03/08/2025
আমাকে ভুলে যেয়ো তুমি; যেমন করে আমি ভুলে যেতাম তোমার দেওয়া সকল ব্যথা। যেমন করে আমি ভুলে যেতাম, আমিও র`ক্তে-মাংসে গড়া একজন মানুষ।
আমাকে ভুলে যেয়ো তুমি; যেমন করে আমি ভুলে যেতাম প্রচণ্ড বুক ব্যথায় নিশ্বাস থেমে আসার যন্ত্রণা, যে যন্ত্রণা ছিলো তোমার হাসির কাছে ভিষণ তুচ্ছ আর সামান্য।