RadioBangladesh24.Com

RadioBangladesh24.Com Online Radio Live Stream, Music Player, Song and Video This is an Online Radio Station also a Nonprofit Organization.

Other Products are Music, Movie, Video, Event Planner etc.

সাকিব আল হাসানের পাশে তাইজুল ইসলামের নামটি উচ্চারিত হয়। টেস্টে টাইগার কিংবদন্তি অলরাউন্ডারের রেকর্ড একের পর এক ভাঙছেন এব...
28/06/2025

সাকিব আল হাসানের পাশে তাইজুল ইসলামের নামটি উচ্চারিত হয়। টেস্টে টাইগার কিংবদন্তি অলরাউন্ডারের রেকর্ড একের পর এক ভাঙছেন এবং নিজের করে নিচ্ছেন। তাইজুলের চোখে এখন আরও বড় স্বপ্ন। সাকিবকে ছাড়িয়ে যেতে চান বহুদূর। জাতীয় দলে খেলতে চান অনেকদিন।

শ্রীলংকার বিপক্ষে কলম্বো টেস্টের প্রথম ইনিংসে ৫ উইকেট নিয়েছেন তাইজুল। তাতে সাকিবকে ছুঁয়ে ফেলেছেন তাইজুল। বিদেশের মাঠে টেস্টে দুই বাঁহাতি স্পিনারই পাঁচবার করে ইনিংসে ৫ উইকেট নিয়েছেন। এই তালিকায় সাকিবকে ছাড়িয়ে যাওয়ার অপেক্ষায় তাইজুল।

ব্রাজিলের জাতীয় দল মাঠে কঠিন সময় কাটাচ্ছে। ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে স্মরণকালের সবচেয়ে হতশ্রী পারফরম্যান্স দেখিয়েছে সেলেসাওর...
23/06/2025

ব্রাজিলের জাতীয় দল মাঠে কঠিন সময় কাটাচ্ছে। ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে স্মরণকালের সবচেয়ে হতশ্রী পারফরম্যান্স দেখিয়েছে সেলেসাওরা। যেখানে বরাবরই দারুণ দাপটে বাছাইপর্ব পার করার রেকর্ড রয়েছে তাদের, সেখানে এবার অনেকটা খুঁড়িয়ে খুড়িয়ে সে পথ পাড়ি দিয়েছে দলটি।

এতে ফুটবলপাগল দেশ ব্রাজিলের ভক্তদের মন ভালো করার উপলক্ষ এনে দিয়েছে এবারের ক্লাব বিশ্বকাপ। যুক্তরাষ্ট্রে চলমান এই বৈশ্বিক টুর্নামেন্ট ইউরোপীয় জায়ান্টদের রীতিমত নাকানি-চুবানি খাওয়াচ্ছে ব্রাজিলের ক্লাবগুলো।

সবশেষ বিপিএলে দুর্দান্ত ছিলেন নাঈম শেখ। ডিপিএলেও করেছেন দুহাত ভরে রান। সুযোগটাও তাই এসেছে। দুই বছর পর আবারও শ্রীলংকা সফর...
23/06/2025

সবশেষ বিপিএলে দুর্দান্ত ছিলেন নাঈম শেখ। ডিপিএলেও করেছেন দুহাত ভরে রান। সুযোগটাও তাই এসেছে। দুই বছর পর আবারও শ্রীলংকা সফর দিয়ে জাতীয় দলে ফিরেছেন বাহাতি এই ওপেনার। স্কোয়াডে তৃতীয় ওপেনার হিসেবে তিনি আছেন সৌম্য সরকারের জায়গায়।

আজ মিরপুরে লঙ্কানদের বিপক্ষে ওয়ানডে দল জানায় বিসিবি। বোর্ডের প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু জানিয়েছেন, চোটের জন্যই বিবেচনায় নেই সৌম্য সরকার। আর দারুণ ফর্মে থাকার সুবাদেই দলে নাঈম।

প্রথম সেশনে দুই উইকেট খুইয়েও যখন শ্রীলঙ্কা তুলে ফেলল ৯৭ রান, তখন লিড হারানো তো বটেই, বড় রানে চাপা পড়ার শঙ্কাও বাংলাদেশ শ...
20/06/2025

প্রথম সেশনে দুই উইকেট খুইয়েও যখন শ্রীলঙ্কা তুলে ফেলল ৯৭ রান, তখন লিড হারানো তো বটেই, বড় রানে চাপা পড়ার শঙ্কাও বাংলাদেশ শিবিরে মাথাচাড়া দিয়ে উঠেছিল। তবে নাঈম হাসানের কল্যাণে সে শঙ্কা ঝেঁটিয়ে বিদায় করে সফরকারীরা পেয়ে গেছে লিডের দেখা।

৫ উইকেট তুলে নিয়েছেন নাঈম। শ্রীলঙ্কার ইনিংস তাতে শেষ হয়েছে ৪৮৫ রানে। বাংলাদেশ পেয়ে গেছে ১০ রানের মহামূল্য লিড।

দিনের শুরুতে বাংলাদেশ দুই উইকেট তুলে নিয়েছিল। তবে এরপরই কামিন্দু মেন্ডিস প্রতিরোধ গড়ে তোলেন মিলান রত্নায়েকেকে সঙ্গে নিয়ে। দুজন মিলে সপ্তম উইকেটে তুলে ফেলেন ৯৭ রান।

সে জুটিটা ভাঙে মধ্যাহ্ন বিরতির একটু পরে। হাসান মাহমুদের বলে বোল্ড হন মিলান। পরের তিন উইকেটের সবকটিই গেছে নাঈম হাসানের দখলে। কামিন্দুকে তিনি ফেরান দারুণ এক ডেলিভারিতে, তার বলে উইকেটের পেছনে ক্যাচ দিতে বাধ্য হন কামিন্দু। এরপর থারিন্দু রত্নায়েকে আর আসিথা ফার্নান্দোকেও সাজঘরের রাস্তা দেখান তিনি।

গতকাল তৃতীয় দিনে একবার উইকেটের দেখা পেয়েছিলেন। আজ সকালে আরও এক আর দুপুরের সেশনে ৩ উইকেট মিলিয়ে ক্যারিয়ারের চতুর্থ ফাইফারের দেখা পেয়ে যান তিনি।

বাংলাদেশ লিডের আশা একটা সময় ক্ষীণই মনে হচ্ছিল। নাঈমের ফাইফারে ভর করে শেষমেশ ১০ রানের লিড পেয়েই গেল সফরকারীরা। এবার ব্যাটারদের পালা তবে!

লেগ সাইডে সুইপ শট খেলতে চেয়েছিলেন মুমিনুল হক। ব্যাটে-বলে হয়নি। বল চলে যায় অপরপাশে। সহজ সেই ক্যাচ ধরতে বেগ পায়নি উদারা। ত...
20/06/2025

লেগ সাইডে সুইপ শট খেলতে চেয়েছিলেন মুমিনুল হক। ব্যাটে-বলে হয়নি। বল চলে যায় অপরপাশে। সহজ সেই ক্যাচ ধরতে বেগ পায়নি উদারা। তাতেই দুই টপ অর্ডার হারায় বাংলাদেশ। চাপটাও বাড়ে।

শ্রীলংকার চেয়ে ১০ রান এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে দ্রুত ফেরেন এনামুল হক বিজয়। তার ব্যর্থতা সামাল দিতে আসা মুমিনুল বিলিয়ে দিয়ে আসেন উইকেট। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬৫ রান তুলতে ২ উইকেট হারিয়ে বসেছে সফরকারী টাইগাররা।

বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসানসহ ১৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত।সোমবার ঢাকা মহানগর দায়রা...
16/06/2025

বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসানসহ ১৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত।

সোমবার ঢাকা মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিবের আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

২০২৩ ওয়ানডে বিশ্বকাপ বাংলাদেশের জন্য ছিল দুঃস্বপ্নের মতো। ৯ ম্যাচ খেলে মাত্র ২ জয় পায় লাল-সবুজের প্রতিনিধিরা। তবে সেই বি...
15/06/2025

২০২৩ ওয়ানডে বিশ্বকাপ বাংলাদেশের জন্য ছিল দুঃস্বপ্নের মতো। ৯ ম্যাচ খেলে মাত্র ২ জয় পায় লাল-সবুজের প্রতিনিধিরা। তবে সেই বিশ্বকাপে বাংলাদেশের এমন একটি ঘটনা ঘটিয়ে বসেছিল, যা ক্রিকেট ইতিহাসে আগে কখনো দেখা যায়নি। সেবার প্রথমবারের মতো কোনো ক্রিকেটারকে ‘টাইমড আউট-এর ফাঁদে ফেলেছিল বাংলাদেশ।

২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির টিকিট নিশ্চিত করতে বিশ্বকাপের সেরা আট দলের মধ্যে থাকতে হতো। লিগ পর্বের শেষদিকে তাই শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের ম্যাচটি অনেকটা বাঁচামরার লড়াইয়ে পরিণত হয়। জয়ের প্রবল আকাঙ্ক্ষা থেকেই সে ম্যাচে সুযোগ বুঝে অ্যাঞ্জেলো ম্যাথুসকে টাইমড আউট করে দেয় বাংলাদেশ।

গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৫৯ জন।তাদের মধ্যে সব...
13/06/2025

গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৫৯ জন।তাদের মধ্যে সবচেয়ে বেশি ১২৪ জন আক্রান্ত বরিশাল বিভাগে। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

চলতি বছর এ পর্যন্ত এটি একদিনে ডেঙ্গুতে সর্বোচ্চ মৃত্যু।

প্রতিবারের ন্যায় এবারও বাংলাদেশে ঈদুল আজহার প্রধান জামাত হবে জাতীয় ঈদগাহ ময়দানে। এদিন সকাল সাড়ে ৭টায় হবে জামাত। এতে প্রধ...
06/06/2025

প্রতিবারের ন্যায় এবারও বাংলাদেশে ঈদুল আজহার প্রধান জামাত হবে জাতীয় ঈদগাহ ময়দানে। এদিন সকাল সাড়ে ৭টায় হবে জামাত। এতে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ড. মুহাম্মদ ইউনূস, উপদেষ্টা পরিষদের সদস্য, সুপ্রিম কোর্টের বিচারপতি, রাজনীতিবিদসহ সব শ্রেণি-পেশার মানুষ অংশ নেবেন।

এবার জাতীয় ঈদগাহে ঈদুল আজহার নামাজে ইমামতি করবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মোহাম্মদ আবদুল মালেক।

প্রথমে এলেন ইতালি প্রবাসী ফাহামেদুল ইসলাম। এরপর ইংলিশ লিগে খেলা হামজা চৌধুরী। সব শেষে বুধবার ভোরে এলেন কানাডা প্রবাসী শম...
05/06/2025

প্রথমে এলেন ইতালি প্রবাসী ফাহামেদুল ইসলাম। এরপর ইংলিশ লিগে খেলা হামজা চৌধুরী। সব শেষে বুধবার ভোরে এলেন কানাডা প্রবাসী শমিত সোম। ঢাকার মাঠ এবার ত্রিরত্নের ম্যাজিক দেখার অপেক্ষায়। ১০ জুন এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের জন্য নিজেদের ঝালাই করে নিয়েছেন। সিঙ্গাপুর আসবে ৮ জুন। ঢাকা জাতীয় স্টেডিয়ামে সন্ধ্যা ৭টায় শুরু হবে ম্যাচ।

মৃতপ্রায় ফুটবল হঠাৎ যেন যৌবন ফিরে পেয়েছে। হামজা, শমিত, ফাহামেদুল-ত্রিরত্নে বদলে গেছে দেশের ফুটবল। এতদিন যে স্টেডিয়ামে ডেকেও আনা যেত না দর্শক, বাংলাদেশ ও সিঙ্গাপুর ম্যাচের ১৮ হাজার ৩০০ টিকিট বিক্রি শুরু হতেই শেষ! জিয়নকাঠির ছোঁয়া ফুটবলে।

হামজা চৌধুরীর নিখুঁত হেড আর সোহেল রানার রকেট গতির শটে ভুটানের বিপক্ষে ২-০ গোলের সহজ জয় পেয়েছে বাংলাদেশ। ঢাকার জাতীয় স্টে...
04/06/2025

হামজা চৌধুরীর নিখুঁত হেড আর সোহেল রানার রকেট গতির শটে ভুটানের বিপক্ষে ২-০ গোলের সহজ জয় পেয়েছে বাংলাদেশ। ঢাকার জাতীয় স্টেডিয়ামে স্বাগতিকদের সামনে কোনো প্রতিরোধ গড়তে পারেনি সফরকারী দল।

ম্যাচের ষষ্ঠ মিনিটেই বাংলাদেশকে উড়ন্ত শুরু এনে দেন হামজা। কর্নার থেকে বক্সের ভেতর বল ভাসিয়ে দেন অধিনায়ক জামাল ভূঁইয়া। দারুণ দক্ষতায় লাফিয়ে উঠে সে বল মাথা ছোঁয়ান হামজা। তার নিখুঁত সেই হেডে শুরুতেই লিড পেয়ে যায় বাংলাদেশ।

আজ পবিত্র হজ। আরাফাতের ময়দানে থাকার দিন। সেলাইবিহীন শুভ্র কাপড়ে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত সারা বিশ্ব থেকে সমবেত ম...
04/06/2025

আজ পবিত্র হজ। আরাফাতের ময়দানে থাকার দিন। সেলাইবিহীন শুভ্র কাপড়ে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত সারা বিশ্ব থেকে সমবেত মুসলিমরা আজ সেখানে থাকবেন। ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইকা লা শারিকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়াননি’মাতা লাকা ওয়াল মুলক, লা শারিকা লাক।’ অর্থাৎ ‘আমি হাজির, হে আল্লাহ আমি হাজির, তোমার কোনো শরিক নেই, সব প্রশংসা ও নিয়ামত শুধু তোমারই, সব সাম্রাজ্যও তোমার’-এ ধ্বনিতে আজ মুখর থাকবে আরাফাতের ময়দান। মিনায় মুসল্লিদের জড়ো হওয়ার মধ্য দিয়ে পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা শুরু হয়। ৮ জিলহজ বুধবার সকাল থেকে মূল আনুষ্ঠানিকতা শুরু হলেও মঙ্গলবার রাতেই অধিকাংশ হাজি মিনার তাঁবুতে পৌঁছে যান।

হজযাত্রীর সংখ্যা বিবেচনায় সৌদি মুয়াল্লিমরা আগের রাত থেকেই হজযাত্রীদের তাঁবুর শহর মিনায় নেওয়া শুরু করেন। হজযাত্রীরা মঙ্গলবার এশার পর মক্কার নিজ নিজ আবাসন থেকে ইহরাম বেঁধে মিনায় রওয়ানা হন।

Address

Savar

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Friday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+8801714206071

Alerts

Be the first to know and let us send you an email when RadioBangladesh24.Com posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to RadioBangladesh24.Com:

Share

Category