Fuad & Shayla’s vlogs

Fuad & Shayla’s vlogs Join us for travel, food, lifestyle vlogs!! Watch us and have a wonderful time!!

জীবনের সুন্দর মুহূর্ত তো ওটাই ছিল যখন নার্স এসে আমাকে প্রথম তাকে দেখিয়েছিল ❤️😊
06/09/2025

জীবনের সুন্দর মুহূর্ত তো ওটাই ছিল যখন নার্স এসে আমাকে প্রথম তাকে দেখিয়েছিল ❤️😊

05/09/2025

আজকে আমাদের প্রিয় নবীর জন্ম দিন....!☺️🫶🌿🌺
আলহদুলিল্লাহ...!☺️🫶🌺

03/09/2025
কি মহাবিপদ থেকে গতকাল বেঁচে গেছিলাম!😔গতকাল ৩ মেয়ে আমাদের বাসায় এসে নক করে। যেহেতু আমি একা থাকি সারাদিন বাসায় তাই কেউ আসল...
03/09/2025

কি মহাবিপদ থেকে গতকাল বেঁচে গেছিলাম!😔
গতকাল ৩ মেয়ে আমাদের বাসায় এসে নক করে। যেহেতু আমি একা থাকি সারাদিন বাসায় তাই কেউ আসলে খুলি না। গতকাল বাবা বাসায় ছিল তাই খুলেছিলাম। মেয়েরা এসে বললো বাড়িওয়ালা পাঠিয়েছে রুম দেখতে। আমি বললাম আমরা তো রুম ছাড়বো না। বলে ৫ তলা খালি হবে বাট তারা বাসায় নেই তাই আপনাদের রুম দেখতে বলছে। সেইম সিস্টেমের নাকি। আমি বললাম আমাদের তো টাইলস করা না আর ৫ তলা তো টাইলস রুম। বলে সমস্যা নাই দেখলেই হবে। তারপর ৩ মেয়ে আমাকে কথার ধা'ন্দা'য় ফেলে দেয়। একের পর এক প্রশ্ন করছে। আমাকে কিছু বলার সুযোগই দিচ্ছে না। তারপর আমাকে বললো ভিতরের রুমে যাই। বললাম যান। গিয়ে দেখে বাবা ভিতরে। বাবাকে দেখে থতমত খেয়ে যায়। বলে আচ্ছা ঠিক আছে বাড়িওয়ালার সাথে কথা বলবো নে।

একটু পর বাড়িওয়ালার সাথে আমার দেখা। তাকে জিজ্ঞেস করতে সে বললো নাতো আমি কাউকে পাঠাইনি! আজ সেই ৩ মেয়ে পাশের বাসায় সেইম প্রক্রিয়াতে মোবাইল, গহনা, টাকা নিয়ে গেছে।

আব্বুর ব্যবসার টাকা, গহনা(শেষ সম্বল) কাল সব যেত আমাদের।
খুব সাবধানে থাকবেন ঢাকায় আপনারা।

সবাইকে সর্তক করার জন্য পোস্টটি দ্রুত শে-য়া-র করে দিন।

লেখা- সংগৃহীত


#জীবন_চক্র

১৫ দিন পর মায়ের কাছে এলো ছেলে। ভেবেছিলো মাকে পরিষ্কার করবে, খাওয়াবে, একটু সময় দেবে… অথচ ছেলে জানেই না, মা তো অনেক আগেই চ...
02/09/2025

১৫ দিন পর মায়ের কাছে এলো ছেলে। ভেবেছিলো মাকে পরিষ্কার করবে, খাওয়াবে, একটু সময় দেবে… অথচ ছেলে জানেই না, মা তো অনেক আগেই চিরবিদায়ের পথে পা বাড়িয়ে ফেলেছেন।

কতটা কষ্টের জানেন?
একজন মা সারাজীবন সন্তানের জন্য অপেক্ষা করে। ঘুম পাড়িয়ে রাখে, না খেয়ে খাওয়ায়, কষ্ট লুকিয়ে হাসে। অথচ শেষ সময়ে সন্তানের একটু সঙ্গও জোটে না…।

আজ ছেলের চোখে জল, অথচ মায়ের চোখ চিরদিনের মতো বন্ধ।আজ ছেলের মন ভেঙে যাচ্ছে, অথচ মায়ের মন যে অনেক আগেই ভেঙে চুরমার হয়েছিল অপেক্ষায় থেকে…

মা আছে যতদিন—ততদিনই সময় দাও।
ফোন ধরো, খোঁজ নাও, কাছে যাও।
পরে যেন বুক চাপড়াতে না হয়, "আরেকটু যদি সময় দিতাম…"

#মা #অমূল্যসম্পদ #সময়থাকেইমায়েরজন্য

জনপ্রিয় একটা প্রবাদ আছে; পুরুষ রাগ করলে হয় বাদশা, আর নারী রাগ করলে হয় বেশ‍্যা। মানে পুরুষ যতই রাগ কর তুমি ঠিক। রাগ তো...
18/08/2025

জনপ্রিয় একটা প্রবাদ আছে; পুরুষ রাগ করলে হয় বাদশা, আর নারী রাগ করলে হয় বেশ‍্যা।
মানে পুরুষ যতই রাগ কর তুমি ঠিক। রাগ তোমার মাথার তাজ। তোমার মাথার মুকুট! আর নারী রাগ করবে না। সে সহ‍্য করবে। না করলে তার চরিত্র খারাপ!
আর এইভাবে যুগে যুগে পুরুষ রাগকে বৈধতা দেওয়া হয় । তো পুরুষও রাগ হলেই বউ পেটায়। বউয়ের কাজ হল স্বামীর রাগ সহ্য করা।
পুরুষ একদিন বউ পেটায়, ২ দিন বউ পেটায়, ৩ দিন বউ পেটায়। পেটাতে পেটাতে মেরে ফেলে। রাগ পুরুষের গর্ব, তাই পুরুষ রাগ করবে, নারী সহ্য করবে।
পুরুষ রাগের মাথায় বউ পিটিয়ে মেরে ফেলবে। কিন্তু বউ কিছুই বলতে পারবে না। তানা হলে সমাজ বলবে বউয়ের দোষ। স্বামী মুখে মুখে তর্ক করে। স্বামী তালাক দিতে পারবে না, তাহলে সমাজ বলবে কাবিন ব‍্যবসায়ী। মেয়ে বাবা মায়ের কাছে গেলে সমাজ বলবে মেয়ের বাবা মা চালাক। তাই মেয়ের সংসার হয়নি। মেয়ে আলাদা হলে বলবে মেয়ের চরিত্র খারাপ, পরকীয়া করে।
স্বামী বউ পেটাবে, পেটাতে পেটাতে মেরে ফেলবে তাও ঐ নারীর দোষ! তার বাবা মায়ের দোষ! পুরুষের কোনো দোষ নেই। রাগ পুরুষের মাথার মুকুট। পুরুষ সব জান্নাতি। বরং নারীরা জাহান্নামি!

দয়াকরে কেউ ত‍্যান‍্যা প্যাঁচাতে আসবেন না।
লেখা: Zohora Aksha

ব্রেকিং নিউজ ::টাঙ্গুয়ার হাওরে ঘুরতে এসে সন্তানের লা'শ নিয়ে ফিরলেন মা-বাবাস্টাফ রিপোর্টার ::টাঙ্গুয়ার হাওরে মা—বাবার স...
16/08/2025

ব্রেকিং নিউজ ::
টাঙ্গুয়ার হাওরে ঘুরতে এসে সন্তানের লা'শ নিয়ে ফিরলেন মা-বাবা

স্টাফ রিপোর্টার ::
টাঙ্গুয়ার হাওরে মা—বাবার সঙ্গে ঘুরতে এসে পর্যটকবাহী হাউস বোট থেকে ছিটকে পড়া নি'খোঁ'জ শিশুটির ম'র'দে'হ প্রায় তিন ঘন্টা পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডু'বু'রি দল। নি'হ'ত শিশুটির নাম মাসুম মিয়া (৫)।

সে সিলেট শহরের শেখঘাট এলাকার বাসিন্দা কবির হোসেনের ছেলে।

শুক্রবার দুপুর তিনটার দিকে টাঙ্গুয়ার হাওর থেকে ডু'ব'ন্ত অবস্থায় তার ম'র'দে'হ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডু'বু'রি দল। পরে ডু'বু'রি দল ও পুলিশ শিশুর লা'শ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে ওখানকার জরুরি বিভাগের চিকিৎসকরা তাকে মৃ'ত ঘো'ষ'ণা করেন।

প্রসঙ্গত, শুক্রবার সকালে সিলেট থেকে ১৫—১৬ জনের একটি গ্রুপ তাহিরপুর থানা ঘাটে এসে ‘লালনতরী’ নামক একটি পর্যটকবাহী হাউসবোটে উঠেন। পরে টাঙ্গুয়ার হাওরের ওয়াচ টাওয়ারে যাওয়ার পথে ছিলানী তাহিরপুর গ্রামের সামনে চলন্ত নৌকা থেকে হঠাৎ পানিতে পড়ে যায় শিশুটি। সঙ্গে সঙ্গে তার বাবা কবির আহমদ লাফিয়ে পড়েও শিশুটিকে আর উ'দ্ধা'র করতে পারেন নি। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস, পুলিশ ও গ্রামবাসী দীর্ঘ সময় ধরে ত'ল্লা'শি চালিয়ে প্রায় তিন ঘন্টা পর ঘ'ট'না'স্থ'ল থেকে তার লা'শ উ'দ্ধা'র করা হয়।

শিশুর পিতা কবির আহমদ জানান, তার একমাত্র শিশু সন্তান নিয়ে টাঙ্গুয় হাওর দেখতে এসেছিলেন। চলন্ত নৌকা থেকে হঠাৎ সে পানিতে পড়ে নি'খোঁ'জ হয়। সঙ্গে সঙ্গে তিনি লাফিয়ে পরেও তাকে তিনি বাঁ'চা'তে পারেন নি। পরিবার পরিজন নিয়ে আনন্দ করতে এসে এখন সন্তানের লা'শ কাঁধে নিয়ে বাড়ি ফিরছেন।

তাহিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ দেলোয়ার হোসেন জানান, টাঙ্গুয়া হাওরে নি'খোঁ'জ শিশুটিকে প্রায় তিন ঘন্টা পর মৃ'ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। অ'ভি'যো'গ না থাকায় পিতার কাছে শিশুটির লা'শ হস্তান্তর করা হয়েছে।

অনেক বাবা-মা মেয়ের কষ্ট বোঝেন না, শুধু একটাই কথা বলেন— যা-ই হোক, সংসারটা করতেই হবে।"আজ একটা ঘটনা মনটা টুকরো টুকরো করে দ...
15/08/2025

অনেক বাবা-মা মেয়ের কষ্ট বোঝেন না, শুধু একটাই কথা বলেন— যা-ই হোক, সংসারটা করতেই হবে।"

আজ একটা ঘটনা মনটা টুকরো টুকরো করে দিল।
একজন মা… চার সন্তানের মা… বাচ্চাদের জন্য রান্না করছিলেন। মাংস পাশে, আলু কেটে রাখা,
হাঁড়িতে চুলা জ্বলছিল। হয়তো ভাবছিলেন— আজ বাচ্চারা খুশি হবে, পেট ভরে খাবে। কিন্তু সেই রান্না আর শেষ হলো না…
কত সুন্দর সাজানো ঘর সাজানো সংসার সব পড়ে আছে 🥲

হঠাৎ আপুটার মায়ের ফোনে খবর এলো—
“আপনার মেয়ে সুই*সাইড করেছে…” 🥲 এই ফোনটা মেয়ের হাজব্যান্ড করেছিল।

যে মেয়ে রান্না করছে বাচ্চাদের জন্য ,সে নিজে গিয়ে জীবন শে*ষ করতে পারে না।
সে মর*তে চায় না… তাকে মা*রা হয়েছে
শুধু মৃ*ত্যুর নামটা বদলে দেওয়া হয়— “সুই*সাইড”।

সে মা বাবাকে বলেছিল—
“হাজবেন্ড অনেক সময় মার*ধর করে… প্রচণ্ড রাগী…”
এই সংসার আর করতে চায় না 🥲
কিন্তু মা বাবার উত্তর ছিল—
“মা, ধৈর্য ধরো… চারটা সন্তান আছে… সংসার করো… সব ঠিক হয়ে যাবে।”

আমরা মেয়েদের ক্ষেত্রে সবসময় এটাই বলি না?
ধৈর্য ধরো… মেনে নাও… চুপ থাকো… একদিন দেখবে সব ঠিক হয়ে যাবে।
কিন্তু জানি না, সেই ধৈর্য কবে মৃ*ত্যুর দোরগোড়ায় গিয়ে থামবে।

আজ চারটা শিশু এতিম হয়ে গেল।
তারা বুঝতেও পারছে না— তাদের মা কোথায় গেল।

মেয়েদের জীবন যেন সবসময় এক চুপচাপ লড়াই…
শুরুর দিনগুলোতে হাসি, স্বপ্ন, সাজগোজ…
তারপর ধীরে ধীরে সহ্য, সহ্য, সহ্য…
শেষে কোথায় যেন হঠাৎ ইতি টেনে দেওয়া হয়—
কখনো হাত দিয়ে, কখনো সময় দিয়ে, কখনো সমাজের চাপ দিয়ে…

মাঝে মাঝে খুব অসহায় লাগে নিজেকে আসলেই মেয়েদের জীবনটা জানি কেমন 🥲

আল্লাহ… এই চারটা ছোট্ট প্রাণকে তুমি আগলে রেখো 🤲🏾
আর প্রতিটি মেয়েকে দাও সেই সাহস, যাতে “ধৈর্য ধরো”র নামে মৃ*ত্যুর দিকে ঠেলে না দেওয়া হয়…
©️

ঈদ মুবারক। 🌙🎊🎊সবার ঈদ আনন্দে কাটুক।💞💞💞
31/03/2025

ঈদ মুবারক। 🌙🎊🎊
সবার ঈদ আনন্দে কাটুক।💞💞💞

Address

Savar

Alerts

Be the first to know and let us send you an email when Fuad & Shayla’s vlogs posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Fuad & Shayla’s vlogs:

Share