21/09/2025
সম্পর্ক টিকিয়ে রাখার সবচেয়ে বড় শক্তি কী জানেন?
তা হলো যোগাযোগ (Communication)।
আমরা অনেকেই ভাবি, ভালোবাসা থাকলেই সম্পর্ক ঠিক থাকবে। কিন্তু আসল সত্যি হলো, ভালোবাসা থাকলেও যদি দু’জনের মধ্যে খোলামেলা কথা না হয়, তাহলে ভুল বোঝাবুঝি, রাগ আর দূরত্ব তৈরি হতেই থাকে।
ছোট ছোট ব্যাপার নিয়েও খোলাখুলি আলোচনা করা উচিত।
অথচ আমরা সেটা প্রায়ই ভুলে যাই এই মনে করে যে এই বিষয়টি জানানোর মতো কোনো বিষয় নয়। কিন্তু এখানেই ভুল টি হয়।
মনে রাখবেন,
"Unspoken words create the biggest distances in relationships."
তাই রাগ জমিয়ে না রেখে, কষ্ট চেপে না রেখে, যা মনে আছে সেটা গঠনমূলকভাবে বলুন।
কারণ, সম্পর্ককে বাঁচিয়ে রাখে ভালোবাসা নয়, বরং বোঝাপড়া আর নিয়মিত কথোপকথন।