SS Afia Fashion

SS Afia Fashion Your Choice is Beauty
(1)

18/05/2025

আলহামদুলিল্লাহ!
এখনও আছি ফিরে এলাম। শুভ সকাল!

29/04/2025

ٱلَّذِينَ يَقُولُونَ رَبَّنَآ إِنَّنَآ ءَامَنَّا فَٱغۡفِرۡ لَنَا ذُنُوبَنَا وَقِنَا عَذَابَ ٱلنَّارِ ١٦
যারা প্রার্থনা করে, ‘হে আমাদের প্রতিপালক! আমরা ঈমান এনেছি, অতএব আমাদের গুনাহসমূহ ক্ষমা কর এবং আমাদেরকে জাহান্নামের শাস্তি হতে রক্ষা কর’।

ٱلصَّٰبِرِينَ وَٱلصَّٰدِقِينَ وَٱلۡقَٰنِتِينَ وَٱلۡمُنفِقِينَ وَٱلۡمُسۡتَغۡفِرِينَ بِٱلۡأَسۡحَارِ ١٧
তারা ধৈর্যশীল, সত্যবাদী, (আল্লাহর প্রতি) আজ্ঞাবহ, (আল্লাহর পথে) ব্যয়কারী এবং শেষ রাতে ক্ষমাপ্রার্থনাকারী।

27/04/2025

নামাজে চুরি করে প্রসংগ:

27/04/2025

বিশ্ব ব্যাংক সাড়ে দশ হাজার কোটি ঋন সহায়তা দেবে! আলহামদুলিল্লাহ! বিস্তারিত জানতে নিচের লিংকে দেখুন এবং শেয়ার করুন ধন্যবাদ!

11/04/2025

يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوٓاْ إِذَا نُودِيَ لِلصَّلَوٰةِ مِن يَوۡمِ ٱلۡجُمُعَةِ فَٱسۡعَوۡاْ إِلَىٰ ذِكۡرِ ٱللَّهِ وَذَرُواْ ٱلۡبَيۡعَۚ ذَٰلِكُمۡ خَيۡرٞ لَّكُمۡ إِن كُنتُمۡ تَعۡلَمُونَ ٩
হে মু’মিনগণ! জুমু‘আহর দিনে যখন নামাযের জন্য ডাকা হয়, তখন আল্লাহর স্মরণের দিকে শীঘ্র ধাবিত হও, ক্রয়-বিক্রয় পরিত্যাগ কর, এটাই তোমাদের জন্য অতি উত্তম, যদি তোমরা জানতে!

09/04/2025

وَقَٰتِلُواْ فِي سَبِيلِ ٱللَّهِ ٱلَّذِينَ يُقَٰتِلُونَكُمۡ وَلَا تَعۡتَدُوٓاْۚ إِنَّ ٱللَّهَ لَا يُحِبُّ ٱلۡمُعۡتَدِينَ ١٩٠
তোমরা আল্লাহর পথে সেই লোকেদের বিরুদ্ধে যুদ্ধ কর, যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করবে, কিন্তু সীমা অতিক্রম করো না। আল্লাহ নিশ্চয়ই সীমা অতিক্রমকারীকে ভালবাসেন না।

07/04/2025

ٱلَّذِي جَعَلَ لَكُمُ ٱلۡأَرۡضَ فِرَٰشٗا وَٱلسَّمَآءَ بِنَآءٗ وَأَنزَلَ مِنَ ٱلسَّمَآءِ مَآءٗ فَأَخۡرَجَ بِهِۦ مِنَ ٱلثَّمَرَٰتِ رِزۡقٗا لَّكُمۡۖ فَلَا تَجۡعَلُواْ لِلَّهِ أَندَادٗا وَأَنتُمۡ تَعۡلَمُونَ ٢٢
যিনি তোমাদের জন্য পৃথিবীকে বিছানা ও আকাশকে ছাদ করেছেন এবং আকাশ হতে পানি বর্ষণ ক’রে তদ্বারা তোমাদের জীবিকার জন্য ফলমূল উৎপাদন করেন, কাজেই জেনে বুঝে কাউকেও আল্লাহর সমকক্ষ দাঁড় করো না।

"বন্ধু, অসুস্থতার দিনগুলো অল্পদিনের অতিথি। তুই তাড়াতাড়ি সেরে ওঠ,তোর এই যুদ্ধে আমরা সবাই তোর পাশে আছি"। ঈদের আনন্দে তোর...
29/03/2025

"বন্ধু, অসুস্থতার দিনগুলো অল্পদিনের অতিথি। তুই তাড়াতাড়ি সেরে ওঠ,তোর এই যুদ্ধে আমরা সবাই তোর পাশে আছি"।

ঈদের আনন্দে তোর যুদ্ধ সরিক হতে চেষ্টা করছি!
মানবিক সহায়তার আবেদন:
আমার স্কুল বন্ধু সাঈদুর রহমান মুন্সী( এস এস সি-১৯৯০ মিঠাপুর স্কুল মাদারীপুর)। পিতা:সোমোদ মুন্সি। গ্রাম: গৌরবরদী, পোস্ট : দূর্গাবরদী, থানা ও জেলা: মাদারীপুর।
সাঈদুর ব্রেন টিউমার হলে কিছু দিন আগে নিউরোসাইন্স হাসপাতালে অপারেশন হয়েছে! এখন তাঁর ক্যামো থেরাপি নিতে দশ লক্ষ টাকা প্রয়োজন! মানবতার দৃষ্টিতে সবার সহযোগিতা করা অতিব জরুরি! যিনি বিওমান পাড়লে সাহায্যের হাত বাড়িয়ে দিন!
DBBL ACC No : 2291070001197
Joydevpur branch Gazipur
Imtiaz Hossen Ifaz( Son of Saidur)
Bkash 01719143471
Nagad 01719143471

হে আল্লাহ!তোমার প্রতি পূর্ণ বিশ্বাস করে কালিমা পড়ি তাওবা করে নাজাতের জন্যে ক্ষমা প্রার্থনা করছি 😭ইয়া আল্লাহ তুমি আমাদে...
18/03/2025

হে আল্লাহ!তোমার প্রতি পূর্ণ বিশ্বাস করে কালিমা পড়ি তাওবা করে নাজাতের জন্যে ক্ষমা প্রার্থনা করছি 😭
ইয়া আল্লাহ তুমি আমাদের সবাইকে ক্ষমা করে দাও!
মাফ করে দাও আমিন 😭 আল্লাহুম্মা আমিন 😭

আলহামদুলিল্লাহ বেঁচে আছি! মহান আল্লাহ তায়ালা আমাদের সবাইকে পবিত্র রমজান উপলক্ষে সমস্ত গুনাহ মাফ করে দাও আমি!!
13/03/2025

আলহামদুলিল্লাহ বেঁচে আছি! মহান আল্লাহ তায়ালা আমাদের সবাইকে পবিত্র রমজান উপলক্ষে সমস্ত গুনাহ মাফ করে দাও আমি!!

Address

Dhaka Taher Patwary Building, Maddho Gazirchat, Ashulia, Saver, Dhaka
Savar
1349

Alerts

Be the first to know and let us send you an email when SS Afia Fashion posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share