কুর-আন ও হাদিস

কুর-আন ও হাদিস আমাদের উদ্দেশ্য আল্লাহর বানী সকলের নিকট পৌছে দেওয়া ও আল্লাহর সন্তুষ্টি অর্জন করা।

15/06/2025

নিম্নোক্ত দোয়া বেশি পরিমাণে পাঠ করুন।

حَسْبُنَا اللَّهُ وَنِعْمَ الْوَكِيلُ، نِعْمَ الْمَوْلَىٰ وَنِعْمَ النَّصِيرُ

উচ্চারণ : হাসবুনাল্লাহু ওয়া নি’মাল ওয়াকিল, নি’মাল মাওলা ওয়া নি’মান-নাসির’

অর্থ : আল্লাহ তাআলাই আমাদের জন্য যথেষ্ট, তিনিই হলেন উত্তম কর্মবিধায়ক; আল্লাহ তাআলাই হচ্ছে উত্তম অভিভাবক এবং উত্তম সাহায্যকারী।

17/05/2025

বিপদে বেশি করে আমল করুন।
তাকওয়া
তাওয়াককুল
ইস্তিগফার

রাসূলুল্লাহ (ছাঃ) বলেন, ‘যে ব্যক্তি দৃঢ় বিশ্বাসের সাথে এই দো‘আ পাঠ করবে, দিনে পাঠ করে রাতে মারা গেলে কিংবা রাতে পাঠ করে ...
23/10/2024

রাসূলুল্লাহ (ছাঃ) বলেন, ‘যে ব্যক্তি দৃঢ় বিশ্বাসের সাথে এই দো‘আ পাঠ করবে, দিনে পাঠ করে রাতে মারা গেলে কিংবা রাতে পাঠ করে দিনে মারা গেলে, সে জান্নাতী হবে’।

اَللَّهُمَّ أَنْتَ رَبِّىْ لآ إِلهَ إلاَّ أَنْتَ خَلَقْتَنِىْ وَأَنَا عَبْدُكَ وَأَنَا عَلى عَهْدِكَ وَوَعْدِكَ مَا اسْتَطَعْتُ، أَعُوْذُبِكَ مِنْ شَرِّمَا صَنَعْتُ، أبُوْءُ لَكَ بِنِعْمَتِكَ عَلَىَّ وَأَبُوْءُ بِذَنْبِىْ فَاغْفِرْلِىْ، فَإِنَّهُ لاَيَغْفِرُ الذُّنُوْبَ إِلاَّ أَنْتَ

অর্থ : ‘হে আল্লাহ! তুমি আমার পালনকর্তা। তুমি ব্যতীত কোন উপাস্য নেই। তুমি আমাকে সৃষ্টি করেছ। আমি তোমার দাস। আমি আমার সাধ্যমত তোমার নিকটে দেওয়া অঙ্গীকারে ও প্রতিশ্রুতিতে দৃঢ় আছি। আমি আমার কৃতকর্মের অনিষ্ট হ’তে তোমার নিকটে আশ্রয় প্রার্থনা করছি। আমি আমার উপরে তোমার দেওয়া অনুগ্রহকে স্বীকার করছি এবং আমি আমার গোনাহের স্বীকৃতি দিচ্ছি। অতএব তুমি আমাকে ক্ষমা কর। কেননা তুমি ব্যতীত পাপসমূহ ক্ষমা করার কেউ নেই’। [105]

[105] . বুখারী, মিশকাত হা/২৩৩৫ ‘দো‘আ সমূহ’ অধ্যায়-৯, ‘ইস্তিগফার ও তওবা’ অনুচ্ছেদ-৪।

30/09/2024

আমলে অলসতা আসার কারণ।
মহান আল্লাহ্ আমাদের আমলে মনোযোগী হওয়ার তওফিক দিন।

07/09/2024

আশা করছি কবিতাটি শুনবেন ও শেয়ার করবেন।

হিজরি ১৪৪৬!সকলকে হিজরি নববর্ষের শুভেচ্ছা!কপিby আজহারী।
07/07/2024

হিজরি ১৪৪৬!
সকলকে হিজরি নববর্ষের শুভেচ্ছা!
কপিby আজহারী।

27/06/2024
হযরত বেলাল রা, এর উত্তরসূরী। মাসজিদে নববীতে এসে রাসূল সা, কবর মোবারকের পাশে দাঁড়িয়ে অঝোর ধারায় কাঁদছে। আহ্! কী সূখ সে কা...
12/06/2024

হযরত বেলাল রা, এর উত্তরসূরী। মাসজিদে নববীতে এসে রাসূল সা, কবর মোবারকের পাশে দাঁড়িয়ে অঝোর ধারায় কাঁদছে। আহ্! কী সূখ সে কান্নায়!! প্রেমিক ছাড়া কে বুঝবে?
(মাসজিদে নববীর ওয়েব সাইটে প্রকাশিত)।

ইংশাআল্লাহ বয়কট চলবে।
11/06/2024

ইংশাআল্লাহ বয়কট চলবে।

আমার রব!!!আমাদের এমন একজন রব আছেন,যার কাছে সব অকপটে স্বীকার করা যায়।গোপনে করা পাপ গুলো তার কাছে প্রকাশ করলে লিক হওয়ার স...
23/04/2024

আমার রব!!!

আমাদের এমন একজন রব আছেন,যার কাছে সব অকপটে স্বীকার করা যায়।গোপনে করা পাপ গুলো তার কাছে প্রকাশ করলে লিক হওয়ার সামান্য সম্ভাবনা নেই।নিজের অযোগ্যতাগুলো তাঁর সামনে পেশ করলে তিনি তার বান্দাকে হেয় করেন না।
তিনি তাঁর বান্দাদের দুঃখ দূর করেন, পাপ মোচন করেন, তাঁকে ডেকে কেউ ব্যর্থ হয় না।
তাঁর রহমত থেকে নিরাশ হওয়া পাপ।তিনি আমাদের খুব নিকটেই। তাই তিনি নিজেই বলেছেন-
وَاِذَا سَاَلَـكَ عِبَادِىْ عَنِّىْ فَاِنِّىْ قَرِيْبٌؕ
আমার বান্দাগণ যখন আমার সম্বন্ধে তোমাকে প্রশ্ন করে, আমি তো নিকটেই।

যদি কোন কারণে আপন হৃদয় কষ্টের জোয়ারে ভাসে,যদি অভাব-অনটন,রোগ-শোগ আষ্টে-পৃষ্ঠে জড়িয়ে ধরে,পৃথিবীর সকল মানুষ যদি পর করে দেয় ।সকল দোয়ার যদি বন্ধ হয়ে যায়, তবে আমাদের রব আমাদের জন্য যথেষ্ট।
এক ন্যানো সেকেন্ডের জন্যও তিনি আমাদের ভুলে যান না।
যদি রব্বি বলে ডাকি তবে তিনি অন্তরে শান্তির ফুল্গুধারা বইয়ে দেন!তিনি আদিতে ছিলেন অন্তেও থাকবেন। তিনি চিরঞ্জীব,চিরস্থায়ী। সকল সৃষ্টিকুল তার মুখাপেক্ষী। অহংকারী যত শক্তিশালীই হোক তাকে তিনি নিশ্চিহ্ন করেন।বিনয়ী যত দুর্বলেই হোক তাকে তিনি উন্নত করেন।শব্দ ভাণ্ডারে যত শব্দ আছে,উপমা, অলংকার যতো আছে সব দিয়ে তাঁর প্রশংসা করলেও তার দানের তুলনায় সব কম মনে হয়।
হে আমাদের রব তোমার প্রশংসা করা শক্তি মোদের দাও।।।।

ইসলামে বছরে দুটি ঈদ।যার একটি বিদায় নিলো এই তো  বেশ কয়েক প্রহর আগে।এই দিনে মহান রব্বুল আলামীন তাঁর বান্দাদের অসংখ্য নিয...
12/04/2024

ইসলামে বছরে দুটি ঈদ।যার একটি বিদায় নিলো এই তো বেশ কয়েক প্রহর আগে।এই দিনে মহান রব্বুল আলামীন তাঁর বান্দাদের অসংখ্য নিয়ামত দানের পাশাপাশি পরস্পর পরস্পরের প্রতি ভালবাসা,সহমর্মিতা, ও সহযোগিতার হাত বাড়াতে নির্দেশ দিয়েছেন।
এই জন্য সমর্থবান মুমিন বান্দা মাএই সদাকাতুল ফিতরা আদায় করতে হয়।যা দ্বারা সমাজের অসহায় মানুষদের ঈদের আনন্দে শামিল করা হয়।এই ঈদ মানুষের মাঝে ভাতৃত্ববোধ জাগ্রত করে। খোলা আকাশের নিচে ঈদের সালাতে একত্রিত হয়ে যখন ইমামের কণ্ঠে বারবার আল্লাহু আকবার (আল্লাহ মহান)ধ্বনি শুনি ইমাম যেন ডাক দিয়ে বলে যান তোমারা সবাই এক আল্লাহর বান্দা,এক হও,পরস্পর হিংসা-বিদ্বেষে লিপ্ত হয়ো না।হিংসা-বিদ্বেষ আমল গুলো জ্বালিয়ে দেয়। ঈদ চির শত্রুকেও ক্ষমা করতে উদ্বুদ্ধ করে। কবি নজরুল কী সুন্দর করে বলেছেন-----
আজ ভুলে যা তোর দোস্ত-দুশমণ, হাত মেলাও হাতে,
তোর প্রেম দিয়ে কর বিশ্ব নিখিল ইসলামে মুরিদ।
ও মন রমজানের ঐ রোজার শেষে---- বাকি
অংশটা লিখে যাবেন।

Address

Savar

Website

Alerts

Be the first to know and let us send you an email when কুর-আন ও হাদিস posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category