Nasir Hossain Hridoy

Nasir Hossain Hridoy স্বপ্ন বাস্তবায়নের খোঁজে সত্যের পথ যাত্রী। https://m.youtube.com/channel/UCrjl0LVWISTFGzO8nQxf_Zg

I'm Muslim Alhamdulillah I 💕 Allah Nd my prophet Muhammad ( s) nothing else.

21/11/2025

আল্লাহ আমাদের ক্ষমা করুন।

16/10/2025

আমার বাগানের তাজা মরিচ বেগুন লেবু! 🍆🍋🌶️ কীভাবে এটি চাষ করি, জানতে চান তাহলে এই ভিডিও দেখুন?

29/09/2025

এমনি দিলাম আর কি।
#ফেসবুক_রিলস

আমি আসলে অনেক ভেবেছি আর বুঝতে পারছি যে আজ আমার ভিতর যতটুকু খারাপ লাগা আছে তার পুরোটা তোমার জন্য, আমরা সবাই চাই তাকে কেউ ...
21/09/2025

আমি আসলে অনেক ভেবেছি আর বুঝতে পারছি যে আজ আমার ভিতর যতটুকু খারাপ লাগা আছে তার পুরোটা তোমার জন্য, আমরা সবাই চাই তাকে কেউ কেয়ার করুক তাকে কেউ বুঝুক আমি তোমাকে অনেক কিছু দ্বারা বুজিয়েছি, কিন্তু তুমি তা কখনোই বুঝনি, আমরা সবাই ভুল করি আবার সেই ভুল থেকে শিক্ষাও গ্রহণ করি,আমাদের আসলে এমন কিছুই করা উচিৎ না যা নিজের আবির্ভাব নষ্ট হয়ে যায়। তুমি হয়তো বলবে আমি এখন কি চাই,আমি বলছি শুনো আমি আর ভুল পথে হাঁটতে চাইনা আর নিজেকে জিজ্ঞেসও করতে চাইনা কেন এতো গুলো সময় নষ্ট করলাম এই পথে হাঁটতে হাঁটতে,তুমি শুধু নিজেকে নিয়ে ভাবো,অন্যের ভাবনার কোনো মূল্যই নেই তোমার কাছে।একচুলি তোমাকে ভালবেসে অথবা তোমাকে ভালবাসি ভেবে আমি বুঝতে পারছি ভালবাসাটা কি,ভালবাসাটা জাস্ট একটা আকর্ষণ না ভালবাসা হচ্ছে শ্রদ্ধা আস্থা যার কোনটাই আসোলে আমাদের মাঝে নেই।হয়তো তুমি ভালবাসার ব্যাপারটাই বোঝোনি😂ভালো থেকো।।।

এতো অজস্র জল বর্ষণ শূন্য সাধনা ভুল অর্জন মায়া নদীতে ঝড় তুলেছি তবুও হয়নি প্রেমের দর্শন,পিশাচও আমি পুরুষও আমি প্রতারণা পিত...
04/09/2025

এতো অজস্র জল বর্ষণ শূন্য সাধনা ভুল অর্জন মায়া নদীতে ঝড় তুলেছি তবুও হয়নি প্রেমের দর্শন,পিশাচও আমি পুরুষও আমি প্রতারণা পিতাও আমি, বিবি শিখাময় জঙ্গল আমি, মায়ের আঁচলে মঙ্গল আমি, আমারি কৃপায় করেছ তুমি নিজেই নিজেরে ধংসন,ঘৃণায় কাছে টেনে আমায় ভালবেসে করেছ বর্জন।

29/08/2025

হায়রে বাংলাদেশ!বিশ্ব যখন এআই নিয়ে গবেষণা করে একটার পর একটা সফলতা অর্জন করছে তখন বাংলাদেশ আন্দোলনে মেতে উঠছে।

আল্লাহর নিহত সবাই কে শাহাদাতের মর্যাদা দান করো।
22/07/2025

আল্লাহর নিহত সবাই কে শাহাদাতের মর্যাদা দান করো।

প্রভু হে! নিহত প্রাণগুলোকে তুমি শাহাদাতের মর্যাদা দান করো। আহতদেরকে দ্রুত শিফা নসিব করো। পরিবারগুলোকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত করে নাও। আমাদেরকে এমন উত্তম অভিভাবক দান করো, যার মাধ্যমে জাতি পাবে সভ্যতা, শৃঙ্খলা ও উন্নতির দিশা।

Address

Savar

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nasir Hossain Hridoy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share