11/02/2024
Choose a campaign objective:;--------
আপনি আপনার ব্যাবসার বিক্রি বাড়াতে ডলার খরচ করে শুধু বিজ্ঞাপন করছেন?
তুলনামূলক ফল পাচ্ছেন না?
হুম না পাওয়ারই কথা। আপনার ব্যাবসার বিক্রি বাড়াতে অবশ্যই আপনাকে বিজ্ঞাপনের এই নিয়ম মানতে হবে। আর আপনার বিজ্ঞাপনের এরকম হওয়ার কারণ আপনি অদক্ষ ব্যাক্তির দ্বারা বিজ্ঞাপন চালাচ্ছেন। এর কারন, প্রচারাভিযানের উদ্দেশ্য ভালোভাবে চয়ন করতে হবে।
আপনার বিজ্ঞাপন প্রচারাভিযান তৈরির প্রথম ধাপ হল আপনার Facebook বিজ্ঞাপনের উদ্দেশ্য নির্ধারণ করা। Facebook-এ, 6টি প্রচারাভিযানের উদ্দেশ্য রয়েছে: সচেতনতা, ট্রাফিক, এনগেজমেন্ট, লিডস, অ্যাপ প্রচার এবং বিক্রয়।
;