Fuad & Shayla’s vlogs

Fuad & Shayla’s vlogs Join us for travel, food, lifestyle vlogs!! Watch us and have a wonderful time!!

15/07/2025

Dish party with my neighbours!!My comfort zone🌸💕Fuad & Shayla's (Vlog + online shop)

12/06/2025

আমার নানী আমাদের রেখে চলে গেলো আজ সকাল ১০.৪৫ মিনিটে আনুমানিক। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর কেউ বলবে না বইন আইছো না!! আর কেউ বাসায় যাওয়ার সাথে সাথে বুকে নিয়ে আদর করবে না।আর কার জন্য বাসায় গেলে কেক ,চিপস ,জুস নিয়া যাব আমার নানী তো চলেই গেলো।
ওপারে ভালো থাইকো নানী।আল্লাহ আমার নানীকে জান্নাত নসিব করুন।আমিন🤲🤲

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।🥲আজ হৃদয়টা ভেঙে গেল। যে মানুষটি কয়েকদিন আগে আল্লাহর ডাকে সাড়া দিয়ে হজে গিয়ে...
11/06/2025

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।🥲

আজ হৃদয়টা ভেঙে গেল। যে মানুষটি কয়েকদিন আগে আল্লাহর ডাকে সাড়া দিয়ে হজে গিয়েছিলেন, যাকে বারবার প্লেন ফিরিয়ে দিচ্ছিল — অনেকেই বলেছিলেন, “হয়তো তার যাওয়ায় আল্লাহর রহমত আছে”, আজ খবর এলো — তিনি আর নেই।
উনাকে নিয়ে আমি পোষ্ট দিয়েছিলাম।

তিনি ফিরে গেলেন, তবে পৃথিবীর কোনো বন্দরে নয় — ফিরে গেলেন তাঁর প্রভুর সান্নিধ্যে।
কি অদ্ভুত এক ইশারা ছিল সেটা! আল্লাহ যেন নিজ হাতে তাঁর এই বান্দাকে ডাকছিলেন। হয়তো তাঁর প্রতি ছিল এক বিশেষ রহমত, এক অদ্ভুত ভালোবাসা।

যিনি হজে যাচ্ছিলেন, বারবার ফিরে আসছিলেন — হয়তো এভাবেই তাঁর পাপ মোচনের দরজা খুলে যাচ্ছিল। আজ তিনি পৃথিবীর মায়া কাটিয়ে চিরশান্তির পথে যাত্রা করলেন।

হে মহান আল্লাহ, এই প্রিয় মানুষটিকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন। তাঁর যাবতীয় গুনাহ ক্ষমা করে দিন। তাঁর পরিবারকে ধৈর্য ধারণের শক্তি দিন।

তুমি চলে গেলে, কিন্তু তোমার প্রতি আল্লাহর এই রহস্যময় আহ্বান চিরকাল মনে থাকবে আমাদের।
আল্লাহ্ মহান। আল্লাহ্ এক ও অদ্বিতীয়। কোনো‌ সন্দেহ নেই। 🤲🤲🤲
Copy

Eid Mubarak
07/06/2025

Eid Mubarak

তুমি তখনই বুঝবে তুমি একজন ভালো মানুষকে বিয়ে করেছ, যখন সে তোমার সব কিছু সহজ করে তোলে।বিষয়টা সব সময় টাকা-পয়সার নয়—বরং...
02/06/2025

তুমি তখনই বুঝবে তুমি একজন ভালো মানুষকে বিয়ে করেছ, যখন সে তোমার সব কিছু সহজ করে তোলে।
বিষয়টা সব সময় টাকা-পয়সার নয়—
বরং সে যেভাবে প্রতিটা কাজে চেষ্টা করে,
তোমাকে একটা ভালো জীবন দেওয়ার জন্য, সেটাই সবচেয়ে বড় জিনিস।💕🌸

সংসারে ভালো সম্পর্ক টিকিয়ে রাখতে হাজবেন্ডের ভূমিকাএকটি সংসার শুধু চার দেয়ালের মধ্যেই সীমাবদ্ধ নয়—এটি ভালোবাসা, সম্মান...
31/05/2025

সংসারে ভালো সম্পর্ক টিকিয়ে রাখতে হাজবেন্ডের ভূমিকা

একটি সংসার শুধু চার দেয়ালের মধ্যেই সীমাবদ্ধ নয়—এটি ভালোবাসা, সম্মান ও বোঝাপড়ার এক অপূর্ব জগৎ। একজন স্বামীর পক্ষ থেকে সম্পর্ককে সুন্দর রাখার জন্য কিছু গুরুত্বপূর্ণ ভূমিকা হতে পারে:

১. বোঝার চেষ্টা:
স্ত্রী কী অনুভব করছে, তার শারীরিক-মানসিক অবস্থার দিকে খেয়াল রাখা।

২. শ্রদ্ধা:
মতামতের পার্থক্য হলেও স্ত্রীকে ছোট না করে সম্মান দিয়ে কথা বলা।

৩. সাহায্য করা:
বাচ্চা, ঘর বা নিজের কোনো দায়িত্বে স্ত্রীর পাশে দাঁড়ানো।

৪. প্রশংসা করা:
একটা সুন্দর শব্দ বা ছোট্ট একটা ধন্যবাদ দিনের ক্লান্তি দূর করে দিতে পারে।

৫. সময় দেওয়া:
কাজের ব্যস্ততার মাঝেও কিছু সময় শুধু স্ত্রীর জন্য বরাদ্দ রাখা।

সংসারে ভালো সম্পর্ক টিকিয়ে রাখতে ওয়াইফের ভূমিকা

একটি সফল দাম্পত্য জীবনের পেছনে একজন স্ত্রীর ভালোবাসা, ধৈর্য ও যত্নের অবদান অনস্বীকার্য। স্ত্রী হিসেবে কিছু দায়িত্ব সম্পর্ককে আরও দৃঢ় করে তোলে:

১. সম্মান দেওয়া:
স্বামীর ছোট ছোট চেষ্টাকে মূল্যায়ন করা, ভুল হলেও হেয় না করা।

২. ধৈর্য রাখা:
বুঝতে চেষ্টা করা—সবকিছু সবসময় নিজের মতো হবে না।

৩. যত্ন নেওয়া:
স্বামীর মানসিক ও শারীরিক স্বাস্থ্যের খেয়াল রাখা।

৪. ভালোবাসা প্রকাশ করা:
ভালোবাসা মনেই লুকিয়ে রাখলে হবে না, মাঝেমধ্যে প্রকাশ করাও দরকার।

৫. দায়িত্ব ভাগ করে নেওয়া:
ঘর সামলানো হোক বা আর্থিক দায়িত্ব—যেখানে প্রয়োজন সেখানেই সঙ্গী হওয়া।

শেষ কথা:
সংসার মানেই একসাথে পথচলা—কখনও রোদ, কখনও বৃষ্টি। আর সেই পথ সহজ হয় যখন দুটি মন একসাথে, ভালোবাসায়, সম্মানে ও সহনশীলতায় জড়িয়ে থাকে।

~~~Collected ~~~

28/05/2025

আলহামদুলিল্লাহ! ৬ই জুন, জুমাবার— পবিত্র ঈদুল আযহা।

13/05/2025

আমাদের গাছের আম।এই গাছ টা আমার দাদী লাগিয়েছিলো।বেশ আম ধরে গাছটাতে আর খেতে খুবই মজা। আরও আম আছে গাছে প্রচুর আম আসছে এইবার আম্মা বললো।আমগুলো দেখলে দাদীর কথা মনে পড়ে। দাদা দাদী যখন আমাদের বাসায় বেড়াতে আসতো সাকিব ভাই আর আমি দাদা দাদীকে নিয়ে কাড়াকাড়ি করতাম কে কার সাথে ঘুমাবে।রাতে দাদী কত সুন্দর সুন্দর গল্প শুনাতো।দাদা আমাদের কত ভালবাসতো।আল্লাহ আমার দাদা দাদী কে বেহেশত নসীব করুন।আমিন।

ঈদ মুবারক। 🌙🎊🎊সবার ঈদ আনন্দে কাটুক।💞💞💞
31/03/2025

ঈদ মুবারক। 🌙🎊🎊
সবার ঈদ আনন্দে কাটুক।💞💞💞

Address

Savar

Alerts

Be the first to know and let us send you an email when Fuad & Shayla’s vlogs posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Fuad & Shayla’s vlogs:

Share