাসে বলার পর ও যদি বিশেষ দিনটা মনে রেখে একটা গোলাপ যদি কেউ না আনতে পারে,then he doesn’t deserve you.

Men would go to war for the women they love, he can at least text you back

04/09/2025

আমার যোগ্যতা থাক বা না থাক, কারো সাথে নিজের compare আমার পছন্দ নয়!

04/09/2025

দুনিয়ার সবার কাছেই আমার ভালো হইতে হবে ক্যান?
আমি তো ভাই মানুষ, ফেরেশতা না

💗💗
04/09/2025

💗💗

30/08/2025

যদি বড় হয়ে ঘরই ছাড়তে হয়,মা এতো যত্নে বড় করে কেন?

Address

Savar

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sadia jahan opekkha posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share