04/09/2025
বাংলাদেশ হকি দলের বাছাইপর্ব খেলা নিশ্চিত হয়নি, কারণ পাকিস্তানের জন্য ‘বিশেষ ব্যবস্থা’!
বাইলজ অনুযায়ী, এশিয়া কাপ হকির চ্যাম্পিয়ন দল সরাসরি বিশ্বকাপে খেলবে। আর দ্বিতীয় থেকে ষষ্ঠ হওয়া দলগুলো পাবে বাছাইপর্ব খেলার টিকিট। কিন্তু পাকিস্তান এবার নাম প্রত্যাহার করায় আন্তর্জাতিক হকি ফেডারেশন (এফআইএইচ) বিশেষ নিয়ম চালু করেছে। সেই নিয়মে, টুর্নামেন্টের শীর্ষ পাঁচে থাকলেই কেবল বিশ্বকাপ বাছাইয়ে খেলার সুযোগ মিলবে। ষষ্ঠ হওয়া দলকে পাকিস্তানের সঙ্গে খেলতে হবে প্লে–অফ।
টুর্নামেন্টের বাইলজে এমন কোনো নিয়ম নেই। তবু কেন এমনটা হলো? উত্তরে রিয়াজুলের দাবি, পাকিস্তানকে বিশেষ সুবিধা দিতেই এই পদ্ধতি চালু করেছে এফআইএইচ, ‘যেহেতু পাকিস্তান (নিরাপত্তার কারণে) ভারতে আসতে পারেনি। সে জন্য এফআইএইচ তাদের জন্য এই বিশেষ সুবিধার ব্যবস্থা করেছে।’
রোববার পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচে বাংলাদেশ খেলবে জাপানের সঙ্গে। সেই ম্যাচ জিতলে সরাসরি বিশ্বকাপ বাছাইয়ে খেলার সুযোগ পাবে মশিউর রহমানের দল। আর হারলে ষষ্ঠ হয়ে পাকিস্তানের সঙ্গে খেলতে হবে তিন ম্যাচের সিরিজ। সেই তিন ম্যাচের সিরিজ জিতলেই কেবল বিশ্বকাপ বাছাইয়ে খেলতে পারবে বাংলাদেশ।
আজ স্থান নির্ধারণী প্লে-অফে কাজাখস্তানকে ৫-১ গোলে হারিয়ে ২০২৬ হকি বিশ্বকাপের বাছাইপর্ব খেলার সেই সম্ভাবনাই বাঁচিয়ে রাখল বাংলাদেশ।
|