
28/06/2025
সাকিব আল হাসানের পাশে তাইজুল ইসলামের নামটি উচ্চারিত হয়। টেস্টে টাইগার কিংবদন্তি অলরাউন্ডারের রেকর্ড একের পর এক ভাঙছেন এবং নিজের করে নিচ্ছেন। তাইজুলের চোখে এখন আরও বড় স্বপ্ন। সাকিবকে ছাড়িয়ে যেতে চান বহুদূর। জাতীয় দলে খেলতে চান অনেকদিন।
শ্রীলংকার বিপক্ষে কলম্বো টেস্টের প্রথম ইনিংসে ৫ উইকেট নিয়েছেন তাইজুল। তাতে সাকিবকে ছুঁয়ে ফেলেছেন তাইজুল। বিদেশের মাঠে টেস্টে দুই বাঁহাতি স্পিনারই পাঁচবার করে ইনিংসে ৫ উইকেট নিয়েছেন। এই তালিকায় সাকিবকে ছাড়িয়ে যাওয়ার অপেক্ষায় তাইজুল।