Alien with WiFi

Alien with WiFi "Alien মস্তিষ্কে WiFi ভাবনা!"
(2)

06/09/2025

প্রেমে লিপ্ত না থাকলে হাহা দিন।

Seriously?🙂
05/09/2025

Seriously?🙂

☘️“এলার্জি, ব্রণ আর রুক্ষ ত্বকের জন্য ন্যাচারাল কেয়ার এখন এক সাবানে – Neem Aloe Vera Soap।”💚🌿 Neem Aloe Vera Soap এর কার...
03/09/2025

☘️“এলার্জি, ব্রণ আর রুক্ষ ত্বকের জন্য ন্যাচারাল কেয়ার এখন এক সাবানে – Neem Aloe Vera Soap।”💚

🌿 Neem Aloe Vera Soap এর কার্যকারিতা:

🔹 ত্বকের জীবাণুনাশক সুরক্ষা দেয়
নিমের প্রাকৃতিক অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিসেপটিক উপাদান ত্বককে ব্যাকটেরিয়া ও ছত্রাকজনিত সংক্রমণ থেকে রক্ষা করে।

🔹 ব্রণ ও দাগ দূর করে
নিম ও অ্যালোভেরার যৌগিক গুণে ব্রণ, ফুসকুড়ি এবং ত্বকের দাগ কমাতে সাহায্য করে।

🔹 ত্বকের আদ্রতা ধরে রাখে
অ্যালোভেরা ত্বকে আর্দ্রতা বজায় রাখে এবং শুষ্কতা ও চুলকানি প্রতিরোধে কার্যকর।

🔹 প্রাকৃতিকভাবে ত্বক পরিষ্কার করে
সাবানটি ত্বক থেকে ময়লা, ঘাম ও তেল দূর করে সতেজ অনুভূতি দেয়।

🔹 ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে
নিয়মিত ব্যবহারে ত্বকের প্রাকৃতিক জৌলুস ও উজ্জ্বলতা ফিরিয়ে আনে।

🔹 রুক্ষ ও সংবেদনশীল ত্বকের জন্য উপযোগী
এর উপাদানসমূহ ত্বকে কোমলতা প্রদান করে এবং অ্যালার্জি বা জ্বালাভাব কমায়।

🔹 প্রাকৃতিক উপাদানে প্রস্তুত
১০০% ন্যাচারাল উপাদানে প্রস্তুত হওয়ায় এটি ত্বকে কোনো ক্ষতিকর প্রভাব ফেলে না।
☘️অর্ডার করতে ইনবক্স করুন।

ন্যাকামো বাদ দাও পিও 🙂
01/09/2025

ন্যাকামো বাদ দাও পিও 🙂

🙂🙂
29/08/2025

🙂🙂

Hair Treatment Oil – চুলের প্রাকৃতিক যত্নে সেরা সমাধান 🌿✨ ১০০% প্রাকৃতিক উপাদানে তৈরি, কোনো কেমিক্যাল নেই – তাই চুলে কোন...
24/08/2025

Hair Treatment Oil – চুলের প্রাকৃতিক যত্নে সেরা সমাধান 🌿

✨ ১০০% প্রাকৃতিক উপাদানে তৈরি, কোনো কেমিক্যাল নেই – তাই চুলে কোনো ক্ষতি নয়, বরং দেবে গভীর যত্ন।

💚 কার্যকারিতা:
🔹 চুলের গোড়া মজবুত করে – চুল পড়া কমায় ও নতুন চুল গজাতে সাহায্য করে।
🔹 স্ক্যাল্পে রক্ত সঞ্চালন বৃদ্ধি করে – ফলে চুল হয় স্বাস্থ্যবান ও ঘন।
🔹 চুলের রুক্ষতা ও ড্যামেজ কমিয়ে দেয় – মসৃণ ও উজ্জ্বল করে তোলে।
🔹 ড্যানড্রাফ ও খুশকি দূর করে – মাথার চুলকানি থেকে মুক্তি দেয়।
🔹 UV রশ্মি ও দূষণ থেকে চুলকে রক্ষা করে।
🔹 স্প্লিট এন্ডস প্রতিরোধ করে চুলের দৈর্ঘ্য বৃদ্ধি করে।

🍃 অতিরিক্ত বিশেষত্ব:
✅ মাত্র ২-৩ সপ্তাহের ব্যবহারে দৃশ্যমান পরিবর্তন
✅ শিশু, নারী ও পুরুষ – সবার জন্য উপযোগী
✅ কোন পার্শ্বপ্রতিক্রিয়া নেই

💌 চুল শুধু সৌন্দর্যের নয়, আত্মবিশ্বাসেরও প্রতীক। তাই এখনই অর্ডার করুন এবং চুলকে দিন প্রাকৃতিক ভালোবাসা।

📩 অর্ডার করতে ইনবক্স করুন এখনই!

মাউন্ট এভারেস্টের বরফে জমাট করুণ কাহিনিমাউন্ট এভারেস্ট কেবল পৃথিবীর সর্বোচ্চ চূড়া নয়, এটি হয়ে উঠেছে হাজারো স্বপ্নের সমাধ...
23/08/2025

মাউন্ট এভারেস্টের বরফে জমাট করুণ কাহিনি

মাউন্ট এভারেস্ট কেবল পৃথিবীর সর্বোচ্চ চূড়া নয়, এটি হয়ে উঠেছে হাজারো স্বপ্নের সমাধিক্ষেত্র। এখানে এমন কিছু দেহাবশেষ আছে, যেগুলো হয়ে উঠেছে একেকটা চিহ্ন—পাহাড়ের নির্মমতা আর মানুষের অদম্য ইচ্ছাশক্তির সাক্ষী। আজ জানবো এরকম দুটি হৃদয়বিদারক কাহিনি—

১. গ্রিন বুটস (Green Boots)

১৯৯৬ সালের ভয়াবহ ঝড়।
ভারতীয় পর্বতারোহী ত্সেওয়াং পালজোর চূড়া ছুঁয়ে ফেরার পথে এক গুহায় আশ্রয় নেন। অক্সিজেন শেষ হয়ে গেলে আর ঠান্ডার কাছে হার মানেন তিনি।

তার উজ্জ্বল সবুজ জুতো পড়া দেহটি বহু বছর ধরে ঠিক সেখানেই রয়ে যায়। এতটাই চেনা হয়ে ওঠে যে পথচারীরা ওই গুহাকে নাম দেয় “Green Boots Cave”।

বরফে জমাট খোলা মুখ, পাহাড়ের প্রহরীর মতো চিরকালীন দৃষ্টি—তিনি হয়ে ওঠেন এভারেস্টের এক ভৌতিক মাইলফলক।

২. রব হল (Rob Hall)
১৯৯৬ সালের একই ঝড় কেড়ে নেয় আরেক কিংবদন্তিকে।
নিউজিল্যান্ডের অভিজ্ঞ গাইড রব হল তার এক অসুস্থ ক্লায়েন্টকে ফেলে যেতে চাননি। প্রচণ্ড ঝড় আর মৃত্যুর ছায়া ঘনিয়ে আসলেও তিনি সঙ্গীকে ছেড়ে না গিয়ে নিজের জীবন বিলিয়ে দেন।

সবচেয়ে হৃদয়বিদারক মুহূর্ত—মৃত্যুর ঠিক আগে স্যাটেলাইট ফোনে তার গর্ভবতী স্ত্রীকে বিদায় জানান।
তার সেই শেষ আলাপন আজও মানুষের চোখে জল এনে দেয়।

বিজ্ঞান কী বলে?

৮,০০০ মিটারের ওপরে “Death Zone”–এ বাতাসে অক্সিজেন প্রায় থাকে না, তাপমাত্রা নেমে যায় $-30°C$ থেকে $-60°C$ পর্যন্ত।
এখানে দেহ পচে না, বরং বরফে জমে “বরফের মমি” হয়ে থাকে। তাই গ্রিন বুটস কিংবা রব হল—তারা আজও জমাট দেহ নিয়ে এভারেস্টের চিরন্তন প্রহরী।

Hello Friends 💙🍀 প্রকৃতির যত্ন নিলে, প্রকৃতি আমাদেরও যত্ন নেয়।এই বিশ্বাস থেকেই শুরু হয়েছে আমার নতুন পেজ — Nature Whisper...
21/08/2025

Hello Friends 💙

🍀 প্রকৃতির যত্ন নিলে, প্রকৃতি আমাদেরও যত্ন নেয়।
এই বিশ্বাস থেকেই শুরু হয়েছে আমার নতুন পেজ — Nature Whisper BD এর যাত্রা। 😊

এখানে পাবেন অর্গানিক পণ্য, স্বাস্থ্য ও সৌন্দর্যের টিপস।
আমার এই ছোট্ট পেইজটি Follow করুন এবং আপনার প্রিয়জনদের সাথে Share করুন।

page link :https://www.facebook.com/profile.php?id=61579603863498

ধন্যবাদ ❤️

19/08/2025

আজ বিশ্ব ফটোগ্রাফি দিবস। আপনার মোবাইলে তোলা সেরা ছবিটা দেখান!

Happy world photography day 😊 পেইজটি ফলো করুন : Alien With WiFi
19/08/2025

Happy world photography day 😊
পেইজটি ফলো করুন : Alien With WiFi

NID এর ছবি তুলে দেওয়া ভাইদের জানাই,World Photography day এর শুভেচ্ছা! 🙂   পেইজটি ফলো করুন : Alien With WiFi
19/08/2025

NID এর ছবি তুলে দেওয়া ভাইদের জানাই,
World Photography day এর শুভেচ্ছা! 🙂
পেইজটি ফলো করুন : Alien With WiFi

রাওয়ান ইউসুফ… বয়স মাত্র ৬ মাস।নির্মল হাসি, মায়ের কোলে দোল খাওয়ার সময়টুকুই ছিল তার পৃথিবী।গত রাতে—অ'স'হা'য় সেই শিশু, বাবা...
18/08/2025

রাওয়ান ইউসুফ… বয়স মাত্র ৬ মাস।
নির্মল হাসি, মায়ের কোলে দোল খাওয়ার সময়টুকুই ছিল তার পৃথিবী।

গত রাতে—
অ'স'হা'য় সেই শিশু, বাবা-মায়ের সাথে একসাথেই শে-ষ হয়ে গেল।
গা-জা-র মানচিত্র থেকে আরও একটি পরিবার মু'ছে গেল চিরতরে… 💔

একটি নিষ্পাপ শি‘শুর প্রা‘ণও নি‘রা‘পদ নয়—
এ যেন মা‘নবতার সবচেয়ে নি'র্ম'ম প‘রাজয়।

Address

Senbag

Website

Alerts

Be the first to know and let us send you an email when Alien with WiFi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share