Sarat's Mummy

Sarat's Mummy welcome to our page

06/06/2025

আব্বুকে ছাড়া প্রথম কুরবানির ঈদ😭

প্রিয় মা..............😊মাকে নিয়ে কিছু বললে শেষ হবে না মা আছে বলেই আজ সুন্দর পৃথিবী দেখতে পারছি ।মা হলো সবচাইতে কাছের বন...
11/05/2025

প্রিয় মা..............😊

মাকে নিয়ে কিছু বললে শেষ হবে না
মা আছে বলেই আজ সুন্দর পৃথিবী দেখতে পারছি ।
মা হলো সবচাইতে কাছের বন্ধু ।যাকে কোনো কিছু বলার আগে ভাবতে হয় না কি বলবো মন খুলে সব কথা শেয়ার করা যায়।
আমার প্রতিটি মূহুর্তে মাকে পাশে পাইছি ।মা আমার অনুপ্রেরণা।
মন খারাপ হলে বা কোনো কিছু হলে মাকে বলে যে শান্তি টুকু পাই অন্য কারো কাছে বলে সেই শান্তি পাই না ।
এই পৃথিবীতে কেউ তোমাকে তোমার মতো করে না বুঝলেও মা কিন্তু ঠিকই বুঝবে।
যার এই পৃথিবীতে মা নেই সেই বুঝে মায়ের কতো মুল্য।

সব শেষে বলতে চাই মা তোমার প্রতি সম্মান আর ভালোবাসা আজীবন থাকবে ইনশাআল্লাহ 🩶😊🥰
আল্লাহ যেন সকল মা কে ভালো রাখুক 🫶💝
"Happy Mothers Day" 😍

শুভ জন্মদিন বাবা🎊🎂
04/05/2025

শুভ জন্মদিন বাবা🎊🎂

শুভ জন্মদিন আমার রাজপুত্র 😘🥰অনেক ভালোবাসি বাবা তোমাকে 🤍আল্লাহ তোমাকে নেক হায়াত দিক। সারাজীবন হাসিখুশি থেকো সুস্থ থাকো এট...
03/05/2025

শুভ জন্মদিন আমার রাজপুত্র 😘🥰
অনেক ভালোবাসি বাবা তোমাকে 🤍আল্লাহ তোমাকে নেক হায়াত দিক। সারাজীবন হাসিখুশি থেকো সুস্থ থাকো এটাই চাওয়া আমার। মানুষের মতো মানুষ হও বাবা। অনেক বড় হও। মা তোমার পাশে আছি সবসময় 😊

বাবা তুমি মারা যাওয়ার পর স্পেশাল কোনোদিন আর আমার ভাগ্যে স্পেশাল ভাবে হয়ে উঠে না। আজকে আমার জন্মদিন কিন্তু তুমি থাকলে কতো...
23/04/2025

বাবা তুমি মারা যাওয়ার পর স্পেশাল কোনোদিন আর আমার ভাগ্যে স্পেশাল ভাবে হয়ে উঠে না। আজকে আমার জন্মদিন কিন্তু তুমি থাকলে কতো আয়োজন হতো। কতো আনন্দ করতে। কিন্তু আজ এই প্রথম তুমি নেই আমার জন্মদিনে। আজকে আমার মনের উপর দিয়ে কি ঝড় বয়ে গেলো সেটা আমি আর আমার আল্লাহ জানে। তুমি চলে যাওয়ার পর কেউ সত্যিই আর ভালোবাসে না সবাই শুধু স্বার্থের জন্য ব্যবহার করে। তুমি যা বলেছো তাই সত্যি হয়েছে বাবা, তুমি ছাড়া আমার জীবন আর কেউ নেই আমার দুঃখ কষ্টে আমার মাথায় হাত বুলানোর জন্য, সেই মানুষ আজ সত্যিই নেই। আমাকে এই স্বার্থপর দুনিয়ায় একা করে তুমি চলে গেলে বাবা 😭
অনেক অনেক অনেক ভালোবাসি বাবা তোমাকে 🥹 আল্লাহ তোমাকে জান্নাত নসিব করুক। আমিন।

03/04/2025
কিসের আবার ঈদ আনন্দ যেখানে আমার আব্বু কবরে একা একা শুয়ে আছে 😭 রাব্বুল আলামিন তুমি আব্বু কে জান্নাতুল ফেরদৌসের বাসিন্দা ক...
30/03/2025

কিসের আবার ঈদ আনন্দ যেখানে আমার আব্বু কবরে একা একা শুয়ে আছে 😭 রাব্বুল আলামিন তুমি আব্বু কে জান্নাতুল ফেরদৌসের বাসিন্দা করে দিও গো মাবুদ। 😭 আমিন

Happy birthday Sarat's pappa🎂🥰
17/01/2025

Happy birthday Sarat's pappa🎂🥰

নানু দিবসটা বেশি জরুরী ছিলো। ♥️নারী মা রুপে যতোটা না মায়াময়, তারচেয়ে ১৪ গুন বেশি মায়া তারা নাতি-নাতনীদের জন্য জমিয়ে রাখে...
08/05/2024

নানু দিবসটা বেশি জরুরী ছিলো। ♥️

নারী মা রুপে যতোটা না মায়াময়, তারচেয়ে ১৪ গুন বেশি মায়া তারা নাতি-নাতনীদের জন্য জমিয়ে রাখে।

আমার আম্মার কাছে আমার ১০৫ জ্বর সমান সমান তার যে কোনো নাতির মৃদু কাশি!!

এবং পৃথিবীর সকল নানু মনে করে তার কন্যা একটা বিশ্ব অলস। নাতিগুলার কোনো যত্ন তার কন্যা করতে পারছে না। আমি মাসে ২৮ দিন আমার মায়ের কাছে এই বিষয়ক গালি হাসি মুখে খাই।

কর্মজীবী ৯০% মা এখনো কর্মজীবী কারন বাড়িতে সন্তানের নানু আছে।

….

Address

Savar

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sarat's Mummy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category