Instructor Fuad

Instructor Fuad Content Creator, Biker & Traveller with Exploring Bangladesh
Regular Blood doner: Blood Group O+ve
(1)

19/08/2025

Dada is rock

কর্মক্ষেত্রের আমার অভিজ্ঞতা নিয়ে কিছু কথা বলি! 👨‍👩‍👧‍👦 কর্মক্ষেত্রটা আমার কাছে একটা পরিবারের মতোই মনে হয়। 🏢 এখানে সবাই...
12/08/2025

কর্মক্ষেত্রের আমার অভিজ্ঞতা নিয়ে কিছু কথা বলি! 👨‍👩‍👧‍👦 কর্মক্ষেত্রটা আমার কাছে একটা পরিবারের মতোই মনে হয়। 🏢 এখানে সবাই মিলে কাজ করি, একে অপরের সাথে হাসি-ঠাট্টা করি, আর বিপদে আপদে পাশে দাঁড়াই।🤝 দিন শেষে মনে হয়, এত সুন্দর একটা পরিবারের অংশ হতে পেরে আমি সত্যিই ভাগ্যবান। 😊 আপনারা সবাই কেমন অনুভব করেন আপনাদের কর্মক্ষেত্রে? আমাকে জানাতে পারেন! 👇জীবনে এমন অনেক কাজ আছে যা আমরা হয়তো মন থেকে করতে চাই না, কিন্তু করতে হয়। 😔 মাঝে মাঝে মনে হয়, "ইস! যদি নিজের পছন্দ মতো কিছু করতে পারতাম!" 😩 তবে, সত্যি বলতে কি, সবকিছুতে মানিয়ে নিতে পারলেই জীবনে শান্তি আসে। 😊 তাই, যে কাজটাই করছেন, চেষ্টা করুন সেটাকে উপভোগ করার, তাহলে দেখবেন আপনিও খুশি হতে পারছেন। 🥰 এইভাবেই ধীরে ধীরে জীবনটা আরও সুন্দর হয়ে ওঠে।😇 #জীবন #কাজ #মানিয়ে_নেওয়া #সুখ
#কর্মক্ষেত্র #পরিবার

ষড়যন্ত্র করে কাউকে সফল হতে দেখিনি,তবে ধ্বংস হতে দেখেছি......আমি জীবনে দেখেছি, চক্রান্ত করে কেউ কখনো সফল হয়নি। বরং, দেখে...
11/08/2025

ষড়যন্ত্র করে কাউকে সফল হতে দেখিনি,তবে ধ্বংস হতে দেখেছি......
আমি জীবনে দেখেছি, চক্রান্ত করে কেউ কখনো সফল হয়নি। বরং, দেখেছি চক্রান্তের জালে ফেঁসে মানুষজন ধীরে ধীরে ধ্বংসের দিকে গিয়েছে। 😠 নিজের ভালো চাইলে, সবসময় সৎ পথে থাকা উচিত। জীবনে উত্থান-পতন থাকবেই, তবে ষড়যন্ত্র করে পাওয়া সাফল্য ক্ষণস্থায়ী হয়। তাই, আসুন আমরা সবাই ভালো মানুষ হওয়ার চেষ্টা করি। 😊 #ষড়যন্ত্র #সাফল্য #সততা #জীবন

জীবনে টাকা, সম্মান আর শান্তি একসাথে পাওয়া খুব কঠিন! 😔 হয় টাকার পিছনে ছুটতে হয়, না হয় সম্মানের। 🙄 মাঝে মাঝে মনে হয়, দুটোই...
10/08/2025

জীবনে টাকা, সম্মান আর শান্তি একসাথে পাওয়া খুব কঠিন! 😔 হয় টাকার পিছনে ছুটতে হয়, না হয় সম্মানের। 🙄 মাঝে মাঝে মনে হয়, দুটোই কি পাওয়া যায় না? 🤔 তবে, চেষ্টা করতে তো কোনো দোষ নেই, তাই না? 💪 জীবনে ভারসাম্য রাখাটাই আসল, তাই সবসময় ইতিবাচক থাকতে হবে। 😊 #জীবন #টাকা #সম্মান #অনুপ্রেরণা

আজ আমি ঘুমের অভাব নিয়ে কিছু কথা বলবো! 😴 ঘুম কম হলে শরীরে নানা রোগ বাসা বাঁধে, তাই পর্যাপ্ত ঘুম খুব দরকার। 😔 ঘুমের অভাবে ...
06/08/2025

আজ আমি ঘুমের অভাব নিয়ে কিছু কথা বলবো! 😴 ঘুম কম হলে শরীরে নানা রোগ বাসা বাঁধে, তাই পর্যাপ্ত ঘুম খুব দরকার। 😔 ঘুমের অভাবে মন খারাপ থাকে এবং কোনো কাজে মনোযোগও দেওয়া যায় না। 🤕 এছাড়া, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় আর শরীরে দুর্বল লাগে। 😩 তাই প্রতিদিন সঠিক সময়ে ঘুমানো উচিত, যাতে সুস্থ থাকা যায়। 😊 রাতে ভালো ঘুমের জন্য চেষ্টা করুন এবং সুস্থ থাকুন! #ঘুম #স্বাস্থ্য #সচেতনতা

Address

British American To***co Bangladesh, Mojarmill Bus Stand, DEPZ, Ashulia, Savar Dhaka
Savar
1349

Website

Alerts

Be the first to know and let us send you an email when Instructor Fuad posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share