Gonoray24.com

Gonoray24.com www.gonoray24.com
সম্ভাবনার পথ দেখায়

05/12/2025

শুরু হয়েছে সাভারের ঐতিহ্যবাহী পঞ্চবটি আশ্রম মেলা।

সংবাদ প্রতিবেদনঢাকা জেলার ডিবি (উত্তর) এর বিশেষ অভিযানে আশুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে।শনিবার...
30/11/2025

সংবাদ প্রতিবেদন

ঢাকা জেলার ডিবি (উত্তর) এর বিশেষ অভিযানে আশুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে।
শনিবার (৩০ নভেম্বর ২০২৫) সকাল ৭টা ৪০ মিনিটে ঢাকা জেলা পুলিশ সুপার জনাব মোঃ আনিসুজ্জামান (পিপিএম) মহোদয়ের নির্দেশনায় এ অভিযান পরিচালনা করা হয়।

ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন এর নেতৃত্বে এসআই (নিঃ) কাজী কামাল মিয়া ও সংগীয় ফোর্স আশুলিয়া থানাধীন মধ্য গাজিরচট এলাকায় মাদকবিরোধী এ অভিযানে অংশ নেন।

গ্রেফতারকৃত আসামি

১. মোঃ সরাফত আলী (৫০)
পিতা: মৃত হযরত আলী
মাতা: জাহারা খাতুন
ঠিকানা: মধ্য গাজীরচট (খন্দকার মসজিদ গলি), থানা–আশুলিয়া, জেলা–ঢাকা।

২. মনির হোসেন (৩০)
পিতা: মৃত মোবারক হোসেন
মাতা: মর্জিনা বেগম
স্থায়ী ঠিকানা: মসনি, থানা–কচুয়া, জেলা–বাগেরহাট
বর্তমান ঠিকানা: মধ্য গাজিরচট (জাহাঙ্গীরের বাড়ির ভাড়াটিয়া), থানা–আশুলিয়া, জেলা–ঢাকা।

অভিযানের সময় তাদের কাছ থেকে ১০০ (একশত) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

ডিবি কর্মকর্তারা জানিয়েছেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আশুলিয়া থানায় নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া চলছে।

ঢাকা জেলা পুলিশের চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়েছে বলে জানা গেছে।

ঢাকা জেলা ডিবি (উত্তর) কর্তৃক ২০০ পিস ইয়াবাসহ একজন মাদক ব্যবসায়ী গ্রেফতারঢাকা জেলার ডিবি (উত্তর) একটি বিশেষ অভিযান চালিয়...
30/11/2025

ঢাকা জেলা ডিবি (উত্তর) কর্তৃক ২০০ পিস ইয়াবাসহ একজন মাদক ব্যবসায়ী গ্রেফতার

ঢাকা জেলার ডিবি (উত্তর) একটি বিশেষ অভিযান চালিয়ে ২০০ (দুইশত) পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। শনিবার (৩০ নভেম্বর ২০২৫) সকাল ৬টা ১০ মিনিটে আশুলিয়া থানার শান্তিনগর এলাকা থেকে তাকে আটক করা হয়।

ঢাকা জেলা পুলিশের অভিভাবক জনাব মোঃ আনিসুজ্জামান (পিপিএম), পুলিশ সুপার, ঢাকা এর দিকনির্দেশনায় অভিযানটি পরিচালিত হয়। অভিযান পরিচালনা করেন ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন। তার নেতৃত্বে এসআই (নিঃ) কাজী কামাল মিয়া ও অন্যান্য সঙ্গীয় অফিসার ও ফোর্স অংশগ্রহণ করেন।

গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ দুলাল শেখ (৩৫)। তিনি খুলনার সোনাডাঙ্গা থানার বৌ-বাজার এলাকার বাসিন্দা। বর্তমানে তিনি আশুলিয়ার চাড়ালপাড়া এলাকায় হুমায়ুন সাহেবের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।

অভিযান চলাকালে তার কাছ থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় আশুলিয়া থানায় নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া চলছে বলে ডিবি পুলিশ জানায়।

মাদকবিরোধী এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।

খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে সর্বশেষ আপডেটস্টাফ রিপোর্টার:বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগ...
29/11/2025

খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে সর্বশেষ আপডেট

স্টাফ রিপোর্টার:
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বর্তমানে গুরুতর অসুস্থ অবস্থায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন। তাঁর শারীরিক অবস্থা সংকটাপন্ন হওয়ায় দেশ-বিদেশের বিশেষজ্ঞ চিকিৎসক দল সার্বক্ষণিক পর্যবেক্ষণে চিকিৎসা দিচ্ছেন।

পরিবারের সূত্রে জানা গেছে, বেগম জিয়ার রোগমুক্তির জন্য দল-মত–নির্বিশেষে সবাই দোয়া করছেন। মাননীয় প্রধান উপদেষ্টা তাঁর দ্রুত আরোগ্য কামনার পাশাপাশি চিকিৎসার সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছেন।

চিকিৎসাসেবায় নিয়োজিত দেশি-বিদেশি বিশেষজ্ঞরা জানিয়েছেন, তাঁরা সর্বোচ্চ সতর্কতা ও আন্তরিকতার সঙ্গে বেগম জিয়ার চিকিৎসা পরিচালনা করছেন। এদিকে, বন্ধুপ্রতীম একাধিক রাষ্ট্র থেকেও উন্নত চিকিৎসা নিশ্চিত করতে সহায়তার আগ্রহ প্রকাশ করা হয়েছে।

জিয়া পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, “মহানুভবতার সঙ্গে খালেদা জিয়ার জন্য যে ভালোবাসা, দোয়া ও সমর্থন দেশজুড়ে প্রবাহিত হয়েছে, তার জন্য আমরা গভীরভাবে কৃতজ্ঞ। তাঁর সুস্থতার জন্য সবাইকে দোয়া অব্যাহত রাখার অনুরোধ করছি।”

পরিবারের পক্ষ থেকে আরও জানানো হয়, রাজনৈতিক পরিস্থিতির কারণে নিকটাত্মীয়দের অনেক ইচ্ছাই বাস্তবায়ন সম্ভব হচ্ছে না। এ প্রসঙ্গে এক আবেগঘন বার্তায় পরিবারের সদস্য বলেন,
“মায়ের কাছে যাওয়ার আকাঙ্ক্ষা যেমন সকল সন্তানের থাকে, তেমনটিই আমারও আছে। কিন্তু পরিস্থিতির কারণে সব সিদ্ধান্ত আমার হাতে নেই। রাজনৈতিক বাস্তবতা অনুকূলে এলেই দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটবে বলে আমরা আশাবাদী।”

দেশের রাজনৈতিক অঙ্গনে ও সাধারণ মানুষের মধ্যে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে চরম উদ্বেগ বিরাজ করছে।

কখনও কখনও জীবনের সবচেয়ে বড় ক্লাসরুম হয় প্রকৃতি…আর সবচেয়ে গভীর শিক্ষাটা দেয় এমন একটি নিঃশব্দ বিকেল, যেখানে কেবল একটা পুরো...
29/11/2025

কখনও কখনও জীবনের সবচেয়ে বড় ক্লাসরুম হয় প্রকৃতি…
আর সবচেয়ে গভীর শিক্ষাটা দেয় এমন একটি নিঃশব্দ বিকেল, যেখানে কেবল একটা পুরোনো গাছ, নরম রোদ আর নিজের সাথে নিজের দেখা।

এই বিশাল বটগাছটা হয়তো শত বছর ধরে দাঁড়িয়ে আছে।
সে কারো সাথে ঝগড়া করে না।
কোন দলীয় রাজনীতি করে না।
এই প্রকৃতি থেকে কোন প্রকার প্রতিদান চায় না।
শুধু ছায়া দেয়, আশ্রয় দেয়, অবলম্বন দেয়।

বিস্ময়কর হলো—
আমরা মানুষ হয়েও, এত উন্নত হয়েও,
একটা গাছের মতো উদার হতে পারি না!

গাছটি জানে—
মৌসুম বদলাবে, পাতা ঝরবে, আবার আসবে।
মানুষের জীবনেও ঠিক তাই—
সমস্যা আসবে, কষ্ট আসবে, মানুষ বদলাবে।
কিন্তু যে নিজের ভিত্তি মজবুত করে নিজেকে গড়ে তুলতে পারবে—
এই সমাজের ঝড় তাকে কখনো উড়িয়ে নিতে পারবে না।

ছবির রাস্তা ধরে অনেকেই এসেছে, আবার গেছে।
জীবনও এমন—
কেউ আসবে তোমার গল্পে,
কেউ হঠাৎ হারিয়ে যাবে…
কিন্তু গুরুত্বপূর্ণ হলো তুমি কোন পথে হাঁটছো,
আর তোমার ভিতরের শক্তিটা কতটা গভীর।

প্রকৃতি আজও শেখায়, অহংকার নয়,
সহনশীলতাই মানুষকে বড় করে।
চিৎকার নয়, শান্তিই আসল শক্তি।
দ্রুত দৌড় নয়, ধীর স্থির পথ চলাই সফলতার গল্প তৈরি করে।

এই নীরব বিকেল, এই গাছ, এই পথ—
সবাই মিলে যেন বলে—
“তুমি থেমো না।
যতই ঝড় আসুক,
নিজেকে ধরে রাখার শক্তিটাই আসল।”
#জীবনের_পাঠ #প্রকৃতির_শিক্ষা
#একাকিত্বের_গভীরতা
#জীবনের_রাস্তা
#নিজেকে_খুঁজে_ফেরার_যাত্রা
#নীরব_বিকেল #স্বপ্নের_পথচলা
#মনের_শান্তি #প্রকৃতির_রঙ
#গাছের_গল্প #জীবনদর্শন
#শান্তির_ছায়া #শিক্ষামূলক_স্ট্যাটাস
#তোমার_নিজের_সময় #মননশীলতা

পরগাছা কখনোই গাছের বন্ধু নয়। চুপিচুপি বেড়ে উঠে ফসলের রস, আলো আর শক্তি চুরি করে নেয়। যাকে আপনি যত্ন করে বড় করেন, সেই ...
27/11/2025

পরগাছা কখনোই গাছের বন্ধু নয়। চুপিচুপি বেড়ে উঠে ফসলের রস, আলো আর শক্তি চুরি করে নেয়। যাকে আপনি যত্ন করে বড় করেন, সেই গাছটাকেই নিঃশেষ করে ফেলে। জীবনে মানুষের ভিড়েও ঠিক এমন অনেক ‘পরগাছা’ থাকে—যারা মুখে ভালোবাসা দেখিয়ে ভেতরে ভেতরে আপনার শক্তি কেড়ে নেয়, স্বপ্ন শুকিয়ে দেয়।
সময়মতো চিনে ফেলতে পারলে গাছও বাঁচে, জীবনও বাঁচে।
নিজেকে রক্ষা করুন, নিজের শক্তি ধরে রাখুন। আপনার চারপাশে থাকা পরগাছাদের দূরে রাখুন।”
#পরগাছা #পরগাছার_ক্ষতি #জীবনের_পরগাছা #নিজেকে_রক্ষা_করুন #নেগেটিভ_মানুষ_এড়িয়ে_চলুন ্ষা #গাছের_যত্ন #লাইফস্ট্যাটাস #বাংলা_স্ট্যাটাস #অনুপ্রেরণা

Address

Bank Colony
Savar
1340

Alerts

Be the first to know and let us send you an email when Gonoray24.com posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Gonoray24.com:

Share

গণরায়

গণরায় পরিবার