Iyyaa'ki Uhibbu

Iyyaa'ki Uhibbu নিজের বা প্রিয় মানুষটির হাজারো বিপদকে সাথে নিয়ে তার পাশে থাকাটাই প্রকৃত ভালোবাস|

10/06/2024
06/06/2024

স্বামীর প্রতি রাগ কমানোর জন্য মহিলাদের মিলন মেলা ❤️

এই বাগানে সব মহিলারা আসে তাদের স্বামীদের প্রতি খোব গুলো প্রকাশ করার জন্য 🤣🤣🤣
কিছু হইলো 🥴🥴🥴
আমিও যাবো ভাবতেছি😁😁😁😁

রাতে ঘুমানোর সময় আমার স্ত্রী যখন আমার বুকের উপর এসে শুয়ে পড়লো তখন আমি বেশ বিরক্তি নিয়ে ওকে বললাম।সারাদিন কাজ করে রাতে তো...
27/05/2024

রাতে ঘুমানোর সময় আমার স্ত্রী যখন আমার বুকের উপর এসে শুয়ে পড়লো তখন আমি বেশ বিরক্তি নিয়ে ওকে বললাম।

সারাদিন কাজ করে রাতে তোমার জন্য একটু শান্তিতে ঘুমাতে ও পারি না।

-তুমি তো জানো আমি তোমার বুকে ছাড়া ঘুমাতে পারি না।

এমন নেকামো না করলেও তো পারো! তোমার জন্য কোনো কাজে শান্তি নেই আমার।

-ভালো তবুও আমি তোমার বুকেই ঘুমাবো৷

তুমি ম- রে গিয়েও তো আমাকে মুক্তি দিতে পারো? রোজ রোজ এমন অশান্তি আমার আর সহ্য হয় না৷ এমন একটা বস্তা গায়ের উপর থাকলে কি কেউ ঘুমাতে পারে?

-আমি তো শুধু রাতের বেলাতেই বুকে ঘুমাই আর তো কখনো জ্বালাতন করি না।

তোমার মতো নির্লজ্জ মেয়ে আমি আর একটাও দেখিনি।

-আমার মাথা ব্যাথা করছে একটু হাত বুলিয়ে দেও।

কথাটা বলে আমার হাতটা নিয়ে ওর কপালের উপর রাখলো। হাজারবার বলার পরও এমনকি গায়ে হাত তুলেও ওর এই স্বভাব পরিবর্তন করতে পারিনি৷ আপনারা নিশ্চয়ই ভাবছেন স্ত্রী বুকের উপর ঘুমালে আমি এতো বিরক্ত কেন হই! আসলে ওকে আমার এখন আর ভালো লাগে না। আমার অন্য একটা মেয়ের সাথে রিলেশন আছে। কিন্তু কিছুতেই মিতাকে বলতে পারি না। মিতা আমার স্ত্রী এর নাম। এমন বেহায়া মেয়ে আমি খুব কম দেখেছি। ওর জন্য রাতে কনিকার সাথে তেমন কথা বলতে পারি না। ঘুমাতে এলেই আমাকে ধরে রাখে।

গায়ের সাথে মনে হয় খুব গরম কিছু লেগে আছে মনে হচ্ছে। মিতার কপালে হাত রেখে বুঝতে পারলাম ওর গা অস্বাভাবিক ভাবে গরম হয়তো জ্বর এসেছে। শীতের রাতে গরম কিছু কার না ভালো লাগে। আমি হাতটা ওর কপালের সাথে চেপে ধরে রাখলাম।ওর কিছুটা কষ্ট কমবে এই জন্য নয় বরং এতো সময় কম্বলের বাইরে রাখা হাতটা নিমেষেই গরম হবে সেই আশায়।

সকাল আটটায় ঘুম ভেঙে দেখলাম মিতা আমার বুকের ওপরই ঘুমিয়ে আছে। গায়ে হাত দিয়ে বুঝলাম গা রাতের থেকে অনেক বেশি গরম হয়ে আছে। কয়েকবার ডাক দিলাম কিন্তু কোনো সাড়া দিলো না। ওকে বুকের ওপর থেকে সরাতে গেলে খেয়াল করলাম আমায় বেশ শক্ত করেই ধরে আছে৷ তবুও ফ্রেশ হতে চলে গেলাম৷ কিন্তু মিতার অবস্থা ক্রমশ খারাপ হচ্ছে তাই ওকে নিয়ে হাসপাতালে গেলাম।

ডাক্তার বললোঃ- ওর অবস্থা অনেক বেশি খারাপ এখনই আইসিইউতে ভর্তি করতে হবে। কিন্তু আমি ওর জন্য এতো টাকা নষ্ট করতে পারবো না তাই সাধারণ মহিলা ওয়াডে ভর্তি করে দিয়ে এলাম৷
অফিসে এসে কনিকার সাথে গল্প জুড়ে দিলাম। মেয়েটা আমাকে ছাড়া কিছু বুঝতে চায় না৷ কনিকা আমার অফিসের কলিগ। ওর হাসি মুখটা যে কোনো পুরুষকে নিজের কাছে টানতে বাধ

আজ ঐতিহাসিক ১৭ই  রমজান। দ্বীন ইসলামের প্রথম জিহাদ " বদর যুদ্ধ দিবস " আজকের এই দিনে প্রায় ১০০০ মুশরিকদের বিরুদ্ধে  মাত্র ...
28/03/2024

আজ ঐতিহাসিক ১৭ই রমজান।

দ্বীন ইসলামের প্রথম জিহাদ " বদর যুদ্ধ দিবস " আজকের এই দিনে প্রায় ১০০০ মুশরিকদের বিরুদ্ধে মাত্র ৩১৩ জন সাহাবায়ে কেরাম অসীম বীরত্বের সাথে জিহাদ করে সত্য মিথ্যার পার্থক্য করে দিয়েছিলেন। আল্লাহ তাআ'লা সত্যকে বিজয় দান করেছিলেন ।

৩১৩ জন সাহাবায়ে কেরাম এরাই ইসলামের বীর মুক্তিযোদ্ধা।

এই যুদ্ধ থেকে শিক্ষা নেওয়া যায় যে, শুধু সংখ্যায় বেশি থাকলেই জয় আসে না, ঈমানী শক্তি থাকলে কম সংখ্যা নিয়েও জয় আনা সম্ভব এবং আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসে, এবং বাতিলের পক্ষে কখনো মাথা নত করা যাবেনা।🤲

আর অবশ্যই আল্লাহ তোমাদেরকে বদরে সাহায্য করেছেন অথচ তোমরা ছিলেন হীনবল ।৷ ( সূরাঃ আলে-ইমরান ' ১২৩)

current situation
24/03/2024

current situation

🔹টিপস🔹ছাদ বাগান বা টবে চাষাবাদ করতে রাসায়নিক সারের বিকল্প হিসেবে কিছু ঘরোয়া পদ্ধতিতে অর্গানিক সার। 🌶️ক্যালসিয়ামের অভাব প...
22/03/2024

🔹টিপস🔹
ছাদ বাগান বা টবে চাষাবাদ করতে রাসায়নিক সারের বিকল্প হিসেবে কিছু ঘরোয়া পদ্ধতিতে অর্গানিক সার।

🌶️ক্যালসিয়ামের অভাব পুরন করে ডিমের খোসা। ডিমের খোসা গুরো করে দিয়ে দিন। অল্প চুনের পানি ও দিতে পারেন ক্যালসিয়াম অভাব দূর করতে।

🍆নাইট্রোজেনের ঘাটতি পুরন করতে চাল বা ডাল ধোয়া পানি দিন। ভাতের মাড় পানি মিশিয়ে পাতলা করে গাছের গোড়ায় দিন।

🍅পটাশিয়াম এর ভাল উৎস হচ্ছে কলার ছোলা ও পেয়াজের খোসা। ৩ দিন ভিজিয়ে সেই পানি দিবেন।

🍀চা পাতার ব্যবহৃত লিকার ভাল নাইট্রোজেন এর উৎস।

🥬এছাড়া শাক সবজীর উচ্ছিষ্ট অংশ নিদ্রিষ্ট পাত্রে পানি সহ জমিয়ে ৭ দিন পর তরল স্যার হিসেবে ব্যবহার করলে আলাদা কোন রায়সানিক স্যার ব্যবহার করতে হবে না।
⭕🟡🟢 নিম তেল ও সাবান পানি প্রতি সপ্তাহে একবার স্প্রে করলে পোকামাকড় দমনে খুবই ভাল কাজ করে। পোকায় ধরুক আর না ধরুক এক বার সমস্ত গাছে স্প্রে করে দিবেন।

টাইমলাইনে শেয়ার করে রেখে দিতে পারেন।

আমি আনন্দে ভুলে গেছি আমি যে রোজা।
18/03/2024

আমি আনন্দে ভুলে গেছি আমি যে রোজা।

The head of the World Health Organization (WHO) on Saturday called on   to halt its ground assault on Rafah, the souther...
18/03/2024

The head of the World Health Organization (WHO) on Saturday called on to halt its ground assault on Rafah, the southernmost city in ,

Address

Savar

Website

Alerts

Be the first to know and let us send you an email when Iyyaa'ki Uhibbu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share