Call Of Life

Call Of Life আস্সালামুআলাইকুম ওরাহ্ মাতুল্লাহি ওবারাকাতুহ্

13/06/2023

মাত্র এক ঘন্টার ঘোষণায় গতকাল এভাবেই ৬৪ জেলায় লক্ষ লক্ষ মানুষ রাজপথে নেমেছে মুফতী ফয়জুল করিম সাহব'কে হামলার প্রতিবাদে

বিএনপি-জামাত-লীগ দের অতীত এবং বর্তমান স্বৈরাশাসন থেকে এদেশের মানুষ আদর্শিক পরিবর্তন চায় ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মাধ্যমে ❤️

নো জামাতলীগ ❌
নো বিএনপি❌
ইসলাম ইজ দ্যা বেষ্ট ❤️✔️

13/06/2023

আমরা কেন নির্বাচনে গেলাম?
এডভোকেট মনির হোসাইন - Adv Monir Hossain

যাদের রাজনৈতিক নূন্যতম জ্ঞানবিদ্যা আছে তারাও বুঝে আমাদের নির্বাচনে যাওয়া এবং বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে বাকি দুই সিটির নির্বাচন বর্জন অত্যন্ত চমকপ্রদ সিদ্ধান্ত। তবু্ও আমাদের কিছু হিংসুটে ভাইরা এমন প্রশ্ন তোলায় স্পষ্ট জবাব দিচ্ছি।

(১) আমরা নির্বাচনে যাওয়ার আগে স্পষ্ট করেই বলেছি এই নির্বাচন স্থানীয় নির্বাচন। আমরা এখানে অংশগ্রহণ করেছি আন্দোলনের অংশ হিসেবেই।এবং আমরা সিইসিকে বলেছি এই অংশগ্রহণ তাদের পরিক্ষা করার অংশ।আমরা স্পষ্ট বলেছি এই ফ্যাসিস্ট সরকারের অধীনে আমরা জাতীয় নির্বাচনে যাবো না।

(২)আমরা নির্বাচনের প্রতিটি সভা,পথসভা সহ সব যায়গায় আওয়ামী লীগের জুলুম,চাঁদাবাজী,সন্ত্রাসী, দুর্নীতি নিয়ে সাধারণ মানুষকে বার্তা দিয়েছি।তাদেরকে ঐকবদ্ধ করে ভোটের মাধ্যমে জবাব দেওয়ার আহবান করেছি।যা ছিল নির্বাচনে অংশগ্রহণ করে সরকারের অপকর্মের বিরুদ্ধে জনগণকে ঐকবদ্ধ করা।এটাই আমাদের আন্দোলনের অংশ।

(৩)আমরা নির্বাচনে অংশগ্রহণ করে আমাদের নেতাকর্মীদের মাঠে ময়দানে প্রশিক্ষণ দিয়েছি,তাদেরকে জনগণের সাথে মিলেমিশে আগামীর দেশ বিনির্মাণ করার বার্তা দিতে বলেছি।আমরা এককভাবে কাউকে গোল দিতে সুযোগ দেইনি।তাদের সামনে শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে উপস্থিত হয়েছি।তাদের ঘুম হারাম করেছি।নিজেদের সামনের আন্দোলন সংগ্রামের জন্য সুসংগঠিত করেছি।যা আমাদের দলীয় নিজস্ব স্বকীয়তা বজায় রেখে আমরা মেরুদণ্ডহীন নই প্রমাণ রাখে।

(৪)আমরা নির্বাচনে অংশগ্রহণ করার মাধ্যমে নির্লজ্জ সিইসির চেহারা বিশ্ব দরবারে আবারো স্পষ্ট করেছি।আমরা ঘরে বসে না থেকে ভোটচোরদের রুখে দেওয়ার লড়াই করেছি।আমরা রক্ত দিয়ে জনগণের ভোটাধিকার আদায় করতে জনগণের সাথে থেকেছি।আজ নির্লজ্জ সরকার ও সিইসি বলতে পারবে না যে'তাদের অধীনে কোন সুষ্ঠু ভোট হতে পারে।এই নির্লজ্জ বেহায়া সিইসি সুষ্ঠু দাবি করলেও আমরা বিশ্ব দরবারে তাদের নির্লজ্জ চেহারা প্রকাশ করে দিয়েছি।যা তারা সামনেই হাড়েহাড়ে টের পাবে।ইনশাআল্লাহ।

আমাদের এমন সুশৃঙ্খল সাংগঠনিক পলিসি হওয়ার পরও আপনার এমন প্রশ্ন বিদ্বেষ ছাড়া কিছুই না।

(৫) অথচ! যারা ফেসবুকে হায় হুতাশ করে।ফেসবুকে এসে গরম বক্তব্য দেয়।তাদের সরকারের বিরুদ্ধে ভূমিকা কি?তারা এখনো জনগণকে ঐকবদ্ধ করে এই ফ্যাসিবাদ পতনের কোন রূপরেখা দিয়েছে?নাকি তাদের ঈদ এখনো শেষ হয়নি?নাকি আমরা বুঝে নিবো তারা জনগণের ম্যান্ডেট চায় না।তারা বিদেশী প্রভুদের ইশারায় ক্ষমতায় গিয়ে সাম্রাজ্যবাদীদের কাছে দেশ বিক্রির পায়তারা করছে?তারা নির্বাচন বর্জন করে জনগণের কাছে কোন স্পষ্ট বার্তা দিয়েছে?জনগণের ঘাড় থেকে এই জগদ্দল পাথর নামানোর কি উদ্যোগ তারা নিয়েছে?উত্তর খুজলে দেখবেন কিছুই না।সুযোগসন্ধানীরা আবারো ইসলামপন্থীদের রক্তের উপর অথবা বিদেশী প্রভুদের মদদ পেয়ে ক্ষমতা যেতে মরিয়া।

(৬) যারা আমাদের এতোদিন দালাল বলেছেন।যারা বলেছেন আমাদের মেয়র এমনিই বানিয়ে দিবে।যারা বলেছেন আমাদের আঁতাত হয়েছে।আজ দলের সর্বোচ্চ জনপ্রিয় ব্যাক্তির রক্ত ঝরিয়ে প্রমান করতে হয়েছে ইসলামী আন্দোলনের ইতিহাস দালালীর ইতিহাস না।এই ইতিহাস মনে রাখবেন।আমরা কাউকে কটাক্ষ করবো না।উলটো দালাল বলবো না।শুধু রবের দরবারে ফরিয়াদ যারা আমাদের মিথ্যা তোহমত দিয়েছে তাদের কপালে দালালীর মোহর না মেরে দুনিয়া থেকে তাদের নিওনা রব।

(*) সর্বশেষ আকুল আবেদন। আমরা একে অপরকে ঘায়েল করা বন্ধ করি।আমাদের দূরত্ব ওদের ক্ষমতার স্থায়িত্ব বৃদ্ধি করবে।আজ যদি আমরা বাচার জন্য লড়াই করি ঐকবদ্ধ ভাবে কেউ মরবো না।আর যদি বেচে থাকার জন্য বিচ্ছিন্ন হই কেউ বাঁচবো না।
আসুন ঐক্যবদ্ধভাবে এই ফ্যাসিবাদের পতন পর্যন্ত লড়াই চালিয়ে যাই।

ইসলামী আন্দোলন বাংলাদেশ কে ঠেকাতে জামাতলীগ সহ বিএনপি নাস্তিক সব এক জোট অতীতের ন্যায়।
10/06/2023

ইসলামী আন্দোলন বাংলাদেশ কে ঠেকাতে জামাতলীগ সহ বিএনপি নাস্তিক সব এক জোট অতীতের ন্যায়।

10/06/2023

দেশব্যাপী এত সুনামধন্য হয়েও কেন মেয়র হতে চান মুফতী ফয়জুল করিম

10/06/2023

ইসলামী আন্দোলন বাংলাদেশের মেয়র প্রার্থী মুফতী ফয়জুল করীমের শেষ দিনের গণসংযোগ চলছে ❤️

#হাতপাখা
#ইসলামীআন্দোলন

10/06/2023

হাত পাখায় ভোট দিলে পাবে নবী করীম (সাঃ) | মুফতী ফয়জুল করীমের জবাব 🔥❤️

10/06/2023

জামাতে ম‌ওদুদীবাদ কর্তৃক ৩ কোটি টাকার অপপ্রচারে মুফতী ফয়জুল করিমের জবাব ❤️

10/06/2023

এডভোকেট হাফেজ মাহমুদুল হাসান ভাইয়ের অক্লান্ত গণসংযোগ চলছে সিলেটের অলিতে গলিতে

ইনসাফের অবগাহন!ইসলামী আন্দোলনের সমালোচকদের বেশিরভাগই ইসলামী আন্দোলনের সাংগঠনিক পলিসি সম্পর্কে অবগত নয়। যার কারণে প্রায়ই ...
07/06/2023

ইনসাফের অবগাহন!

ইসলামী আন্দোলনের সমালোচকদের বেশিরভাগই ইসলামী আন্দোলনের সাংগঠনিক পলিসি সম্পর্কে অবগত নয়। যার কারণে প্রায়ই ইসলামী আন্দোলনের সাংগঠনিক সিদ্ধান্ত নিয়ে তারা আপত্তি তোলে। শুধু সাংগঠনিক সিদ্ধান্তে অখুশি হয়েই চরমোনাই সংশ্লিষ্ট ব্যক্তিবর্গকেও একহাত নিয়ে থাকে। তবে সমালোচকদের একটা অংশ জেনে-বুঝে ইচ্ছে করেই চরমোনাই পন্থীদের নিশানা বানিয়ে ছাড়ে নিজেদের হীন স্বার্থ চরিতার্থ করতে। চলমান সিটি নির্বাচনে অংশ নেয়ায় সমালোচকরা যেন খোলস ছেড়ে বেরিয়েছে। অপপ্রচারের সাথে সাথে অপবাদের বহুবচন রপ্তানি করছে চেষ্টার সর্বোচ্চ ঢেলে দিয়ে। যদিও এখন পর্যন্ত আলোর মুখ দেখেনি সমালোচকরা, দেখবেও না।

চরমোনাই পন্থীরা যখন সিটি নির্বাচনে মাশগুল তখন সময়টাকে দারুণ ভাবে কাজে লাগাতে চাইছে সমালোচকরা। আসলে ইসলামী আন্দোলন দল হিসেবে নির্বাচনমুখী দল। নির্বাচনে অংশগ্রহণ করছে নিজেদেরকে ঝালিয়ে নিতে। যেহেতু সামনে জাতীয় সংসদ নির্বাচন। তবে দেশের বৃহৎ স্বার্থে ২০১৪ সালের জাতীয় সংসদ নির্বাচন বিএনপির মতোই বয়কট করছে ইসলামী আন্দোলন। সিটি নির্বাচনে অংশগ্রহণ যেমন সংগঠনের স্বার্থে, তেমনি বিগত জাতীয় সংসদ নির্বাচন বয়কটও দেশের স্বার্থে। ইসলামী আন্দোলন নির্বাচনে অংশগ্রহণে করার মাধ্যমে কারা বেজার হলো, কারা খুশি হলো এসব মোটেও আমলে নেয় না চরমোনাই পন্থীরা। তারা তাদের সংগঠনের ভালো ভালো-মন্দ নিয়ে ভাবে।

ইসলামী আন্দোলন সিটি নির্বাচনে অংশ নেয়া জরুরি মনে করছে। কারণ: সংগঠনের পরিচয় ও আগামী নির্বাচনে অংশগ্রহণের আগে নিজেদেরকে মেলে ধরা জরুরি। আওয়ামী ও বিএনপি জোটের বাইরে থাকা রাজনৈতিক দল হিসেবে সবাই সুযোগ কাজে লাগাতে চাইবে। ইসলামী আন্দোলনের স্থলে অন্য ইসলাম পন্থীরা হলেও একই সিদ্ধান্ত নিয়ে সিটি নির্বাচনে অংশ নিতো। অতএব অপপ্রচার না চালিয়ে, অপবাদ রপ্তানি না করে পারলে ইসলামী আন্দোলন কে বুঝার চেষ্টা করুন। সিটি নির্বাচনে ইসলামী আন্দোলনের পাশে থাকুন, না হয় পাশে রাখুন। একটি রাজনৈতিক দলের সাংগঠনিক সিদ্ধান্ত সম্পর্কে অবগত না থাকা আপনার ব্যর্থতা। ব্যর্থ সমালোচক সবযুগেই নিন্দিত। আপনি নিন্দিত নয়; নন্দিত হোন!

ও আখির দা'ওয়ানা আনিল হামদু লিল্লাহি রব্বিল আ'লামীন!

©️®️

06/06/2023

সিলেটের অলিতে গলিতে পৌঁছে যাচ্ছে এডভোকেট হাফেজ মাহমুদুল হাসান ভাইয়ের সমর্থনে হাত-পাখার গণসংযোগ ❤️

এভাবেই সর্বমহলে জনপ্রিয় হয়ে উঠেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ ❤️❤️❤️আসন্ন বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলন ব...
06/06/2023

এভাবেই সর্বমহলে জনপ্রিয় হয়ে উঠেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ ❤️❤️❤️

আসন্ন বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মেয়র পদপ্রার্থী মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শায়খে চরমোনাই-এর পক্ষে নির্বাচনী প্রচারণায় বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি দল।
নির্বাচনী প্রচারণায় প্রতিনিধি দলে ছিলেন,পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর সাবেক ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডক্টর লতিফ মাসুম স্যার।
ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন।
জাতীয় শিক্ষক ফোরামের কেন্দ্রীয় সভাপতি প্রফেসর মোঃ নাসির উদ্দিন, বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জনাব মনিরুল ইসলাম, জাতীয় শিক্ষক ফোরাম বরিশাল জেলা সভাপতি অধ্যাপক লোকমান হাকীম।

©️®️

Call Of Life

Address

Senbag

Website

Alerts

Be the first to know and let us send you an email when Call Of Life posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share