
11/06/2024
আপনারা সবাই বলেন তানিশা মিমের অনেক বড় ক্ষতি করেছে,,,কিন্তু আমি বলবো,,সে নিজের অজান্তেই মিমের অনেক বড় কিছু উপকার করেছে। যেমন,
১। নাজিমের মতো বিশ্বাসঘাতক, লুচ্চার আসল চেহারা দেখিয়ে দিয়েছে।
২। মিমকে সবার ভালোবাসার মানুষ বানিয়ে নিজে সবার গালাগালি শুনছে আর অভিশাপ পাচ্ছে।
৩। মিমকে নতুন একটা জীবন পেতে সেই সবচেয়ে বেশি সাহায্য করেছে।
৪। সে নিজে কতবড় ফকিন্নি সেটাও প্রমাণ করেছে।
আমার বিশ্বাস,,, একদিন মিম অনেক বড় পর্যায়ে যাবে। আর নাজিম -তানিশার করুণ পরিনতি হবে।
মিমকে আমি চিনিনা,,কিন্তু খুব মায়া লাগে মেয়েটাকে দেখলে।
Apu Biswas Abiha Mim Abiha mim Abiha Mim Abiha Mim Nazim Bro Tanisha Apu Joy Film Productions Nazim Joy Abiha Mim Abiha Mim Vlogs.