17/01/2025
আমার ৫ বছরের বিজনেস অভিজ্ঞতা থেকে :
ক্লাউড ফান্ডিং নিয়ে ( বড় ভাইয়ের থেকে, বন্ধু বান্ধবদের থেকে, পরিচিত পয়সা ওয়ালা, অপরিচিত যে কেও) বিজনেসের মুলধন কালেক্ট করে তা দিয়ে বিজনেস শুরু করা নিসন্দেহে কমন চিত্র, এবং স্টার্টিং এর জন্য সুন্দর একটা সিস্টেম, অনেকে আবার এই কাজ টা ৩-৪ বছর বিজনেস করে তারপর বিজনেস বড় করার জন্য করে থাকে,, আমিও তাই করেছি, শুরু টা নিজের জমানো টাকায় করে কয়েকবছর পর দেখলাম যার কাছে যাই ফান্ডের জন্য সে ই টাকা দিতে রাজি হয়ে যাচ্ছে, আপনার ক্ষেত্রেও তাই হবে, যখন আমি দেখব আপনি তিন চার বছর ধরে একটা কিছু মনোযোগ দিয়ে করতেছেন, তখন কিছু টাকা দিতে আমার খুব বেশি বাধবে না,,
কিন্তু, সমস্যা টা যে জায়গায়..
ক্লাউড ফান্ডি এর টাকায় বিজনেস করতে গেলে আপনি ১০০% স্বাধীনতা পাবেন না, হ্যা, টাকা কোথায় কিভাবে খাটাবেন সেই সিদ্ধান্ত আপনিই হয়ত নিচ্ছেন, কিন্তু ইকটু রিক্স নেয়ার ক্ষেত্রে আপনার কনফিডেন্স একদম তলানি তে থাকবে, কারন, এই মুলধন লস করলে আপনি বিশাল এক ঘাটতি ( ঋণ) তে পরে যাবেন,, স্বাভাবিক ভাবেই তখন আপনি তুলনামূলক কম রিক্স যে মডেলে হয় সে মডেলে বিজনেস রান করতে চাইবেন,
এখানেই আসে মেইন পয়েন্ট টা
" বিজনেসের গ্রোথ এর সাথে রিক্সের সমীকরণ অনেকটা সমানুপাতিক টাইপের "
যত বেশি রিক্স নেয়া যায় বিজনেস তত গ্রো হয়, প্রফিট তত বেশি আসে এবং আনুষাঙ্গিক বিজনেস নলেজ যেগুলা টাকায় কিনতে পাওয়া যায় না, ঐসব নলেজও তত বেশি গেদার করা যায়,,
যখন আপনি সম্পুর্ন নিজের টাকাতেই বিজনেস করতেছেন তখন ১০০% রিক্স বিনা সংকোচে নিতে পারবেন, সেই সাথে বিজনেসের বিভিন্ন ডোমেইনে আপনার অভাবনীয় গ্রোথ আসতে থাকবে,,
এখন কথা উঠতে পারে নিজের ত অত বেশি টাকা অবশ্যই থাকবে না, তাহলে কিভাবে স্টার্ট করব বা বিজনেস বড় করব???
খুব ক্লিয়ার একটা কনসেপ্ট উল্লেখ করি
" বই লিখে লিখে সেলিব্রিটি হওয়া আর সেলিব্রিটি হয়ে বই লিখা দুইটার ভিতরে আকাশ পাতাল পার্থক্য "
ধরে নেন আমি একটা বই লিখলাম তার সেল হলো ৫০০০ কপি আর আপনি একটা বই লিখছেন যার সেল ১৫০০, তাহলে হয়ত আমার বইয়ের মান খুব ভালো তাই এত সেল, হ্যা এটা তখন হত, যখন আমি আর আপনি দুইজনেই নিয়মিত লিখালিখি করি, কিন্তু আমি যদি অন্য কোন কারনে সেলিব্রিটি হয়ে থাকি আর সেই পরিচিতি থেকে এসব সেল আসছে, তাহলে আমার লেখা বইয়ের মান আর আপনার লেখা বইয়ের মান কখনোই এক হওয়ার পসিবিলিটি নাই,, আমি ২য় বার আরেকটা বই লিখলে তার ১০০ কপি সেল নাও হতে পারে কারন প্রথমবার আমার বই পরে অপরিপক্ক লেখার স্টাইল পাঠক বুঝে যাবে, অন্য দিকে ১৫০০ কপি সেল পাওয়া আপনি যদি ২য় আরেকটা বই লিখেন, ঐটা ১৫০০০ কপি সেল হওয়া অস্বাভাবিক কিছু হবে না,,
মোটের উপরে আমি বুঝাতে চাচ্ছি আপনি ১০,০০০ টাকা নিয়ে বিজনেস স্টার্ট করে ইকটু লম্বা সময় পর টোটাল ১০ লাখ টাকার বিজনেস চালাচ্ছেন আর আপনার পাশাপাশি অন্য কেও মামা চাচা বড় ভাই দের থেকে ফান্ড নিয়ে ২০ লাখ টাকার বিজনেসম্যান, দুইজনের বিজনেসে অনেক পার্থক্য,, আপনি ১০,০০০ টাকা নিয়ে মার্কেটে সাঁতার কেটে ভেসে থাকতে শিখে গিয়ে এই অবধি আসছেন, আর ২০ লাখ টাকায় সেই ব্যবসায়ী প্রথম ঢেওয়েই ঢুবে তলিয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি,,
পরিচিত বেশ কিছু ভালো মানের ব্যবসায়ী দের নোটিস করে যা পেয়েছি তাতে বলাযায় যে,
ক্লাউড ফান্ডিং এর জন্য মিনিমাম ১০-১৫ বছর বিজনেস রান করার পর চিন্তা ভাবনা করা উচিত।