29/03/2024
আমরা প্রত্যেকটা মানুষই
কোনো না কোনো দিক থেকে অপূর্ণ।
ভীষণ রকম অপূর্ণ।
এই যে এত লোকজন, এত হৈচৈ,
এর মাঝেও শূন্যতায় ডুবে রই।
এই শূন্যতা পূরণ করতে করতে
একটা সময় নিজেরাই শূন্যস্থানে পরিণত হই।
আমরা যাদেরকে চাই
তারা আমাদেরকে চায় না।
আবার আমাদেরকে যারা চায়
আমরা তাদেরকে চাই না।
আমার মনে হয় কি জানেন–
আসলে পৃথিবীটা গোল হলেও,
আমাদের অনুভূতিগুলো ত্রিভুজ।
কবিতা : ত্রিভুজ অনুভূতি