Ahasan Habib

Ahasan Habib আলহামদুলিল্লাহ,,,

আমাজান জংগল এতটাই বড় যে ৩৮ টা বাংলাদেশ অনায়াসে এই বনের গহীনে সহজেই হা*রিয়ে যাবে!
02/10/2025

আমাজান জংগল এতটাই বড় যে ৩৮ টা বাংলাদেশ অনায়াসে এই বনের গহীনে সহজেই হা*রিয়ে যাবে!

মানুষ প্রয়োজনে নিয়ম বানায় এবং ভাঙ্গে। চা'য়ে মাছি পরলে চা ফেলে দেয়, আর ঘি'য়ে মাছি পরলে মাছি ফেলে দেয়!-বিষয় টা ঘোল...
01/10/2025

মানুষ প্রয়োজনে নিয়ম বানায় এবং ভাঙ্গে। চা'য়ে মাছি পরলে চা ফেলে দেয়, আর ঘি'য়ে মাছি পরলে মাছি ফেলে দেয়!

-বিষয় টা ঘোলাটে

30/09/2025

আচ্ছা আপনার WiFi পাসওয়ার্ড টা কি?
সবচেয়ে ক্রিয়েটিভ কার পাসওয়ার্ড এটা দেখার পালা।

📌যখন একটি হাতিকে নিয়ে এক মহাদেশ থেকে অন্য মহাদেশে জাহাজে ভ্রমণ করতে হয়, তখন তার খাঁচা শিকল বা শক্তিশালী দণ্ড দিয়ে বাঁধ...
30/09/2025

📌যখন একটি হাতিকে নিয়ে এক মহাদেশ থেকে অন্য মহাদেশে জাহাজে ভ্রমণ করতে হয়, তখন তার খাঁচা শিকল বা শক্তিশালী দণ্ড দিয়ে বাঁধা থাকে না। হাতির চারপাশে ছোট ছোট ছানা দিয়ে ভরা থাকে।

এটি শুনতে অবিশ্বাস্য মনে হলেও বাস্তবে এটাই সত্যি। প্রকৃতির এই দৈত্য ছোট প্রাণীগুলোর ক্ষতি করতে ভয় পায় এবং এটি কোনো ছোটখাটো ভয় নয়। পুরো ভ্রমণ জুড়ে, সে স্থির থাকে, যাতে তার চারধারে থাকা ক্ষুদ্র প্রাণীদের মধ্যে একটিও আঘাত না পায়। এভাবে, নিজের অজান্তেই হাতি বিমানের স্থিতিশীলতা বজায় রাখে এবং আমাদের সামনে তার মহৎ চরিত্রের পরিচয় দেয়।

এই মনোভাব দেখে আগ্রহী হয়ে, বিজ্ঞানীরা বিষয়টি আরও গভীরভাবে গবেষণা করার সিদ্ধান্ত নেন। তারা তাদের মস্তিষ্ক বিশ্লেষণ করে একটি আশ্চর্যজনক জিনিস আবিষ্কার করেছেন। ফিউসিফর্ম নিউরন নামে একপ্রকার কোষ, যা খুব কম প্রাণীর দেহেই থাকে, হাতির মধ্যে রয়েছে যার কারণে তারা সহানুভূতি, সংবেদনশীলতা এবং অন্যের ক্ষতি না করার মানসিকতা অনুভব করতে পারে।

এই একই কোষ মানুষের মধ্যেও রয়েছে। কিন্তু আজকাল মানুষ জানেই না সহানুভূতি, সংবেদনশীলতা এবং অন্যের ক্ষতি না করার মানসিকতা কি জিনিস।

😭😭
30/09/2025

😭😭

🤔🤔
30/09/2025

🤔🤔

30/09/2025

প্রযুক্তির অন্যতম আবিস্কার ডিজিটাল হামার।
সময় এবং শ্রম দুইটাই বাচাবে।

স্বামীর ‘কসম’ রাখতে ৬০ বছর ভাত খাননি জাহানারা বেগমস্বামীর দেওয়া একটি ‘কসম’ রাখতে প্রায় ৬০ বছর ধরে ভাত খান না জাহানারা বে...
29/09/2025

স্বামীর ‘কসম’ রাখতে ৬০ বছর ভাত খাননি জাহানারা বেগম

স্বামীর দেওয়া একটি ‘কসম’ রাখতে প্রায় ৬০ বছর ধরে ভাত খান না জাহানারা বেগম নামের এক ৭৫ বছরের বৃদ্ধা। প্রায় অর্ধ শতাব্দীরও বেশি সময় ধরে ভাতের পরিবর্তে রুটি, বিস্কুটসহ অন্যান্য খাবার খেয়ে বেঁচে দিন যাপন করছেন।

দুই সন্তানের মা জাহানারা বেগম ঠাকুরগাঁও সদর উপজেলা গোবিন্দ নগর মুন্সির হাট এলাকার বাসিন্দা। তিনি একই এলাকার হাফিজুর রহমানের স্ত্রী।

এলাকাবাসী ও পরিবার বলছে, মাত্র ১১ বছর বয়সে জাহানারা বেগমের বিয়ে হয় একই এলাকার হাফিজুর রহমানের সঙ্গে। বিয়ের বছরখানেকের মধ্যেই জন্ম নেয় প্রথম সন্তান। দুই বছর পর আরও একজন। দুই সন্তান নিয়ে বেশ সুখে চলছিল তাদের দাম্পত্য জীবন। হঠাৎ একদিন পারিবারিক ক/ল/হ বাঁধে এই দম্পতির। কলহের একপর্যায়ের স্বামী হাফিজুর রা/গা/ন্বি/ত হয়ে তাকে বলেন, ‘তুই যদি আমার বাড়ির ভাত খাস তাহলে তোর দুই সন্তানের মাথা খা/বি’। পরবর্তীতে বিবাদ মিটে গেলেও সেদিনের পর থেকে জাহানারা বেগম আর কখনো ভাত মুখে তোলেননি। ৬ বছর আগে স্বামী হাফিজুর রহমানের বার্ধক্যজনিত কারণে মৃ/ত্যু হয়। তবে স্বামীর প্রতি নেই ক্ষো/ভ, অভিমান।

জাহানরা বেগম বলেন, ‘স্বামীর কসম দেওয়ার পর ভয়ে ছিলাম এই ভেবে যে, ভাত খেলে সন্তানদের যদি বড় কোনো বি/প/দ হয় বা ক্ষতি হয়। ঘটনার ওই দিনের পর থেকে বিস্কুট, চা, রুটি এ সব খেয়ে থাকি। সংসার জীবনে তো অনেক কিছুই হয়। মানুষটার (স্বামী) জন্য এখন খুব কষ্ট হয়। আমাকে একা রেখে চলে গেল!’

জাহানারা বেগমের বড় ছেলে সিদ্দিকুল ইসলাম বলেন, ‘পরিবারের সবাই অনেক চেষ্টা করেও মাকে ভাত খাওয়াতে পারিনি। বাসায় বিভিন্ন সময় অনুষ্ঠানে আয়োজন হয়, সেখানে মাকে ছাড়া খেতে কষ্ট হয়।’

প্রতিবেশী অজিফা বেগম বলেন, ‘ওই ঘটনার পর তার স্বামীসহ আমরা অনেক চেষ্টা করেও তাঁকে খাওয়াতে পারিনি। তাঁর বিশ্বাস সে যদি ভাত খায় তাহলে তাঁর সন্তান ও তার নিজের ক্ষতি হতে পারে। এ কারণে সে আর কোনো দিন ভাত খাননি।

এমন মানুষ আছে জীবনে প্রথম দেখলাম তাই এই গল্পটি শেয়ার করলাম

⚡বাঙালির বিয়েবাড়িতে যে  ঘটনাগুলো ঘটবেই:১. বরযাত্রা শুরু হবে, এসময় দেখা যাবে গুরুত্বপূর্ণ কেউ উপস্থিত নেই। খুঁজতে গেলে জা...
29/09/2025

⚡বাঙালির বিয়েবাড়িতে যে ঘটনাগুলো ঘটবেই:

১. বরযাত্রা শুরু হবে, এসময় দেখা যাবে গুরুত্বপূর্ণ কেউ উপস্থিত নেই। খুঁজতে গেলে জানা যাবে তিনি শেভ করতে সেলুনে নয়তো জুতা পালিশ করতে গেছেন।

২. যথাযথভাবে আমন্ত্রণ করা হয়নি এই অভিযোগে কিছু আত্মীয়স্বজন অনুষ্ঠান বর্জন করবে।

৩. বর বা কনের চাচা এবং মামা পক্ষের মধ্যে একটা রেষারেষি থাকবেই। বিয়েতে কোন পক্ষের কর্তৃত্ব বেশি হবে সেটা নিয়ে অঘোষিত প্রতিযোগিতা চলবে।

৪. গুরুত্বপূর্ণ সময়ে বর বা কনের দুলাভাই টাইপের কেউ অভিমান করবে। তার মান ভাঙাতে অন্য মুরুব্বিরা অক্লান্ত পরিশ্রম করে যাবে।

৫. কনের বাড়িতে গেট দিয়ে ঢোকার সময় টাকা দেয়া নিয়ে ব্যাপক দেনদরবার হবেই। কখনও কখনও এটা মারামারির পর্যায়ে চলে যাবে। মেয়েরা একগ্লাস চিনি ছাড়া শরবত দিয়ে ৫ হাজার টাকা দাবি করে বসবে।

৬. বরযাত্রীরা কখনই যথাসময়ে কনের বাড়ি পৌঁছাতে পারবে না এবং নির্দিষ্ট সংখ্যার চেয়ে বরযাত্রী বেশি হবেই। এটা নিয়ে তাদেরকে কনে পক্ষের খোঁটাও হজম করতে হবে।

৭. পাত্র পক্ষের দেয়া শাড়ি কিংবা গহনার মান নিয়ে দুই পক্ষের তর্কবিতর্ক হবে। এক্ষেত্রে সাধারণত কনের খালা/ফুফুরা বেশি ভূমিকা পালন করে।

৮. মেয়ের বাবা কর্তৃক ছেলের যোগ্যতা অনুযায়ী "খুশি করে দেয়া" (যৌতুক নয় কিন্তু) নিয়েও বাদানুবাদ হবে।

৯. খাবার নিয়ে একটা ঝামেলা হবে, অনেক সময় অতিরিক্ত মেহমানের কারণে কোনো একটা নির্দিষ্ট আইটেমের শর্ট পড়বে, আর সেটা নিয়ে তুলকালাম বেধে উঠবে। অনেকেই খাসির মাংস খায় না অজুহাত দেখিয়ে মুরগির রোস্ট ডাবল নেওয়ার চেষ্টা করবে। পরে আবার খাসির মাংসের আইটেমটাও নেবে।

১০. কোনো তরুণীকে বিরক্ত করাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে শোরগোল এবং উত্তপ্ত বাক্যবিনিময় হবে।

১১. বর বা কনে যতই সুন্দর হোক না কেন দাওয়াতে আসা কিছু মানুষ খুঁত খুঁজে বের করবেই।

১২. নতুন বউয়ের দোষ প্রথম খুঁজে পাবে বউ দেখতে আসা পাশের বাড়ির মহিলারা। এটা গ্রামে চাউর হবেও তাদের মাধ্যমে। খাবারের মান নিয়েও এরা প্রশ্ন তুলবে।

১৩. বরের জুতা চুরির ঘটনা ঘটবে, আর তা জিম্মি করে নিরীহ গোবেচারা বরের কাছ থেকে টাকাও বাগিয়ে নেওয়া হবে।

১৪. রঙ দিয়ে একে অপরকে রাঙানোর নামে হালকা মল্লযু'দ্ধ তুমুল হট্টগোলে রূপ নেবে।

সব শেষে সবাই সবাইকে বলবে, কিছু মনে করবে না ভাই, বিয়েশাদীতে এরকম টুকটাক হয়েই থাকে। আমরা আমরাই তো। এটাই বাস্তব।

🤣🤣
28/09/2025

🤣🤣

আসেন অংক করি,,,,
28/09/2025

আসেন অংক করি,,,,

আমার সাথেই এমনটা হয়🤣🤣🤣
27/09/2025

আমার সাথেই এমনটা হয়🤣🤣🤣

Address

Dhaka
Savar
1340

Telephone

+8801912315126

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ahasan Habib posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share