Jahan Islamic TV

Jahan Islamic TV “Worldly life is short, so turn to Allah before you return to Allah.”

21/05/2025
06/01/2025

আসসালামু আলাইকুম। অনেকদিন পরে আপনাদের মাঝে আসলাম। আশা করি সাদরে আমন্ত্রণ করবেন। এই প্রচন্ড শীতে সবাইকে সতর্ক হওয়ার জন্য বলছি কারণ সামনে আরও শৈত্য প্রবাহ আসবে। সেই জন্য সকলকেই সতর্কতা থাকা দরকার। প্রত্যেকের ঘরেই ছোট ছোট বাচ্চারা আছে, তাদের যত্ন নেওয়া উচিত। লেবু, গরম, মসলা,লবঙ্গ, হালকা চিনি, লবণ, একটু চাপাতোও মিলাতে পারেন, আদা, রসুন, গরম করে বাচ্চারা অথবা নিজেরা খেতে পারেন। করোনা থেকে আমরা এই শিক্ষাটাই পেয়েছি এবং এটা আমি সবসময় করে থাকি। তাছাড়া বর্তমানে আবারো চীন থেকে HMPV নামের একটা ভাইরাস সংক্রমণ বর্তমানে ইন্ডিয়ায় দুউ নবজাতক শিশু আক্রান্ত হয়েছেন। তাই আমরা প্রত্যেকে প্রত্যেকের পরিবারকে সচেতন থাকার আহবান করব এবং আমি আগেও লিখেছিলাম। সবাই ভাল থাকেন। আল্লাহ আপনাদেরকে হেফাজত করুন। পরিশেষে আমার পরিবারের জন্য দোয়া করবেন। বিদায় নিলাম আল্লাহ হাফেজ।
আসসালামু আলাইকুম❤️

04/01/2025

ধেঁয়ে আসছে দেশের দিকে প্রায় শক্তিশালী শৈত্যপ্রবাহ, কনকন।
এটি চলতি বছরের একমাত্র বড় শৈত্যপ্রবাহ।
যেখানে সর্বনিম্ন তাপমাত্রা +৬° সেলসিয়াস পর্যন্ত নেমে যেতে পারে।
সম্ভাব্য তারিখ : ১০ ই জানুয়ারি হতে ১৫ ই জানুয়ারি ২০২৫ এর ভেতরে।
ধন্যবাদ : Cyber 71(সাইবার ৭১)
নোট : আগামীকাল হতে স্থির কুয়াশাবেল্ট হ্রাস পেতেপারে ও গড় তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেতে পারে।

Jahan Islamic TV.

17/08/2024

এমপক্স থেকে বাঁচার উপায়

এমপক্স রোগ ছড়ানোর প্রক্রিয়া জানা থাকলে ভাইরাসটির বিরুদ্ধে সহজেই প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলা সম্ভব। সংক্রমণ এড়াতে অবশ্যই কিছু বিষয় মেনে চলার পরামর্শ দিচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। এগুলো হলো-

১। বায়ু দূষণ ও বাতাসে এমপক্স ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে নিয়মিত মাস্ক ও চশমা ব্যবহার করুন।

২। অপরিষ্কার হাতে মাস্ক, ত্বক ও চোখ স্পর্শ করা থেকে বিরত থাকুন।

৩। নিয়মিত হাত পরিষ্কার রাখতে সাবান, পানি অথবা স্যানিটাইজার ব্যবহার করুন।

৪। এমপক্সে আক্রান্ত এমন ব্যক্তিকে বাড়িতে আইসোলেট( পরিবারের অন্য সদস্য থেকে দূরে রাখতে আলাদা একটি ঘরে) রাখুন।

আরও পড়ুন: নিয়ম না মেনে ডিটক্স ওয়াটার খেলেই ক্ষতি!

৫। আক্রান্ত ব্যক্তির ব্যবহার করা জিনিস আলাদা করে দিন। রোগীর খাওয়া খাবার খেতে বিরত থাকুন। শারীরিক সম্পর্ক থেকেও বিরত থাকুন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, নিজে সুরক্ষিত থাকতে এমপক্স আক্রান্ত ব্যক্তি সুস্থ হলেও তার থেকে অন্তত ৩ মাস শারীরিক দূরত্ব রাখা জরুরী।

৬। এমপক্স ভাইরাসে আক্রান্ত এমন ব্যক্তির সঙ্গে দূর থেকে কথা বললেও বাতাসের মাধ্যমে আপনার আক্রান্ত হওয়ার শঙ্কা রয়েছে। তাই এমপক্স রোগী থেকে দূরে রাখুন

৭। এমপক্স রোগীর চিকিৎসকদের তাই পারসোনাল প্রটেক্টিভ ইক্যুপমেন্ট বিষয়ে গুরুত্ব দিয়ে চিকিৎসা সেবা দিতে হবে। প্রয়োজনে সেফটি প্রটোকল মেনে চলতে হবে।

৮। রোগী আপন রোগ নয়, এ বার্তা আশপাশের মানুষের কাছে ছড়িয়ে দিন। পাশাপাশি এমপক্সে আক্রান্ত ব্যক্তিকে বাড়িতে আইসোলেট রাখার পরামর্শ দিন। দ্রুত চিকিৎসা সেবা গ্রহণ করতে বলুন।

আরও পড়ুন: জানুন এমপক্স রোগের লক্ষণ


৯। আক্রান্ত ব্যক্তিসহ সবাই এমপক্স প্রতিরোধে যেখানে সেখানে থুথু, কফ ফেলা থেকে বিরত থাকুন। কাশি কিংবা হাঁচি দেয়ার সময় রুমাল ব্যবহার করুন। টিস্যু ব্যবহার করলে ঢাকনাযুক্ত ময়লার ঝুড়িতে ব্যবহার করা টিস্যু ফেলুন।

১০। বাড়িতে পোষা প্রাণি থাকলে তা থেকে নিরাপদ দূরত্বে থাকুন।

১১। বাইরের খাবার খাওয়া থেকে বিরত থাকুন। বাড়িতে যেকোনা খাবার তৈরি করলে আগুনের তাপে ভালো করে তা রান্না করুন।

১২। ভাইরাস সম্পর্কে শিশুরা অবগত না হওয়ার কারণে এমপক্সে আক্রান্তের ঝুঁকিতে শিশুরাই বেশি রয়েছে। তাই পরিবারে শিশুদের যত্নে বিশেষ গুরুত্ব দিন। পাশাপাশি ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধি মেনে চলুন।

17/08/2024

এমপক্স রোগ ছড়ানোর প্রক্রিয়া



বিশেষজ্ঞরা বলছেন, এমপক্স ভাইরাসটি একই সঙ্গে সংক্রামক ও ছোঁয়াচে রোগ। ভাইরাসটি মানুষের মধ্যে যেভাবে ছড়িয়ে পড়ে তাহলো-



১। আক্রান্ত রোগীর সঙ্গে কথা বলার সময় তার শ্বাস প্রশ্বাসের মাধ্যমে।

২। আক্রান্ত রোগীর ত্বকের সংস্পর্শে।

৩। আক্রান্ত ব্যক্তির ব্যবহার করা জিনিস ব্যবহার করলে।

৪। আক্রান্ত ব্যক্তির খাওয়া খাবার খেলে।

৫। আক্রান্ত ব্যক্তির সঙ্গে শারীরিক সম্পর্কে জড়ালে।

সবাই সাবধান থাকবেন এবং বাহিরে বের হলে মাস্ক পরিধান করবেন।

Address

Savar

Alerts

Be the first to know and let us send you an email when Jahan Islamic TV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Jahan Islamic TV:

Share