Stay With Sakib

Stay With Sakib Do It Yourselfヾ(^-^)ノ

বর্তমান ঢাকার বাস্তবতা। ছেলেটির পিঠে স্কুল ব্যাগ। পরনে পাঞ্জাবি আর ফুলপ্যান্ট। একটু পর দেখলাম ভালো মানের কিছু টুথব্রাশ ব...
19/05/2025

বর্তমান ঢাকার বাস্তবতা।
ছেলেটির পিঠে স্কুল ব্যাগ। পরনে পাঞ্জাবি আর ফুলপ্যান্ট। একটু পর দেখলাম ভালো মানের কিছু টুথব্রাশ বের করল ব্যাগথেকে। বাসে বিক্রি করতে লাগল। মনেহল প্রফেসোনাল কোনো হকার সে নয়।

অনতিদূরে একটি সিট খালি পেয়ে বসেছে সে। এতো ভদ্রটাইপ হকার কখনও দেখিনি ঢাকা শহরে। সুযোগ পেয়ে জিজ্ঞেস করলাম পড়ালেখা করে কি না। ছেলেটি বলল, জি ক্লাশ টেনে পড়ি।

- তো তুমি ফেরি করছো যে?

- আসলে আমার আব্বু স্কুল টিচার। বেসরকারি স্কুল। টিউশানিও বন্ধ, বেতনও বন্ধ। বাসা ভাড়া, খাওয়া খরচার ইনকামের সামর্থ্য নেই আব্বুর। শিক্ষক মানুষ অন্য কিছু করতেও লজ্জার ব্যপার হয়ে দাঁড়িয়েছে। তাই আমি পথে নেমেছি।

- এটা তোমার স্কুলব্যাগ?

- জি।

- কত থাকে দৈনিক?

- তা প্রায় ৬শ টাকার মত থাকে।

এরই মধ্যে আরেকটি স্টপেজ চলে এলে ছেলেটি নেমেগেল। আমি পিতৃত্বের চোখ দিয়ে চেয়ে রইলাম যতদূর দেখাযায়।

এখান থেকে শিক্ষা: আমরা অনেক সময় হকারদের অবজ্ঞার চোখে দেখি। কিন্তু এই ঘটনা দেখায়, একজন হকারও হতে পারে শিক্ষার্থী, ভদ্র, এবং দায়িত্ববান। বাইরের পোশাক নয়, মানুষের মূল্য মাপা উচিত তার মন ও আচরণ দিয়ে।

সারাংশে শিক্ষা:
সম্মানের সাথে পরিশ্রম করা লজ্জার নয় বরং গর্বের। পরিবার ও সমাজের দায়িত্ব নেওয়া সাহসের কাজ। এবং সমাজ হিসেবে আমাদের উচিত এমন সংগ্রামী মানুষদের পাশে দাঁড়ানো।❤️
""সংগৃহীত"""

প্রকাশ্যে আনলেন ওসি হারুন
19/05/2025

প্রকাশ্যে আনলেন ওসি হারুন

men's melt here 🤍🌸
19/05/2025

men's melt here 🤍🌸

এই ঘুম সহজে ভাঙ্গবে না।
18/05/2025

এই ঘুম সহজে ভাঙ্গবে না।

পাখিটির নাম পেলিকান। যখন এদের চরম খাদ্য সংকট দেখা দেয়, তখন "মা" পাখি নিজের বুক এভাবে ক্ষতবিক্ষত করে। আর সেই ক্ষতস্থান থ...
18/05/2025

পাখিটির নাম পেলিকান। যখন এদের চরম খাদ্য সংকট দেখা দেয়, তখন "মা" পাখি নিজের বুক এভাবে ক্ষতবিক্ষত করে। আর সেই ক্ষতস্থান থেকে বের হওয়া রক্ত পান করে বাচ্চারা জীবন বাঁচায়।

পৃথিবীতে মায়ের সাথে তুলনা করার মতো কোনো বস্তু এখন পর্যন্ত আবিষ্কার হয়নি এবং কোনদিন হবেও না। ভালো থাকুক পৃথিবীর সকল মা!

16/05/2025

😾😾

পাশের বাসায় নতুন ডিজাইনের সোফা কিনলো....
13/05/2025

পাশের বাসায় নতুন ডিজাইনের সোফা কিনলো....

13/05/2025

বিপদে পড়ার পর আমার অবস্থা 🙂

প্রায়'ই ঢাকার বেইলি রোডে দেখা যায়, দুই ভিন্ন রঙের চোখের অধিকারী এই শিশু!😮💙ছবি কৃতজ্ঞতা: Ibnat Mahreen Zaman 📸
13/05/2025

প্রায়'ই ঢাকার বেইলি রোডে দেখা যায়, দুই ভিন্ন রঙের চোখের অধিকারী এই শিশু!😮💙

ছবি কৃতজ্ঞতা: Ibnat Mahreen Zaman 📸

09/05/2025

সাজিয়ে দেবো ফুলে❤️‍🩹

Address

Savar

Website

Alerts

Be the first to know and let us send you an email when Stay With Sakib posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share