আমরাই বাংলাদেশ

আমরাই বাংলাদেশ বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ার অঙ্গীকার👊 All news

03/11/2024

বিসিএস থেকে নন-ক্যাডার পৃথক করলে বিসিএস পরীক্ষায় প্রায় ৫০% প্রতিদ্বন্দ্বী হ্রাস পাবে। নন-ক্যাডারে চাকরি প্রাপ্তির হারও বাড়বে, সময়ও কমবে।

নৈর্ব্যক্তিক কিছু প্রশ্ন আছে উত্তর করে আসেন।
03/11/2024

নৈর্ব্যক্তিক কিছু প্রশ্ন আছে উত্তর করে আসেন।

পুলিশ সংস্কার কমিশন কর্তৃক জনমত জরীপ ‍“কেমন পুলিশ চাই” বিষয়ে মতামত জানাতে ক্লিক করুন।

03/11/2024

ট্রাফিক পুলিশগুলো একেকটা কিউটের ডিব্বা। এরা এতোদিন কথায় ছিল।

02/11/2024

বিসিএস লিখিত পরীক্ষার নম্বর কমানো উচিত। সংস্কার করা উচিত পূর্বের সিলেবাস। ভাইভা নম্বর ৫০ করা হউক।

02/11/2024

বাংলাদেশের প্রতি জেলায় জেলায় বিশ্ববিদ্যালয় করা হয়েছে। সেখানে ঢাকার ৭ কলেজ কে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করলে কার সমস্যা। দেশে তো পাবলিক-প্রাইভেট মিলে ২০০ এর মতো বিশ্ববিদ্যালয়। সেই সংখ্যাটা যদি ২০৭ হয় সমস্যা কি।

26/10/2024

৪৭ তম বিসিএস সার্কুলার নভেম্বরের ০১ তারিখে প্রকাশিত হবে। ৩২ বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে। মোট পদ প্রায় ৩৫০০। বয়স হিসাব করা হবে ৩০ নভেম্বর পর্যন্ত।

26/10/2024

বিসিএস লিখিত পরীক্ষার নম্বর কমানোর সুপারিশ করেছে জনপ্রশাসন কমিশন। নির্ধারিত নম্বরসমূহ নিম্নরূপ:
বাংলা=৫০
ইংরেজি=৫০
বাংলাদেশ=৫০
আন্তর্জাতিক=৫০
গণিত ও বুদ্ধিমত্তা=৫০
বিজ্ঞান ও প্রযুক্তি=৫০
ভাইভা=১০০
প্রিলিমিনারি=২০০ পূর্বের ন্যায় বহাল থাকবে।

26/10/2024

ট্রাফিক পুলিশকে যুগোপযোগী করে সেবা নিশ্চিত করলে যানজট নিয়ন্ত্রণ সম্ভব হবে। নতুন বাংলাদেশে ট্রাফিক পুলিশও নতুন করে গড়ে তোলা উচিত। শিক্ষানবিশ সার্জেন্টদের কাজে উৎসাহিত করতে ভালো ব্যবহার করুন। ফুল, চকোলেট দিয়ে কৃতজ্ঞতা জানাই।

24/09/2024

জয় অথবা জয়

জামায়াতে ইসলামী বাংলাদেশ জয়ের বিকল্প জয়েই দেখছে। ক্ষমতায় তাদের যেতেই হবে। কিভাবে?

১) বিএনপির সাথে জোট করে। কিন্তু তার জন্য আওয়ামী লীগকে মাঠের রাজনীতিতে শক্তিশালী করতে হবে। শক্ত প্রতিপক্ষ না থাকলে বিএনপির জামায়াতকে দরকার নাই। জামায়াতের সৌন্দর্য আওয়ামী লীগ কাম ব্যাক করার মধ্যেই।

২) আওয়ামী লীগের সাথে জোট করে। ক্ষমতায় আসতে যেকোনো সমীকরণে যেতে জামায়াতে ইসলামী বাংলাদেশ রাজি। সম্প্রতি কর্মকাণ্ড সব আওয়ামী লীগের অনুকূলে যাচ্ছে। কেন? যাতে আওয়ামী লীগ পুনর্বাসিত হয়।

জামায়াত আওয়ামী লীগ শাসনের অবসান চেয়েছে। তবে আওয়ামী লীগের এই দৈন্যদশা যে জামায়াতের জন্যও ঝুঁকি তৈরি করবে বুঝতে পারে নাই। যখন বুঝতে পারছে তখন পুরাতন সমীকরণ পাল্টে নতুন সমীকরণে কাজ চলছে।

জামায়াতে ইসলামী বাংলাদেশ এভাবেই হয়তো আবার ক্ষমতায় আসতে চলেছে।

এরপরেও যদি জামায়াতে ইসলামী বাংলাদেশ ক্ষমতায় আসতে না পারে তবে আওয়ামী লীগকে সাথে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তোলা। যেমনটা ২০২৪ সালে হয়েছে। এই সমীকরণে ক্ষমতাসীন দলের পতন নিশ্চিত। কারণ ছাত্ররা। ছাত্রদের আন্দোলন কখনো ব্যর্থ হয় না।

শিক্ষণীয়: রাজনীতিতে শেষ বলে কিছু নাই। রাজনীতিতে বন্ধু, শত্রু বলে কিছু নাই। রাজনীতির বাইরে কোন কিছুই নয়। সব রাজনীতির অংশ।

11/09/2024

পুলিশের স্বাধীন কমিশনের খবর কি? পুলিশ কি সংস্কার করলেন?

Address

Savar

Telephone

+8801762960200

Alerts

Be the first to know and let us send you an email when আমরাই বাংলাদেশ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share