12/03/2024
▪️ফ্রিল্যান্সিং কি❓
▪️ফ্রিল্যান্সিং কেনো করবো / ফ্রিল্যান্সিং করে লাভ কি❓
▪️ফ্রিল্যান্সিং কিভাবে করবো❓
▪️ফ্রিল্যান্সিং করতে কি কি লাগে?❓
বেশির ভাগই এই ধরনের প্রশ্ন আমার, আপনার, সবার মাঝে আছে / সবার ভেতর থাকে! যার কারনে আমাদের মাঝে অনেকেই সিদ্ধান্তহীনতায় ভুগছে। যে তার কি করা উচিত / অনুচিত❗
তাই দিন শেষে নিজেদের সময়ের সঠিক ব্যবহার করতে পারছে না❌
এমন অনেকে আমাকে প্রশ্ন করেন / জানতে চান। তো সেই উদ্দেশ্য আপনাদের জন্য এটা।
আসা করি সবাই পুরো বিষয়টা ভালে মত পরবেন যাতে আপনি আপনার সঠিক সিদ্ধান্তটি নিতে পারেন🤍
🎯 প্রথমত ফ্রিল্যান্সিং মূলত একটি মুক্ত পেশা।যেখানে সময় শ্রম ও মেধাকে কাজে লাগিয়ে ঘরে বসে নিজের ইচ্ছে মত ইনকাম ডেভেলপমেন্ট করার একটি প্রক্রিয়া। এটা ছেলে-মেয়ে, বড়-ছোট যেকোনো বয়স/ক্লাসে/যে কোনো প্রোফেশনের ব্যক্তিবর্গ চাইলে ফ্রিল্যান্সিং এর কাজ করতে পারে।
🎯 তো এখন আসি আমরা ফ্রিল্যান্সিং কেন করব?
- ফ্রিল্যান্সিং অনেকে অনেক কারনে চাইলে করতে পারে। যেমন-
* আপনি যদি স্টুডেন্ট হন তাহলে আপনি চাইলে আপনার স্টাডির পাশাপাশি পার্টটাইম/ফুলটাইম হিসেবে ইনকাম করার জন্য এ প্লাটফর্মে কাজ করতে পারেন। যা দিয়ে আপনি চাইলে আপনার একটা ব্রাইট ফিউচার তৈরি করতে পারেন।
যা দিয়ে আপনি আপনার পকেট খরচের/ আপনার যাবতীয় নানা খরচ আপনি মেটাতে পারবেন।এমনকি ইন ফিউচার আপনি চাইলে আপনার এই প্ল্যাটফর্ম থেকে ইনকাম করার মাধ্যমে আপনি আপনার ফ্যামিলিকে সাপোর্ট করতে পারবেন।
* অনেকে চাকরিজীবী/ ব্যবসায়ীরা আছেন যারা তাদের কাজের ডেভেলপমেন্ট এর জন্য /পার্ট টাইম একটা এক্সট্রা ইনকাম এর জন্য চাইলে এই প্লাটফর্মে কাজ করতে পারেন।
* আবার আপনি চাইলে আপনার পার্সোনাল স্কিল ডেভেলপমেন্ট এর জন্য আপনি এই প্লাটফর্মে কাজ করতে পারেন। যা ইন ফিউচার আপনার চাকরি/ যে কোন ক্ষেত্রে এই দক্ষতাকে কাজে লাগাতে পারবেন।
আপনি কোনটা করতে চাচ্ছেন এটা সম্পূর্ণটা আপনার নিজের উপর নির্ভর করে।
🎯 ফ্রিল্যান্সিং করে কি লাভ বলতে মূলত, এটা আপনার একটি ইনকামের সোর্স তৈরি করবে। আপনার নিজের দক্ষতাকে বৃদ্ধি করার কাজে আসবে। বা এখান থেকে আপনি আপনার ভালো একটা ক্যারিয়ার তৈরি করতে পারবেন।
🎯 এখন আসা যাক ফ্রিল্যান্সিং কিভাবে করবেন!
যেহেতু এটা একটা অনলাইন প্লাটফর্মে কাজ সে ক্ষেত্রে অবশ্যই আপনার কাজটি অনলাইনের মাধ্যমে হবে। কিন্তু আপনি ফ্রিল্যান্সিং এ কাজ করার আগে আপনার ফ্রিল্যান্সিং প্লাটফর্মে যে কোনো সেক্টর নিয়ে কোর্স কমপ্লিট করা লাগবে।যাতে আপনি ফ্রিল্যান্সিংয়ের কাজ শিখতে পারেন।
🎯 ফ্রিল্যান্সিং এ কাজ করতে মুলত আপনার ৩টি বিষয় মূখ্য - যথা
🔴 ডিভাইস - কম্পিউটার/ ল্যাপটপ/ মোবাইল ফোন
🔴 নেটওয়ার্ক
🔴 নিজের ইচ্ছ!
এই ৩টি বিষয় ঠিক থাকলেই আপনি ফ্রিল্যান্সিং এ কাজ শিখে ইনকাম করতে পারবেন।এবং ফ্রিল্যান্সিংয়ের কাজ করে ইনকাম করতে হলে আপনার আরও ৪টি বিষয়ের প্রতি খেয়াল রাখতে হবে সেগুলো হলো
🔹 সময় - আপনি যদি দৈনিক ৩-৪ ঘণ্টা সময় ফ্রিল্যান্সিং কাজে ব্যয় করতে পারেন তাহলে আপনি ফ্রিল্যান্সিং কাজ শিখে ইনকাম করতে পারবেন।
🔹শ্রম - আপনাকে পর্যাপ্ত পরিমাণে + নতুন নতুন কাজ শিখার মন-মানসিকতা থাকতে হবে। স্মার্টওয়ার্কের মাধ্যমে কঠোর পরিশ্রম করতে হবে। 🔹ধৈর্য - ফ্রিল্যান্সিংয়ের ক্ষেত্রে প্রচুর পরিমাণ ধৈর্য লাগবে।মূলত আপনার এক বছরে অন্তত সময় হাতে নিয়ে রাখতে হবে। সে ক্ষেত্রে আপনার অনেক দ্রুত ইনকাম হয়ে যেতে পারে আবার আপনার পরেও হতে পারে এটা আপনার নিজে কাজ শেখার উপর নির্ভর করবে।
🔹অর্থ বা টাকা - অবশ্যই আপনার ফ্রিল্যান্সিং এর কোর্স শিখতে হলে সেক্ষেত্রে আপনার টাকা দেওয়া লাগবে।
করন মূলত কোন কিছুই আসলে ফ্রিতে শেখা যায় না আর তা দিয়ে কোন রেজাল্ট নিয়ে আসা অসম্ভব। একটা বিষয় আপনার অবশ্যই মাথায় রাখতে হবে যে, যে প্ল্যাটফর্ম থেকে আপনি আপনার লাইফ টাইম ইনকাম সোর্স তৈরি করতে চাচ্ছেন বা আপনি এখান থেকে ইন ফিউচারে ভালো একটা ক্যারিয়ার তৈরি করতে চাচ্ছেন সেক্ষেত্রে কখনো আপনাকে ফ্রিতে কোন কিছু শেখানো হবে না বা কোন কিছু ফ্রিতে দেওয়া হবে না আর ফ্রিতে কখনো কোনো ক্যারিয়ার বা কোনো কিছু তৈরি করা যায় না।
এখন আপনারা নিজেরাই এই সবগুলো বিষয় বুঝে যদি আপনার সব কিছু ঠিক থাকে এবং আপনার যদি ইচ্ছা থাকে তাহলে আপনি ফ্রিল্যান্সিং এর কাজ শিখে কাজ শুরু করতে পারেন।
অনেক অনেক বেশি শুভকামনা রইল আপনাদের জন্য।
📌 ব্রিঃদ্র: যদি কেও ফ্রিল্যান্সিং শিখতে / আরও বিস্তারিত কিছু জানতে যান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন।
মোবাইল - ০১৯৭২৫৪২০৩৩
ধন্যবাদ 🌸