꧁𝑻𝒂𝒏𝒋𝒖𝒎𝒂𝒃𝒐𝒕𝒊 ꧂

꧁𝑻𝒂𝒏𝒋𝒖𝒎𝒂𝒃𝒐𝒕𝒊 ꧂ Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from ꧁𝑻𝒂𝒏𝒋𝒖𝒎𝒂𝒃𝒐𝒕𝒊 ꧂, Digital creator, Senbag.

31/03/2025

🌙ঈদ মোবারক🌙

তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম!😊

28/11/2023

সবাই মনে করে আমি কিপ্টা🥹🥹
আসলে আমি সব টাকা শেষ করে দেওলিয়া হয়ে বসে থাকি 🫤

27/11/2023

কঠোর পরিশ্রম ও ধৈর্য আপনাকে আপনার গন্তব্যে পৌঁছাবে।

27/11/2023

আমি একজন ফ্রিল্যান্সার হিসাবে আপনাদেরকে বলবো।
আপনি যদি একজন প্রফেশনাল ফ্রিল্যান্সার হতে চান। তাহলে অবশ্যই আপনাকে দক্ষতা অর্জন করতে হবে। দক্ষতা ছাড়া আপনি কখনোই ফ্রিল্যান্সার হতে পারবেন না। দক্ষতা অর্জন করতে হলে অবশ্যই আপনাকে কোনো না কোনো ইনস্টিটিউটে ভর্তি হতে হবে।এ জন্য বসে বসে সময় নষ্ট না করে, দেখেশুনে এক ইনস্টিটিউটে ভর্তি হয়ে যান। ইনশাল্লাহ কাজে আসবে।

Digital creator

26/11/2023

PSC তে ভালো রেজাল্ট করা ছেলেটি পরে বুঝতে পারলো হুদায় এটা কিছুই ছিলনা আনুষ্ঠানিকতা মাত্র!

JSC তে ভালো রেজাল্ট করা ছেলেটি জানতে পারলো, JSC রেজাল্ট নাম মাত্র, সত্যিকারের খেলা হবে SSC তে!

SSC তে ভালো রেজাল্ট করা ছেলেটি জানতে পারলো, মূল খেলা নাকি HSC তে হয়!

এদিকে HSC চলমান পরীক্ষা দেয়া ছেলেটা জানে, মূল খেলা হয় Admission এ!

ওই দিকে সদ্য গ্র্যাজুয়েশন কমপ্লিট করা ছেলেটি জানে, মূল খেলা তো সবেমাত্র শুরু...

সফল ক্যারিয়ার শেষে সদ্য অবসরে গিয়ে লোকটি জানে, “এ জীবন কিছুই না, মৃত্যুর পরের জীবনই আসল জীবন!”

তুমি যা-ই হারাও না কেন, বিকল্প খুঁজে পাবে। কিন্তু আল্লাহকে হারালে কে হবে তাঁর সমান!

সুতরাং, এই রেজাল্টের জন্য জীবনের ক্ষতি করো না!

কালেক্টড!

23/11/2023

নারীরাও আজ পিছিয়ে নেই, নারীদের জন্য সবচেয়ে সহজ, সুন্দর ও নিরাপদ কাজ হলো ফ্রিল্যান্সিং করা।
প্রায় প্রতিটি মেয়েরাই চায় নিজে কিছু একটা করে স্বাবলম্বী হতে। হোক সেটা পার্সোনাল লাইফে নিজেকে প্রতিষ্ঠিত করতে বা সাংসারিক জীবনে আর্থিক সচ্ছলতার মাধ্যমে সুখ বয়ে আনতে।
এক্ষেত্রে বেশিরভাগ মেয়েরাই চাইলেও তা পারে না কারন বর্তমানে যে চাকরির করুন পরিস্থিতি
আর কেউ কেউ চাকরি পেলেও যাতায়াত, সময় নিয়ে অফিস করা, সাংসারিক জীবনইত্যাদি, আরও অনেক কারনেও ইচ্ছা থাকলেও চাকরি করা সম্ভব হয় না
তাই ফ্রিল্যান্সিং ই সেরা একটা পেশা যেখানে কোনো ধরা-বাধা সময় নাই কাজ করার জন্য।
যাতায়াত বা অন্যান্য সমস্যার সম্মুখীন হতে হয় না, কারন ঘরে বসেই অনলাইনের মাধ্যমে বায়ার দের কাজ করে ইনকাম করা যাচ্ছে।
তাই বসে না থেকে ফ্রিল্যান্সিং করে ঘরে বসে ইনকাম করুন। বিস্তারিত জানতে যোগাযোগ করুন ইনবক্সে ।।

life is beautiful😊
12/08/2023

life is beautiful😊

না করলে খারাপ দেখায়😐🙂
10/08/2023

না করলে খারাপ দেখায়😐🙂

13/07/2023

রিয়েলিটি 🙂🙂

Send a message to learn more

ফ্রিল্যান্সিং কি? (What is Freelancing?)ফ্রিল্যান্সিং (Freelancing) মূলত এমন একটি পেশা যেখানে আপনি ইন্টারনেটের মাধ্যমে ব...
05/05/2023

ফ্রিল্যান্সিং কি? (What is Freelancing?)
ফ্রিল্যান্সিং (Freelancing) মূলত এমন একটি পেশা যেখানে আপনি ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন ধরনের কাজ করে অর্থ উপার্জন করতে পারবেন। এটি সাধারন চাকরির মতোই, কিন্তু ভিন্নতা হলো এখানে আপনি আপনার স্বাধীন মতো কাজ করতে পারবেন।

দেখা গেলো আপনার এখন কাজ করতে ইচ্ছা করছে না; আপনি করবেন না। যখন ইচ্ছা করবে তখন আবার চাইলেই করতে পারবেন। ধরাবাঁধা কোনো অফিস টাইম নেই। এরপরে এখানে আপনার নির্দিষ্ট কোনো ইমপ্লয়ার (Employer) নেই। যখন যে বায়ারের কাজ নিবেন তখন সে-ই আপনার ইমপ্লয়ার (Employer)।

সাধারন চাকরি থেকে এখানে আরেকটি বিষয়-এর ভিন্নতা আছে। সেটি হলো কাজের স্থান। ফ্রিল্যান্সিং (Freelancing) এর নির্দিষ্ট কোনো অফিস নেই। মূলত আপনার বাড়িই হচ্ছে আপনার অফিস।

এখানে বসেই আপনি বিভিন্ন দেশের বায়ারদের সাথে কাজ করতে পারবেন। ফ্রিল্যান্সিং (Freelancing) এর ক্ষেত্রে খুব সহজেই সরকারি বেসরকারি অনেক চাকরির থেকে বেশি বেতনে কাজ করতে পারবেন আপনার যদি যথেষ্ট পরিমাণে দক্ষতা থাকে।

এটা আমরা সবাই জানি যে, আমাদের দেশে দক্ষতার কদর হয় না সেভাবে; কিন্তু বাইরের দেশ গুলোতে হয়। আপনি সেসব দেশের বায়ারদের সাথে কাজ করে বাংলাদেশের তুলনায় দ্বিগুণ/তিনগুণ অর্থ উপার্জন করতে পারেন।

Alhamdulillah 😍😍
04/05/2023

Alhamdulillah 😍😍

Address

Senbag

Website

Alerts

Be the first to know and let us send you an email when ꧁𝑻𝒂𝒏𝒋𝒖𝒎𝒂𝒃𝒐𝒕𝒊 ꧂ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share