National Memorial

National Memorial #জাতীয়_স্মৃতিসৌধ Good Monument
(294)

🌍 বিদেশে পাচার হওয়া টাকার সন্ধান🚨 এনবিআর সিআইসি’র বিস্ময়কর আবিষ্কার🔎 জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কেন্দ্রীয় গোয়েন্দা সে...
18/08/2025

🌍 বিদেশে পাচার হওয়া টাকার সন্ধান

🚨 এনবিআর সিআইসি’র বিস্ময়কর আবিষ্কার

🔎 জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি) চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত ব্যাপক অনুসন্ধান চালিয়ে চাঞ্চল্যকর তথ্য পেয়েছে।

💰 পাচার হওয়া সম্পদের পরিমাণ

➡️ বিদেশে গড়ে তোলা সম্পদের মোট মূল্য প্রায় ৪০ হাজার কোটি টাকা।
➡️ এসব সম্পদ ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক নামে কেনা হয়েছে।

🌐 কোন কোন দেশে খুঁজে পাওয়া গেছে?

সিআইসি মোট ৫টি দেশে ৭টি শহরে অনুসন্ধান চালিয়েছে। এর মধ্যে সনাক্ত করা দেশগুলো হলো—

🇦🇬 অ্যান্টিগুয়া অ্যান্ড বারবুডা

🇦🇹 অস্ট্রিয়া

🇩🇲 ডোমিনিকা

🇬🇩 গ্রেনাডা

🇰🇳 সেন্ট কিটস অ্যান্ড নেভিস

🇲🇰 নর্থ মেসিডোনিয়া

🇲🇹 মাল্টা

🇱🇨 সেন্ট লুসিয়া

🇹🇷 তুরস্ক

🏠 সনাক্ত সম্পদ ও পাসপোর্ট

✅ ৩৪৬টি বিলাসবহুল সম্পত্তি উদ্ধার হয়েছে।

✅ ৩৫২টি বিদেশি পাসপোর্ট শনাক্ত হয়েছে ৯টি দেশে।

এসব পাসপোর্ট অবৈধ অর্থের বিনিময়ে পাওয়া হয়েছে বলে সন্দেহ।

🤝 আন্তর্জাতিক সহযোগিতা

➡️ এ অনুসন্ধানে অন্তত ৬টি আন্তর্জাতিক সংস্থা এনবিআরকে সহায়তা করছে।
➡️ তদন্তকারীরা বলছেন, এটি আসলে “বরফখণ্ডের চূড়া মাত্র”—অর্থাৎ এখনো আরও বিপুল সম্পদ অজানা রয়ে গেছে।
🗣️ প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের প্রতিক্রিয়া

“এ ধরনের লুটপাট দেশের জন্য ভয়াবহ ক্ষতির কারণ। দায়ীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে।”

“এই তদন্ত শুধু অর্থ উদ্ধারের জন্য নয়, ভবিষ্যতে যেন আর কেউ দেশের টাকা পাচার করতে সাহস না পায়—সেটি নিশ্চিত করাই মূল লক্ষ্য।”

📌 সারসংক্ষেপ এক নজরে

বিষয় তথ্য

মোট সম্পদ Tk 40,000 কোটি
দেশ ও শহর ৫ দেশ, ৭ শহর
উদ্ধার সম্পদ ৩৪৬টি সম্পত্তি
বিদেশি পাসপোর্ট ৩৫২টি (৯টি দেশে)
সহযোগী সংস্থা ৬টি আন্তর্জাতিক সংস্থা
প্রধান উপদেষ্টার বক্তব্য দায়ীদের বিচার, সম্পদ ফেরত নিশ্চিত
✨ এ খবর প্রমাণ করে—দেশ থেকে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে এখন বড় ধরনের অভিযান শুরু হয়েছে। World

🌏 ভারতের ভোটচুরি: ইতিহাস থেকে বর্তমান 🗳️🔥 ১৯৭৫ – ইন্দিরা গান্ধীর নির্বাচন বাতিলআদালত রায় দিল 👉 “নির্বাচনী দুর্নীতি হয়েছে...
17/08/2025

🌏 ভারতের ভোটচুরি: ইতিহাস থেকে বর্তমান 🗳️

🔥 ১৯৭৫ – ইন্দিরা গান্ধীর নির্বাচন বাতিল

আদালত রায় দিল 👉 “নির্বাচনী দুর্নীতি হয়েছে”

ইন্দিরা গান্ধীর জয় শূন্য ঘোষণা ❌

ফলাফল → Emergency ঘোষণা, পুরো দেশ কেঁপে ওঠে ⚡

🏔️ ১৯৮৭ – জম্মু-কাশ্মীর নির্বাচন

বুথ দখল + গণনা কারচুপি 🏴

Muslim United Front (MUF)-এর প্রার্থীরা আসন হারালেন 😡

লোকজন বলল 👉 “এটা ছিল গণতন্ত্রের প্রতি আঘাত”

💰 ২০০৮ – Cash for Votes কেলেঙ্কারি

সংসদে বিরোধীরা টাকা ভর্তি ব্যাগ দেখাল 💼💵

অভিযোগ → ভোট কেনাবেচা চলছিল সরাসরি!

গণতন্ত্রে কলঙ্কের দাগ 🩸

🟥 পশ্চিমবঙ্গের “Scientific Rigging”

ভোটার তালিকা থেকে নাম বাদ ❌

বুথ জ্যামিং 🏠

ভয় দেখিয়ে বিরোধীদের ভোট বন্ধ 🛑

নামই হয়ে গেল 👉 “বৈজ্ঞানিক রিগিং”

🚛 ২০২২ – উত্তরপ্রদেশে ইভিএম ট্রাক চুরি

নির্বাচনের মাঝেই ট্রাক ভর্তি ইভিএম অদৃশ্য 😲

বিরোধী দলগুলো বলল → “এটা কি নিরাপদ নির্বাচন?”

🩸 ১৯৮৩ – অসমের নেল্লি হত্যাকাণ্ড

ভোটার তালিকায় অবৈধ অভিবাসীদের নাম ✍️

ভয়াবহ সহিংসতা → হাজারো প্রাণহানি 💔

ইতিহাসের এক কালো অধ্যায় ⚫

⚡ ২০২৪–২৫: সাম্প্রতিক অভিযোগ

রাহুল গান্ধীর দাবি 👉 “১ লক্ষেরও বেশি ভুয়া ভোট!”

নকল ভোটার, ফেক ঠিকানা, একই নামে হাজারো ভোটার 🧾

বিরোধীদের স্লোগান → “Vote Chori Band Karo!” 🔊

✨ সারসংক্ষেপ

ভারতে ভোটচুরি মানে শুধু ভোট চুরি নয়—
👉 এটা গণতন্ত্রের প্রতি আঘাত
👉 এটা জনগণের আস্থা নষ্ট করে
👉 আর প্রতিবারই নতুন বিতর্ক, নতুন ক্ষোভ, নতুন সংগ্রাম জন্ম দেয় 🚩 ~ World ~

🌊 শিশুদের বন্যার পানি নিরাপত্তা নিয়ম 🌈1️⃣ বড়দের তত্ত্বাবধানে থাকো!💡 “কখনও একা পানিতে যেও না। বড়রা সঙ্গে থাকলে নিরাপদ!...
17/08/2025

🌊 শিশুদের বন্যার পানি নিরাপত্তা নিয়ম 🌈

1️⃣ বড়দের তত্ত্বাবধানে থাকো!
💡 “কখনও একা পানিতে যেও না। বড়রা সঙ্গে থাকলে নিরাপদ!”

2️⃣ হাত ধোও, সুস্থ থাকো!
🧼 “পানি লাগলে সাবান দিয়ে ভালো করে হাত ধোও। ব্যাকটেরিয়া দূরে!”

3️⃣ নিরাপদ আশ্রয় খুঁজো
🏠 “উচ্চতর স্থানে থাকো, পানি জমা স্থান এড়াও।”

4️⃣ সুরক্ষিত পোশাক পরো
👕🧤👢 “লম্বা হাতা জামা, লং প্যান্ট, বুট আর হাতমোজা পরো।”

5️⃣ নিরাপদ আচরণ শিখো
🛑 “পানিতে একা কখনও যেও না। বড়দের কথা শোনো।”

6️⃣ জরুরি প্রস্তুতি থাকাও
⛑️ “ফার্স্ট এইড কিট হাতে রাখো। জীবনরক্ষা সরঞ্জাম ব্যবহার করো।” World

With Maasranga Television – I'm on a streak! I've been a top fan for 12 months in a row. 🎉🖤 বনি আমিনের চোখে জাতির “আউব্ব...
17/08/2025

With Maasranga Television – I'm on a streak! I've been a top fan for 12 months in a row. 🎉

🖤 বনি আমিনের চোখে জাতির “আউব্বা”! 🖤

⚠️ যখন রক্ষকই ভক্ষক হয়ে যায়, জনগণ তা কখনো মেনে নেয় না।
ইতিহাস বারবার এই সত্য প্রমাণ করেছে।

🚶‍♂️ একজন ভদ্রলোক রাস্তায় হেঁটে যাচ্ছিলেন। হঠাৎ দেখলেন কিছু লোক একটি মেয়েকে ‘DHO’ R করছে।
🛡️ তিনি মেয়েটিকে উদ্ধার করে নিজের বাসায় নিয়ে এলেন।
🌟 আশেপাশের মানুষের চোখে তিনি তখন মহামানব।

⏳ কিন্তু কিছুদিন না যেতেই সেই মহামানবই মেয়েটিকে ধারাবাহিকভাবে ‘DHO’ R করতে শুরু করলেন।
এটাই আমাদের জাতির ইতিহাসের এক বাস্তব ছবি।

🏰 ইতিহাসে বহু রাজা-সম্রাট যুবতী মেয়েদের অপহরণ করে প্রাসাদে নিয়ে গিয়ে নির্যাতন করতেন।
একজন সম্রাট একবার একটি সুন্দরী মেয়েকে দেখে প্রাসাদে নিয়ে গিয়ে ‘DHO’ R করলেন।

👦 মেয়েটির ভাই, সম্রাটের সৈনিক, ধৈর্য ধরে সঠিক সুযোগের অপেক্ষা করলেন।
⚔️ একদিন সম্রাটের পাহারায় সুযোগ বুঝে সম্রাটকে ‘HO’ করলেন।

📜 তারপর ইতিহাস লিখল সম্রাটকে গৌরবময়, আর সৈনিককে খলনায়ক।
💔 ভাইয়ের বোনের প্রতি ভালোবাসা ইতিহাসে কখনো উঠে আসলো না।

❓ প্রশ্ন: আমরা যে ইতিহাস পড়ি, তা কি সবসময় সত্যি? নাকি ক্ষমতাসীনই নিজের পক্ষে মিথ্যা সাজিয়ে দেয়?

📖 আল-কোরআনে বলা আছে —
“নিষ্পাপ জীবনের মূল্য পৃথিবীর সব সম্পদের চেয়ে অনেক বেশি।”

✨ তাই, যে নেতা আপনার কাছে মহান, আমার কাছে সে অপরাধীও হতে পারে। 🌐 World 🌐

21/12/2024

বাংলাদেশের সাধারণ জনগণের চাওয়া, আমরা সবাই চাই। ভারত এর বিপরীত খুজতে হবে।
বিশেষ করে সবজি।

28/09/2024

08/09/2024

হিরো আলম বলেন, আমাকে কান ধরিয়ে উঠ-বস করায়। এরপরে আমাকে। অহ আহ।

08/09/2024

BangladeshVsIndia

ভারতীয় হ্যাকাররা লিখে রেখেছে ‘আমরা প্রতিশোধ নেবোকুড়িগ্রাম জেলার নারী শিক্ষার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কুড়িগ্রাম সরকা...
08/09/2024

ভারতীয় হ্যাকাররা লিখে রেখেছে ‘আমরা প্রতিশোধ নেবো
কুড়িগ্রাম জেলার নারী শিক্ষার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কুড়িগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। এই প্রতিষ্ঠানের নিজস্ব ওয়েবসাইটটি সাইবার হামলার শিকার হয়েছে। ভারতীয় হ্যাকাররা ওয়েবসাইটটি নিয়ন্ত্রণে নিয়েছে। স্কুলটির শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে। পরে স্কুলটির ওয়েবসাইট ব্রাউজ করতে গেলে হ্যাকড হওয়ার সত্যতা পাওয়া গেছে।

শিক্ষক-শিক্ষার্থীরা বলছেন, গণঅভ্যুত্থানের পর বিদ্যালয় খুললে তারা ওয়েবসাইটটি হ্যাকড হওয়ার বিষয়টি জানতে পারেন। ধারণা করা হচ্ছে, কোটা সংস্কার ও সরকার পতনের আন্দোলন চলাকালে ভারতীয় হ্যাকাররা ওয়েবসাইটটির নিয়ন্ত্রণ নিয়ে নেয়। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) পর্যন্ত সাইটটির নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করতে পারেনি স্কুল কর্তৃপক্ষ। কর্তৃপক্ষ জানিয়েছে, স্কুলের শিক্ষার্থীদের জন্য বিভিন্ন ধরনের নির্দেশনা ও নোটিশ এই সাইটে প্রকাশ করা হতো। শিক্ষার্থীরা ওয়েবসাইট থেকেই যাবতীয় তথ্য সংগ্রহ করতো। কিন্তু সাইটটি হ্যাকড হওয়ায় তা আর সম্ভব হচ্ছে না।

স্কুলটির সহকারী শিক্ষক রেমাউল ইসলাম বলেন, স্কুলের নিজস্ব ওয়েবসাইট হ্যাক হওয়ার বিষয়টি আমরা শিক্ষার্থীদের মাধ্যমে জানতে পারি। সাইটটি ডেভেলপ করেছে ‘পি-সফট করপোরেশন’ নামে একটি আইটি প্রতিষ্ঠান। এটির রক্ষণাবেক্ষণও তারাই করে। হ্যাকড হওয়ার বিষয়টি তাদের জানানো হয়েছে। তারা সাইটটি পুনরুদ্ধারের চেষ্টা করছে।

‘প্রায় তিন সপ্তাহ আগে আমরা পি-সফট করপোরেশনকে সাইট উদ্ধারের জন্য জানিয়েছি। কিন্তু এখন পর্যন্ত সাইটটির নিয়ন্ত্রণ পুনঃপ্রতিষ্ঠা করা সম্ভব হয়নি।’ যোগ করেন শিক্ষক রেমাউল।
Bangla Tribune

হোমদেশরংপুর বিভাগ
বাংলাদেশের এক শিক্ষা প্রতিষ্ঠানের ওয়েবসাইট হ্যাক
ভারতীয় হ্যাকাররা লিখে রেখেছে ‘আমরা প্রতিশোধ নেবো’
কুড়িগ্রাম প্রতিনিধি
০৫ সেপ্টেম্বর ২০২৪, ২১:০৪
হ্যাক হওয়া ওয়েবসাইট
হ্যাক হওয়া ওয়েবসাইট

কুড়িগ্রাম জেলার নারী শিক্ষার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কুড়িগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। এই প্রতিষ্ঠানের নিজস্ব ওয়েবসাইটটি সাইবার হামলার শিকার হয়েছে। ভারতীয় হ্যাকাররা ওয়েবসাইটটি নিয়ন্ত্রণে নিয়েছে। স্কুলটির শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে। পরে স্কুলটির ওয়েবসাইট ব্রাউজ করতে গেলে হ্যাকড হওয়ার সত্যতা পাওয়া গেছে।

শিক্ষক-শিক্ষার্থীরা বলছেন, গণঅভ্যুত্থানের পর বিদ্যালয় খুললে তারা ওয়েবসাইটটি হ্যাকড হওয়ার বিষয়টি জানতে পারেন। ধারণা করা হচ্ছে, কোটা সংস্কার ও সরকার পতনের আন্দোলন চলাকালে ভারতীয় হ্যাকাররা ওয়েবসাইটটির নিয়ন্ত্রণ নিয়ে নেয়। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) পর্যন্ত সাইটটির নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করতে পারেনি স্কুল কর্তৃপক্ষ।

কর্তৃপক্ষ জানিয়েছে, স্কুলের শিক্ষার্থীদের জন্য বিভিন্ন ধরনের নির্দেশনা ও নোটিশ এই সাইটে প্রকাশ করা হতো। শিক্ষার্থীরা ওয়েবসাইট থেকেই যাবতীয় তথ্য সংগ্রহ করতো। কিন্তু সাইটটি হ্যাকড হওয়ায় তা আর সম্ভব হচ্ছে না।

স্কুলটির সহকারী শিক্ষক রেমাউল ইসলাম বলেন, স্কুলের নিজস্ব ওয়েবসাইট হ্যাক হওয়ার বিষয়টি আমরা শিক্ষার্থীদের মাধ্যমে জানতে পারি। সাইটটি ডেভেলপ করেছে ‘পি-সফট করপোরেশন’ নামে একটি আইটি প্রতিষ্ঠান। এটির রক্ষণাবেক্ষণও তারাই করে। হ্যাকড হওয়ার বিষয়টি তাদের জানানো হয়েছে। তারা সাইটটি পুনরুদ্ধারের চেষ্টা করছে।

‘প্রায় তিন সপ্তাহ আগে আমরা পি-সফট করপোরেশনকে সাইট উদ্ধারের জন্য জানিয়েছি। কিন্তু এখন পর্যন্ত সাইটটির নিয়ন্ত্রণ পুনঃপ্রতিষ্ঠা করা সম্ভব হয়নি।’ যোগ করেন শিক্ষক রেমাউল।

স্কুলটির ওয়েবসাইট ঠিকানা https://www.kurigramgghs.edu.bd/ - ব্রাউজ করে দেখা গেছে, তাতে লোগো সহ লেখা ‘HACKED BY INDIAN CYBER DAYAN SQUAD’।

শুধু তাই নয়, হ্যাকার গ্রুপটি বাংলাদেশ সরকারকে সতর্ক করে লিখে রেখেছে, ‘হ্যালো প্রিয় সরকার! তোমাদের কিছু লোকজন আমাদের ভারতীয় সাইবার স্পেস স্পর্শ করেছে, আমরা প্রতিশোধ নেবো। আমরা ভারতীয়। আমরা গোটা বিশ্বে নেতৃত্ব দিচ্ছি। ভারতীয়দের ঘাটতে এসো না।’

হ্যাকাররা ওয়েবসাইটটি পুনরুদ্ধার করে নিরাপত্তা হালনাগাদ করার পরামর্শ দিয়েছে। একইসঙ্গে পরে সতর্ক থাকার কথাও জানিয়েছেন তারা।

সাইট‌টি ভারতীয় হ্যাকাররা হ্যাক করেছে নিশ্চিত ক‌রে পি-সফট করপোরেশ‌নের চেয়ারম্যান মোস্তা‌ফিজুর রহমান বলেন, ‘এগু‌লো ভারতীয় হ্যাকার গ্রুপের কাজ। ছাত্র-জনতার আন্দোলন চলাকালে হাজা‌রেরও বেশি সাইটে তারা সাইবার হামলা চালিয়েছে। এর মধ্যে আমা‌দের কোম্পা‌নির প্রায় ৭০টি সাইট হ্যাকড হ‌য়ে‌ছিল। বেশির ভাগ ঠিক করা হ‌য়ে‌ছে। কুড়িগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সাইট‌টি দ্রুত ঠিক করা হবে।’

ভারতীয় হ্যাকার গ্রুপ নিয়মিত বাংলাদেশে সাইবার হামলা চালায় বলেও জানান তিনি।

আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার নির্দেশে দলটির অন্তর্বর্তীকালীন কমিটি গঠন করা হয়েছে— এমন একটি চিঠি ছড়িয়ে পড়েছে ফেসবুক...
07/09/2024

আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার নির্দেশে দলটির অন্তর্বর্তীকালীন কমিটি গঠন করা হয়েছে— এমন একটি চিঠি ছড়িয়ে পড়েছে ফেসবুকে। কি আর করব।

সাক্ষাৎকারের কারণে জাতিসংঘের অধিবেশনের ফাঁকে ড. ইউনূস ও ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে কোনো দ্বিপক্ষীয় বৈঠক ন...
07/09/2024

সাক্ষাৎকারের কারণে জাতিসংঘের অধিবেশনের ফাঁকে ড. ইউনূস ও ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে কোনো দ্বিপক্ষীয় বৈঠক নাও হতে পারে। হুক ভারত এর চামচারা মরোক।

আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশে সবাই ইসলামপন্থী, দলটি ক্ষমতায় থাকলে সংখ্যালঘু হিন্দুরা নিরাপদ থাকবে এবং দেশ স্থিতিশীল থাকবে- এ...
07/09/2024

আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশে সবাই ইসলামপন্থী, দলটি ক্ষমতায় থাকলে সংখ্যালঘু হিন্দুরা নিরাপদ থাকবে এবং দেশ স্থিতিশীল থাকবে- এমন বয়ান থেকে ভারতকে বের হয়ে আসতে বললেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। নিজে বদলান দেশ বদলে যাবে।

Address

Nabinagar Dhaka/Aricha Highway
Savar
1344

Opening Hours

Monday 09:00 - 18:00
Tuesday 05:00 - 19:00
Wednesday 05:00 - 19:00
Thursday 09:00 - 18:00
Friday 06:00 - 17:00
Saturday 09:00 - 19:00
Sunday 09:00 - 18:00

Telephone

+8801812674505

Alerts

Be the first to know and let us send you an email when National Memorial posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to National Memorial:

Share