
02/07/2025
বর্ষায় রাস্তার দুরাবস্থায় সাংবাদিকের মানবিক উদ্যোগ – ইট উপহার দিলেন হাজি আবু তাহের কোম্পানী
– টানা বৃষ্টিতে বাড়ির রাস্তার বেহাল অবস্থার খবর পেয়ে সাংবাদিক অরুপের উদ্যোগে স্থানীয় পথচলাদের দুর্ভোগ লাঘবে এগিয়ে এলেন ৮ নম্বর বিজবাগ ইউনিয়ন বিএনপির সভাপতি হাজি আবু তাহের কোম্পানী। রাস্তা সংস্কারের জন্য তিনি ব্যক্তিগত উদ্যোগে ইট উপহার দিয়েছেন।
বর্ষাকালে গ্রামের অনেক রাস্তা কাদায় পরিণত হয়, যা চলাচলের অনুপযোগী হয়ে ওঠে। এই পরিস্থিতি নজরে এনে সাংবাদিক অরুপ সামাজিক দায়বদ্ধতা থেকে বিষয়টি প্রকাশ্যে আনেন। তার ডাকে সাড়া দিয়ে হাজি আবু তাহের কোম্পানী তাৎক্ষণিকভাবে রাস্তা মেরামতের জন্য ইট সরবরাহ করেন।
স্থানীয় জনগণ তার এই মহৎ উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং এমন মানবিক সহায়তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন