Sports Timeline

Sports  Timeline Sports give us all the ability to test ourselves mentally, physically, and emotionally in a way no other aspect of life can!✨

ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে আগামীকাল (০৬ সেপ্টেম্বর) নেপালের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। কাঠমান্ডুর দশরথ স্টে...
05/09/2025

ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে আগামীকাল (০৬ সেপ্টেম্বর) নেপালের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে সন্ধ্যা পৌনে ৬টায় শুরু হবে ম্যাচটি।

২০২২ সালের পর এই প্রথম মুখোমুখি হচ্ছে দুই দল। সর্বশেষ ম্যাচের স্মৃতি বাংলাদেশ দল কিংবা কোচ কাবরেরা, কারও জন্যই সুখকর নয়। সেবার এ মাঠেই ৩-১ গোলে হেরেছিল তারা।

হামজা, শমিত, ফাহামিদুলদের অনুপস্থিতিতে কতটা ভালো খেলতে পারবে বাংলাদেশ?

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচনে আগ্রহ নেই সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলী আসগর লবীর। তার এবং বিএনপ...
05/09/2025

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচনে আগ্রহ নেই সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলী আসগর লবীর। তার এবং বিএনপির পক্ষ থেকে তামিম ইকবালকে সমর্থন করা হবে বলে জানিয়েছেন তিনি।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আসন্ন নির্বাচনে সভাপতি পদে সাবেক অধিনায়ক তামিম ইকবাল ও বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের সঙ্গে নাম উঠেছিল আরেক সভাপতি আলী আসগর লবীরও।

তবে সম্ভাবনা নাকচ করে দিয়ে লবি বলেন, ‘আমার উপর চাপ আছে বিসিবি নির্বাচনে অংশ নেয়ার, কিন্তু আমি বলেছি আমি পারব না। আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছি আমি। একসঙ্গে দুই জায়গায় কাজ করে সময় দিয়ে পারব না।’

বিএনপি থেকে সাবেক জাতীয় দলের ক্রিকেটার তামিম ইকবালকে সমর্থন দেওয়া হচ্ছে বলেও মতবিনিময় অনুষ্ঠানে জানান খুলনা-৫ আসন থেকে বিএনপির এ সম্ভাব্য প্রার্থী।

তিনি আরও বলেন, ‘বর্তমানে যারা সরকারে আছে তাদের নাকি ইচ্ছা বুলবুলকে সভাপতি করার। সেটা যদি হয়, তাহলে তো এখানেও পলিটিক্স হয়ে গেল। খেলাধুলায় পলিটিক্স রাখা তো ঠিক হবে না।’

I

🇧🇩🏆
05/09/2025

🇧🇩🏆

২০১০ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করলো প্যারাগুয়ে!
05/09/2025

২০১০ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করলো প্যারাগুয়ে!

চিলিকে ৩-০ গোলে হারিয়ে বিশ্বকাপ বাছাইপর্বে দ্বিতীয় স্থানে উঠে আসলো ব্রাজিল।
05/09/2025

চিলিকে ৩-০ গোলে হারিয়ে বিশ্বকাপ বাছাইপর্বে দ্বিতীয় স্থানে উঠে আসলো ব্রাজিল।

ঘরের মাঠে নিজের শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলা শেষে গণমাধ্যমকে বিশ্বকাপ নিয়ে ভাবনা জানালেন মেসি!
05/09/2025

ঘরের মাঠে নিজের শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলা শেষে গণমাধ্যমকে বিশ্বকাপ নিয়ে ভাবনা জানালেন মেসি!

দেশের মাঠে নিজের শেষ আন্তর্জাতিক ম্যাচে জোড়া গোল দিয়ে বিদায়টা রাঙালেন লিওনেল মেসি! ভেনেজুয়েলার বিপক্ষে আর্জেন্টিনা জিতল ...
05/09/2025

দেশের মাঠে নিজের শেষ আন্তর্জাতিক ম্যাচে জোড়া গোল দিয়ে বিদায়টা রাঙালেন লিওনেল মেসি! ভেনেজুয়েলার বিপক্ষে আর্জেন্টিনা জিতল ৩-০ ব্যবধানে।

আগামীকাল শুক্রবার বুয়েনস এইরেসে বাংলাদেশ সময় ৫ টা ৩০ মিনিটে ভেনেজুয়েলার বিপক্ষে আর্জেন্টিনার মাটিতে নিজের শেষ ম্যাচ খেলত...
04/09/2025

আগামীকাল শুক্রবার বুয়েনস এইরেসে বাংলাদেশ সময় ৫ টা ৩০ মিনিটে ভেনেজুয়েলার বিপক্ষে আর্জেন্টিনার মাটিতে নিজের শেষ ম্যাচ খেলতে নামবেন লিওনেল মেসি!

|

বাংলাদেশ হকি দলের বাছাইপর্ব খেলা নিশ্চিত হয়নি, কারণ পাকিস্তানের জন্য ‘বিশেষ ব্যবস্থা’!বাইলজ অনুযায়ী, এশিয়া কাপ হকির চ্যা...
04/09/2025

বাংলাদেশ হকি দলের বাছাইপর্ব খেলা নিশ্চিত হয়নি, কারণ পাকিস্তানের জন্য ‘বিশেষ ব্যবস্থা’!

বাইলজ অনুযায়ী, এশিয়া কাপ হকির চ্যাম্পিয়ন দল সরাসরি বিশ্বকাপে খেলবে। আর দ্বিতীয় থেকে ষষ্ঠ হওয়া দলগুলো পাবে বাছাইপর্ব খেলার টিকিট। কিন্তু পাকিস্তান এবার নাম প্রত্যাহার করায় আন্তর্জাতিক হকি ফেডারেশন (এফআইএইচ) বিশেষ নিয়ম চালু করেছে। সেই নিয়মে, টুর্নামেন্টের শীর্ষ পাঁচে থাকলেই কেবল বিশ্বকাপ বাছাইয়ে খেলার সুযোগ মিলবে। ষষ্ঠ হওয়া দলকে পাকিস্তানের সঙ্গে খেলতে হবে প্লে–অফ।

টুর্নামেন্টের বাইলজে এমন কোনো নিয়ম নেই। তবু কেন এমনটা হলো? উত্তরে রিয়াজুলের দাবি, পাকিস্তানকে বিশেষ সুবিধা দিতেই এই পদ্ধতি চালু করেছে এফআইএইচ, ‘যেহেতু পাকিস্তান (নিরাপত্তার কারণে) ভারতে আসতে পারেনি। সে জন্য এফআইএইচ তাদের জন্য এই বিশেষ সুবিধার ব্যবস্থা করেছে।’

রোববার পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচে বাংলাদেশ খেলবে জাপানের সঙ্গে। সেই ম্যাচ জিতলে সরাসরি বিশ্বকাপ বাছাইয়ে খেলার সুযোগ পাবে মশিউর রহমানের দল। আর হারলে ষষ্ঠ হয়ে পাকিস্তানের সঙ্গে খেলতে হবে তিন ম্যাচের সিরিজ। সেই তিন ম্যাচের সিরিজ জিতলেই কেবল বিশ্বকাপ বাছাইয়ে খেলতে পারবে বাংলাদেশ।

আজ স্থান নির্ধারণী প্লে-অফে কাজাখস্তানকে ৫-১ গোলে হারিয়ে ২০২৬ হকি বিশ্বকাপের বাছাইপর্ব খেলার সেই সম্ভাবনাই বাঁচিয়ে রাখল বাংলাদেশ।

|

04/09/2025
বর্তমান এবং ভবিষ্যৎ?
04/09/2025

বর্তমান এবং ভবিষ্যৎ?

🎖️Hero of the Match : 🏑 Roman Sarkar 🇧🇩 A stellar performance leading Bangladesh to a 5–1 victory over Kazakhstan in the...
04/09/2025

🎖️Hero of the Match : 🏑 Roman Sarkar 🇧🇩

A stellar performance leading Bangladesh to a 5–1 victory over Kazakhstan in the Hero Asia Cup 2025 (Rajgir, Bihar). 👏🔥

|

Address

Jahangirnagar University
Savar
1342

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sports Timeline posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sports Timeline:

Share