ITALY INFO BD

ITALY INFO BD Italy Visa and appointment news update

23/12/2024

23 ডিসেম্বর 2024

বাংলাদেশে ইতালির কাজের ভিসা আবেদনকারীদের জন্য গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি

পূর্বে জানানো হয়েছে, আইন ডিক্রি 145/2024 অনুসরণ করে ইতালির সরকার ইতালির প্রাদেশিক অভিবাসন অফিস দ্বারা যথাযথ যাচাই না করা পর্যন্ত বাংলাদেশ সহ কিছু দেশের নাগরিকদের জন্য প্রকাশিত "নুল্লা ওস্তা" (কাজের অনুমোদন) বৈধতা স্থগিত করেছে।

ইতালির দূতাবাস দুটি দিক দিয়ে কাজ করছে:

- যাচাইকরণ প্রক্রিয়া দ্রুততর করার জন্য ইতালির সমস্ত প্রাদেশিক অভিবাসন অফিসের সাথে যোগাযোগ করা। নুল্লা ওস্তার নিশ্চিতকরণগুলি ধীরে ধীরে প্রবাহিত হতে শুরু করেছে এবং তাদের সংখ্যা আগামী সপ্তাহ এবং মাসগুলিতে বাড়বে বলে আশা করা হচ্ছে।

- আবেদনকারীদের সাথে যোগাযোগ করা যাদের নুল্লা ওস্তা নিশ্চিত করা হয়েছে যাতে তারা তাদের পাসপোর্ট জমা দিতে পারে - অথবা যদি তারা এখনও এটি না করে থাকে তবে একটি নতুন আবেদন উপস্থাপন করতে পারে - এবং তাদের ভিসা গ্রহণ করে৷

সংশ্লিষ্ট আবেদনকারীদের VFS Global এর মাধ্যমে ইমেল, SMS বা ফোনের মাধ্যমে যোগাযোগ করা হয়।

https://visa.vfsglobal.com/bgd/en/ita/track-application-এ গিয়ে ভিসা আবেদনের স্ট্যাটাস ট্র্যাক করা যেতে পারে।

দয়া করে তৃতীয় পক্ষের সত্তা থেকে সাবধান থাকুন যারা ভিসা মুক্তির জন্য যোগ্যতা দাবি করছে এবং অর্থ চাচ্ছে।

ভিএফএস গ্লোবাল দ্বারা যোগাযোগ করা আবেদনকারীদের নতুন আবেদনের ক্ষেত্রে সাধারণ আবেদন ফি ব্যতীত কাউকে কিছু না দেওয়ার পরামর্শ দেওয়া হয় যা VFS গ্লোবাল ভিসা আবেদন কেন্দ্রের মধ্যে ডেডিকেটেড ব্যাঙ্ক কাউন্টারে দেওয়া হয়।

আরও তথ্যের জন্য, (+88) 09606 777666 এবং (+88) 09666 911384 এ আমাদের সাথে যোগাযোগ করুন।

ই-মেইল: [email protected]

VFS Global

23/12/2024

23 December 2024
Important notice for Italy work visa applicants in Bangladesh

As previously communicated, following Law Decree 145/2024 the Italian Government has suspended the validity of “Nulla Osta” (work authorizations) released for citizens of certain countries, including Bangladesh, until due verification is made by the provincial immigration office in Italy.

The Embassy of Italy is working in two directions:

- liaising with all provincial immigration offices in Italy to speed up the verification process. Confirmations of Nulla Osta have started to gradually flow in and their number is expected to grow in the next weeks and months.

- Contacting the applicants whose Nulla Osta has been confirmed so that they can submit their passports - or present a fresh application if they have not done it yet - and receive their visa.

Concerned applicants are contacted through VFS Global via email, SMS or phone.

Status of visa applications can be tracked by visiting https://visa.vfsglobal.com/bgd/en/ita/track-application.

Please beware of third-party entities claiming merit for the release of visa and asking for money.

Applicants contacted by VFS Global are advised not to pay anything to anyone, except the ordinary application fee in case of fresh application which is paid at the dedicated bank counters within VFS Global Visa Application Centre.

For more information, please contact us at (+88) 09606 777666, and (+88) 09666 911384.

E-mail: [email protected]

VFS Global

11/12/2024

⛔বর্তমানে যে দুইটা বিষয় নিয়ে সবার মাঝে কনফিউশন কাজ করতেছে সেটা হলো Appointment সমস্যা এবং যাদের রিটার্ন পাসপোর্ট দিতেছে তাদের আবার ভিসা দেওয়ার জন্য কবে ডাকবে।
1️⃣(Appoinment) এই সমস্যার সমাধান হিসেবে দেখতে হবে সর্বশেষ তাদের নোটিশ কী ছিল Appointment নিয়ে। সর্বশেষ আপডেট তারা ১৬ তারিখ দিয়েছে এবং সেখানে স্পষ্ট করে বলেছে যাদের Nulla Osta নিশ্চিতকরন শেষ হবে তাদের VFS থেকে পাসপোর্ট জমা দিতে বলবে। এর বাইরে কোন আপডেট নাই Appointment নিয়ে। আর তারা যদি নতুন কোন আপডেট নিয়ে আসে তাহলে অবশ্যই আগে তা অফিসিয়ালি নোটিশ দিবে। এর বাইরে আপনারা কারো কথা বিশ্বাস করবেন না।
2️⃣যাদের সাদা পাসপোর্ট দিতেছে তাদের পুনরায় ফাইনাল ডিশিসনের জন্য কবে ডাকবে এ বিষয়ে বাংলাদেশ বা ইতালির কেউই স্পষ্ট করে কিছু বলতে পারবে না। সবাই যা বলবে সবকিছু একান্তই তার ব্যাক্তিগত ধারনা। কারন ইতালি এম্বেসি তাদের সর্বশেষ নোটিশে উল্লেখ করছে তারা সব কাগজ স্থগিত রেখে যাচাই-বাছাই করছেতে এবং যাচাই শেষ হলে ভিসা দেওয়ার কাজ শুরু করবে। এখন কেউই জানে না এই যাচাইয়ের কাজের কতটুকু অগ্রগতি হয়েছে। তবে যেহেতু ইতালি এম্বেসি থেকে বলেছে তারা নতুন করে ৩ জন নতুন মানুষ নিয়োগ দিয়েছে সুতরাং আমরা আশা রাখতে পারি তারা খুব দ্রুত সব ক্লিয়ার করে ফেলবে।
3️⃣পূর্বে জমাকৃত সব পাসপোর্ট এখন VFS Global এ আছে। সব পাসপোর্ট যখন রিটার্ন করা কমপ্লিট হয়ে যাবে তারপর থেকে হয়তো ভিসার কার্যক্রম শুরু করবে। সুতরাং এখন আমাদের সব পাসপোর্ট রিটার্ন করা শেষ না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।
হযতো এখন তারা মালিক, মালিকের সব রকম কাগজ চেক করে রাখতেছে এবং সব পাসপোর্ট রিটার্ন করা কমপ্লিট হয়ে গেলে খুব দ্রুত ভিসার কার্যক্রমও শুরু করবে।
ধন্যবাদ ❤️

02/12/2024

2/12/2024 বিএফএস গ্লোবলের সামনে প্রচুর মানুষ।মনে হচ্ছে আজকেও ১০০০এর উপরে পাসপোর্ট রিটার্ন দিব।

Address

Hemayetpur
Savar
1347

Website

Alerts

Be the first to know and let us send you an email when ITALY INFO BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share