এই পেইজটি সম্পূর্ণ নিঃস্বার্থ ভাবে আপনাদের জন্যই খোলা হয়েছে। এই পেইজটি পরিচালনায় এডমিনদের কোন নিজস্ব স্বার্থ নেই । আশা করি আপনারা সেটি বুঝবেন। এইখানে প্রকাশিত সকল কোনফেশন এবং পোস্ট গুলোতে আশা করি কেউ কারো ধর্ম ,বর্ণ , মেধা এবং ভালোবাসার অনূভুতি নিয়ে কোনো প্রকার খারাপ মন্তব্য করবেন না। এই পেইজটি সম্পূর্ণ আপনাদের সমর্থনে পরিচালিত। আশা করি আপনারা আমাদের সমর্থন করে যথাযথ সহায়তা করবেন।
আপ
নাদের কথা গুলো আমাদের লিখে পাঠান , আমরা তা যথাযথ নিয়ম অনুযায়ি প্রকাশ করব।
আমাদের এই পেইজটির কিছু নিয়ম রয়েছে যা সকলের মেনে চলা উচিত।
নিয়ম গুলো নিচে উল্ল্যেখ করা হলো,
১। আপনার কনফেশনটি যদি আমাদের পাঠাতে চান তাহলে অবশ্যই আসল আইডি থেকে পাঠাতে হবে।
২।কাউকে উদ্দ্যেশ্য করে কোনো প্রকার হুমকিমুলক পোস্ট আমরা করব না।
৩। আপনাকে অবশ্যই আমাদের সকল নিয়ম মেনে আপনার কনফেশনটি পাঠাতে হবে।
৪। কনফেশনটিতে অবশ্যই প্রয়োজনীয় তথ্য থাকতে হবে।
৫।যাকে উদ্দ্যেশ্য করে কনফেশন করা হবে অবশ্যই তার শিক্ষা প্রতিষ্ঠান, নাম, ব্যাচ ইয়ার, সেকশন, উল্ল্যেখ করতে হবে।
৬। কোনো প্রকার ফেইক আইডির কনফেশন আমরা পোস্ট করব না।
৭।কারো পোস্টে কোনো প্রকার অনাকাঙ্ক্ষিত মন্তব্য করা যাবে না।
৮। প্রকাশ হওয়ার পর পোস্ট ডিলিট করা যাবেনা।
নিম্নের কাজ গুলো করলে যে কাউকে বিনা নোটিশে ব্যান দেয়া হবে,
1. বিকৃত মেসেজ দিলে।
2. অহেতুক কারনে বাজে ব্যবহার করলে। ভাল ব্যবহার করুন , ব্যবহারে বংশের পরিচয়।
3. হুমকিস্বরূপ আচরণ করলে।
4. এডমিনদের পরিচয় জানতে চেয়ে অনুরধ করলে।
5. ব্যবসায়িক কোনো কাজ এই পেজের মাধ্যমে করার জন্য অনুরধ করলে।
6. কারো প্রতি হুমকি স্বরূপ কোনো পোস্ট করার জন্য অনুরধ করলে।
7. কনফেশন দাতার অনুমতি না থাকা সত্ত্বেও তার পরিচয় জানার জন্য অসদুপায় অবলম্বন করলে।
8. এডমিন দের পরিচয় জানার জন্য অসদুপায় অবলম্বন করলে।
9. এডমিনদের কোনো ভাবে ব্ল্যাকমেইল করার চেষ্টা করলে।
10.পোস্ট করা কনফেসন ডিলেট করার জন্য অনুরোধ করলে।
N.B : ইতিমধ্যে কয়েকজনকে বিনা নোটিশে ব্যান করা হয়েছে তাদের কিছু অসদ কর্মের জন্য।
We hope you all are good mannered peoples. DONT FORGET TO INVITE YOUR FRIENDS TO LIKE, REVIEW AND SHARE OUR PAGE. KEEP SENDING US YOUR UNTOLD CONFESSION FOR YOUR DADICATED PERSON. GOD BLESS ALL OF YOU. THANKS FOR YOUR SUPPORT AND STAYING WITH US . STAY CONNECTED. :)
ধন্যবাদ। �