খবর নোয়াখালী

খবর নোয়াখালী নোয়াখালী জেলা বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে অবস্থিত চট্টগ্রাম বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল

নোয়াখালীতে সাবেক সেনাপ্রধানের বাড়িতে হামলা-অগ্নিসংযোগসাবেক সেনাপ্রধান মঈন ইউ আহমেদের নোয়াখালীর বেগমগঞ্জে গ্রামের বাড়িতে ...
07/02/2025

নোয়াখালীতে সাবেক সেনাপ্রধানের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ

সাবেক সেনাপ্রধান মঈন ইউ আহমেদের নোয়াখালীর বেগমগঞ্জে গ্রামের বাড়িতে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। একই সময় তারা পার্শ্ববর্তী চৌমুহনী পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি আক্তার হোসেন ফয়সালের বাড়িতেও ভাঙচুর-লুটপাট চালায়।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে হামলার ঘটনাগুলো ঘটে। খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশের পৃথক দুইটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। তবে এ ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেউ জড়িত নয় বলে দাবি করছেন নেতারা।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার রাত ৮টার দিকে শতাধিক কিশোর-তরুণ ও যুবক লাঠি নিয়ে সাবেক সেনা প্রধান মঈন ইউ আহমেদের বেগমগঞ্জের চৌমুহনী পৌরসভার আলীপুর গ্রামের বাড়িতে হামলা চালায়।

সাবেক এমপি মোহাম্মদ আলীর বাড়ির সব পুড়ে ছাইবিক্ষুব্ধ ছাত্র-জনতার দেওয়া আগুনে নোয়াখালীর হাতিয়ায় আওয়ামী লীগের সাবেক সংসদ ...
07/02/2025

সাবেক এমপি মোহাম্মদ আলীর বাড়ির সব পুড়ে ছাই

বিক্ষুব্ধ ছাত্র-জনতার দেওয়া আগুনে নোয়াখালীর হাতিয়ায় আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য (এমপি) মোহাম্মদ আলীর বসতঘর, স্পিডবোট, ট্রলার সব পুড়ে ছাই হয়ে গেছে। ঘটনার সময় অথবা পরবর্তীতেও এগিয়ে আসেনি ফায়ার সার্ভিস। এতে অন্তত অর্ধশত কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাতভর হাতিয়া পৌরসভার লক্ষ্মীদিয়া এবং ব্রিকফিল্ড বাজার এলাকার দুইটি বাড়ি ছাড়াও সাতটি স্পিডবোট এবং চারটি ট্রলারে ভাঙচুরের পর আগুন দেওয়া হয়েছে। এ ছাড়া রাতে লক্ষ্মীদিয়ার দুটি দোকানেও ভাঙচুর করা হয়েছে।

06/02/2025

নোয়াখালীর বেগমগঞ্জে সাবেক সেনাপ্রধান মঈন ইউ আহমেদ এবং চৌমুহনীর সাবেক মেয়র আক্তার ফয়সালের বাড়ী ভাং-চু-র।

সেনবাগে ৪ অবৈধ ইটভাটার আড়াই লাখ টাকা জরিমানাসেনবাগে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে অবৈধ ৪ ইটভাটার চিমড়ী ও ভাটা ভেঙ্গে গুড়...
06/02/2025

সেনবাগে ৪ অবৈধ ইটভাটার আড়াই লাখ টাকা জরিমানা

সেনবাগে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে অবৈধ ৪ ইটভাটার চিমড়ী ও ভাটা ভেঙ্গে গুড়িয়ে দিয়েছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার দুপুরে উপজেলা কাবিলপুর ইউপির উত্তর সাহাপুর গ্রামের পূর্বালী ব্রিকফিল্ড (পিএমবি) ইটভাটার চিমড়ী ভেঙ্গে অকেজো করে দেওয়া হয় । এসময় ভাটার মালিকের ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। একইদিন বিকেলে সেনবাগ পৌরসভার কাদরায় আঞ্জু ব্রিকফিল্ড নামের অপর একটি ইটভাটা বুলডেজার দিয়ে ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হয়। এ সময় ভাটার মালিকের ১লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়। এআগে গত ২৯ জানুয়ারি উপজেলার ইয়ারপুর গ্রামের নিজাম ব্রিকফিল্ড ও হক ব্রিকফিল্ড নামের অপর দুইটি অবৈধ ইটভাটার চিমড়ী ভেঙ্গে ফিল্ড দুইটিকে অকেজো করে দেওয়া হয় এবং দুই ইটভাটা দুইটি মালিকের একলক্ষ টাকা জরিমানা আদায় করা হয়।।

ছাত্রশিবিরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নোয়াখালীতে বর্ণাঢ্য র‍্যালীবাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপ...
06/02/2025

ছাত্রশিবিরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নোয়াখালীতে বর্ণাঢ্য র‍্যালী

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নোয়াখালীতে বর্ণাঢ্য র‍্যালী অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বেগমগঞ্জ উপজেলার বানিজ্যিক নগর চৌমুহনী বাজার থেকে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির নোয়াখালী জেলা উত্তরের আয়োজনে সভাপতি দাউদ ইসলাম এর সভাপতিত্বে ও আমিনুল এহসান ফাহাদের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা উত্তর ছাত্রশিবির এর সাবেক সভাপতি নুর উদ্দিন, সেক্রেটারি মুজাহিদুল ইসলাম।

এই সময় নোয়াখালী চট্রগ্রাম হাইওয়ে সড়কে র‍্যালী পদক্ষিন করে চৌমুহনী রেল গেইট থেকে শুরু হয়ে চৌরাস্তা গিয়ে বিভিন্ন স্লোগানের মধ্যে দিয়ে র‍্যালী শেষ হয়।

ওবায়দুল কাদেরের বাড়িতে হামলা-ভাঙচুরআওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বাড়িতে হামলা ও ভাঙচুর চালিয়েছেন বৈষম্যবির...
06/02/2025

ওবায়দুল কাদেরের বাড়িতে হামলা-ভাঙচুর

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বাড়িতে হামলা ও ভাঙচুর চালিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নোয়াখালী জেলার সদস্যরা। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুর ১টায় নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার ১নং ওয়ার্ডের বড় রাজাপুর গ্রামের মিয়া বাড়িতে হামলা চালান তারা। এ সময় তাদের ‘নারায়ে তাকবির, কাউয়া কাউয়া’ স্লোগান দিতে দেখা যায়। এই প্রতিবেদনটি লেখা পর্যন্ত দুপুর ১টা ৫০ মিনিটেও হামলা চলমান ছিল।

জানা যায়, সকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নোয়াখালী জেলার নিজস্ব ফেসবুক পেজ থেকে এই হামলার ঘোষণা দেওয়া হয়। এতে লেখা হয়, ‘নোয়াখালীর বিপ্লবীরা, বুলডোজার নিয়ে প্রস্তুত থাকুন। মার্চ টু কাউয়া কাদেরের বাড়ি! আজ বেলা ১১টা।’

ওবায়দুল কাদেরের বাড়ি থেকে যে যা পাচ্ছেন নিয়ে যাচ্ছেনগণভবন স্টাইলে নোয়াখালীর কোম্পানীগঞ্জে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওব...
06/02/2025

ওবায়দুল কাদেরের বাড়ি থেকে যে যা পাচ্ছেন নিয়ে যাচ্ছেন

গণভবন স্টাইলে নোয়াখালীর কোম্পানীগঞ্জে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের গ্রামের বাড়িতে লুটতরাজ করা হয়েছে। যে যা হাতের কাছে পেয়েছেন তাই সরিয়ে ফেলছেন। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুর ১টা থেকে দুই ঘণ্টাব্যাপী এ হামলা-ভাঙচুর-অগ্নিসংযোগ চালায় ছাত্র-জনতা। সরেজমিনে দেখা গেছে, ওবায়দুল কাদেরের ছোট ভাই কাদের মির্জার বাড়ির সামনে থাকা একটি গাড়িতে আগুন জ্বলছে। শাবল-হাতুড়ি দিয়ে বাড়ির আসবাবপত্র ভাঙছে ছাত্র-জনতা। তারপর এসএস পাইপের ছাদের রেলিংসহ অন্যান্য জিনিসপত্র সরানো শুরু হয়। জানালা ও লোহা-লক্কড় যে যা পেয়েছেন তাই নিয়ে গেছেন।

লিবিয়ায় আটকে রেখে ২৬ লাখ টাকা মুক্তিপণ দাবি, মা-বাবার আকুতিতিন বছর আগে ভাগ্য পরিবর্তনের আশায় ঋণ করে লিবিয়ায় পাড়ি জমান ন...
05/02/2025

লিবিয়ায় আটকে রেখে ২৬ লাখ টাকা মুক্তিপণ দাবি, মা-বাবার আকুতি

তিন বছর আগে ভাগ্য পরিবর্তনের আশায় ঋণ করে লিবিয়ায় পাড়ি জমান নোয়াখালীর মো. আব্দুর রব (২৫)। দীর্ঘ ১২ দিন নিখোঁজ থাকার পর অপরিচিত নম্বর থেকে নির্যাতনের অডিও পরিবারের কাছে পাঠিয়ে ২৬ লাখ টাকা মুক্তিপণ দাবি করে মাফিয়া চক্র। সন্তানের এমন নির্মম নির্যাতনের পরিস্থিতি জানতে পেরে অসুস্থ হয়ে পড়েছেন মা-বাবা।

ভুক্তভোগী মো. আব্দুর রব নোয়াখালীর কবিরহাট উপজেলার সুন্দলপুর ইউনিয়নের পাটওয়ারী বাড়ির মো. আব্দুর রহিমের ছেলে।

জানা যায়, ২০২২ সালে আব্দুর রব লিবিয়ায় পাড়ি জমান। তারপর ছোট ভাই আব্দুর রহমানকেও (২৩) লিবিয়ায় নিয়ে যান আব্দুর রব। সেখানে আল খামাছ পৌরসভায় একটা কোম্পানিতে দুই ভাই চাকরি করতেন। গত ১৪ জানুয়ারি কাজের উদ্দেশ্যে মিসালতা যাওয়ার সময় ভুয়ারা চেকপোস্টে পুলিশ আব্দুর রব, আব্দুর রহমানসহ মোট ৪ জনকে আটক করে। তারপর কাগজপত্র চেক করে তিনজনকে ছেড়ে দিলেও আব্দুর রবকে পুলিশ নিয়ে যায়। পরবর্তীতে যোগাযোগ করা হলে ত্রিপলি থানা পুলিশের কাছে আছে বললেও খোঁজখবর নিয়ে সেখানে আব্দুর রবের সন্ধান পাওয়া যায়নি। দীর্ঘ ১২ দিন পর ২৬ জানুয়ারি একটি বাংলাদেশি ইমো নম্বর থেকে মাফিয়া চক্র জানায় আব্দুর রবকে তারা ২০ লাখ টাকায় পুলিশ থেকে কিনে নিয়েছেন। তাদেরকে ২৬ লাখ টাকা দিলে তারা আব্দুর রবকে ছেড়ে দেবেন। এরপর থেকে বাড়তে থাকে নির্যাতনের চিত্র। সেই নির্যাতনের অডিও পরিবারের কাছে পাঠিয়ে দ্রুত টাকা দেওয়ার জন্য দেওয়া হয় বাংলাদেশি ব্যাংক অ্যাকাউন্টের কয়েকটি নম্বর। ভিটেমাটি ছাড়া আব্দুর রবের বাবার কিছু নাই বলে আর্তনাদ করেই দিন পার করছেন।

থানায় সালিসি বৈঠকে মারামারি-ভাঙচুর, আটক ৬নোয়াখালীর সেনবাগ উপজেলায় জায়গা-জমি সংক্রান্ত বিরোধ নিয়ে সালিস বৈঠক চলাকালে বিবা...
05/02/2025

থানায় সালিসি বৈঠকে মারামারি-ভাঙচুর, আটক ৬

নোয়াখালীর সেনবাগ উপজেলায় জায়গা-জমি সংক্রান্ত বিরোধ নিয়ে সালিস বৈঠক চলাকালে বিবাদমান দুইপক্ষ থানার গোলঘরে ভাঙচুর চালিয়েছে।

মঙ্গলবার (৪ জানুয়ারি) বিকেলে সেনবাগ থানার গোলঘরে এ ঘটনা ঘটে। এ সময় পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে উভয়পক্ষের ছয়জনকে আটক করে।

জানা যায়, জমিসংক্রান্ত বিরোধ মীমাংসা করতে দুই পক্ষ বেছে নিয়েছিল থানাকে। তবে বিরোধ নিষ্পত্তি তো হলোই না, উল্টো বিবদমান দুই পক্ষের মারামারিতে শেষ হয় সালিস বৈঠক। শুধু তাই না, বৈঠক চলাকালে দুই পক্ষের লোকজন থানার গোলঘরেও (থানা চত্বরের বৈঠকখানা) ভাঙচুর চালিয়েছেন।

সূত্র জানায়, বিকেল আনুমানিক ৫টার দিকে সালিস বৈঠক চলাকালে দুই পক্ষের লোকজন বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে এক পক্ষ অপর পক্ষের ওপর হামলা চালায়। এ সময় থানার গোলাঘরের কাচ ভাঙচুর করে তারা। তাৎক্ষণিকভাবে থানার পুলিশ অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে উভয়পক্ষের ছয়জনকে আটক করে। তাদের থানার হাজতে রাখা হয়েছে বলে জানা গেছে।

জাতীয় স্কুল মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের ক্রিড়া প্রতিযোগিতানোয়াখালীর সেনবাগে ৫৩ তম জাতীয় স্কুল,মাদ্রাসা ও কারিগ...
04/02/2025

জাতীয় স্কুল মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের ক্রিড়া প্রতিযোগিতা

নোয়াখালীর সেনবাগে ৫৩ তম জাতীয় স্কুল,মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শীতকালীন ক্রিড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে সেনবাগ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মোস্তফা হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিউদ্দিন। বিশেষ অতিথি ছিলেন সেনবাগ থানার অফিসার ইনচার্জ(ওসি) এস এম মিজানুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো: খোরশেদ আহমেদ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সেনবাগ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাহাতে জান্নাত ফেরদৌস আরা, চাচুয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা বেলায়েত হোসেন, নবীপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুনুর রশিদ, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক আবু তাহের সেলিম সহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান ও সহকারী শিক্ষক বৃন্দ। আলোচনা শেষে অতিথি বৃন্দ সেনবাগের বিভিন্ন স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

খালাস পেয়েও ১৬ বছর জেল খেটেছেন ফিরোজ মিয়া, এখন তিনি সংসারের বোঝা‘১৬ বছরে অনেক কিছু হারিয়েছি। ৫ বছরের শিশু সানজিদকে রেখে ...
04/02/2025

খালাস পেয়েও ১৬ বছর জেল খেটেছেন ফিরোজ মিয়া, এখন তিনি সংসারের বোঝা

‘১৬ বছরে অনেক কিছু হারিয়েছি। ৫ বছরের শিশু সানজিদকে রেখে কারাগারে গিয়েছিলাম আজ ছেলে অনেক বড়। আট বছরের মেয়েকে রেখে গিয়েছিলাম আজ তার ঘরেও সন্তান আছে। সোনালী সময়টুকু চার দেওয়ালের ভেতর কাটিয়েছি। সুখ কি জিনিস তা চোখে দেখলাম না। এখন বয়স ৫৯ বছর, কোনো আয় নেই। ১৬ বছর জেল খেটে এখন আমি সংসারের বোঝা।’কথা বলতে বলতেই কান্নায় ভেঙে পড়েন পিলখানা হত্যাকাণ্ডের মামলায় জামিন পাওয়া বিডিআরের (বর্তমানে বিজিবি) সাবেক নায়েক নোয়াখালীর ফিরোজ মিয়া। তিনি কবিরহাট উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের করমবক্স এলাকার পদুমা গ্রামের মৃত আব্দুল হাইয়ের ছেলে।

জানা যায়, ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি সেদিন পাগলা জিম মাঠের কাজ করছিলেন ফিরোজ মিয়া। তারপর শব্দ আর মানুষের ছোটাছুটি দেখে তিনি পার্শ্ববর্তী ভবনে আশ্রয় নেন। তারপর দীর্ঘ ৯ মাস চাকরি করেন। একই বছর নভেম্বরে মিথ্যা সাক্ষী না দেওয়ায় তাকে জেল হাজতে প্রেরণ করা হয়। ২০১৩ সালে হত্যা মামলার রায়ে খালাস পান ফিরোজ মিয়া। তারপরও তাকে জেল খাটতে হয় আরও ১২ বছর। সব মিলিয়ে এভাবে কারাগারেই কেটে যায় জীবনের মূল্যবান ১৬টি বছর।

বিসিকে তৈরি হচ্ছে অবৈধ পলিথিন, গুনতে হলো জরিমানানোয়াখালীর বেগমগঞ্জের বিসিক শিল্পনগরীতে অবৈধ পলিথিন উৎপাদন ও বিক্রি করার ...
04/02/2025

বিসিকে তৈরি হচ্ছে অবৈধ পলিথিন, গুনতে হলো জরিমানা

নোয়াখালীর বেগমগঞ্জের বিসিক শিল্পনগরীতে অবৈধ পলিথিন উৎপাদন ও বিক্রি করার দায়ে তানিশা প্যাকেজিং কারখানার মালিক মিলন হোসেনকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় কারখানা থেকে ১৬৮ কেজি অবৈধ পলিথিন ও কাঁচামাল জব্দ করা হয়।সোমবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে বেগমগঞ্জ উপজেলা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সৈয়দ মুরাদ ইসলাম এ অভিযান পরিচালনা করেন।

জানা যায়, দীর্ঘদিন ধরে তানিশা প্যাকেজিং কারখানাটি বেগমগঞ্জ উপজেলার বিসিক শিল্পনগরীতে থেকে অবৈধ পলিথিন উৎপাদন ও বিক্রি করে আসছিল। খবর পেয়ে সোমবার বিকেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ম্যাজিস্ট্রেট সৈয়দ মুরাদ ইসলাম। ভ্রাম্যমাণ আদালত কারখানাটির মালিক মিলন হোসেনকে ৩০ হাজার টাকা জরিমানা করেন এবং ১৬৮ কেজি অবৈধ পলিথিন ও কাঁচামাল জব্দ করেন। জব্দ করা পলিথিন পরিবেশ অধিদপ্তরকে বুঝিয়ে দেওয়া হয়।

বর্তমানে সব বাদ দিয়ে আহতদের চিকিৎসায় হাত দেয়া উচিতবাংলাদেশ জামায়াতে ইসলমীর আমির ডা. শফিকুর রহমান সোমবার বিকেলে ফেনী শহরে...
03/02/2025

বর্তমানে সব বাদ দিয়ে আহতদের চিকিৎসায় হাত দেয়া উচিত

বাংলাদেশ জামায়াতে ইসলমীর আমির ডা. শফিকুর রহমান সোমবার বিকেলে ফেনী শহরের গ্র্যান্ড সুলতান কনভেনশন হলে জেলা জামায়াতের আয়োজনে অনুষ্ঠানে যোগ প্রধান অতিথির বক্তব্যে বললেন, শহীদরা জাতীয় সম্পদ, তারা কোনো রাজনৈতিক দলের নয়। তাদের কাছে আমরাসহ পুরো জাতি চির ঋণী। সরকারকে বর্তমানে সকল কিছু বাদ দিয়ে আহতদের চিকিৎসায় হাত দেয়া উচিত। আমরা চাই না আমাদের আর কোনো ভাই পঙ্গু হোক। এছাড়া প্রত্যোকটি গণহত্যার বিচার কার্যকর করতে হবে। কোনো মহল জামায়াতের ধৈর্য্যরে পরীক্ষা নিয়েন না, তাহলে বাংলাদেশ বিস্ফোরিত হবে। ৯১ ভাগ মুসলমানের দেশে আল্লাহর আইন প্রতিষ্ঠা হলে সকলেই মর্যাদা পাবে এবং মানবিক বাংলাদেশ গঠন হবে। একটি সাম্য এবং মানবিক বাংলাদেশ না পাওয়া পর্যন্ত আমরা বিশ্রাম নিব না।

নোয়াখালীতে মাদক মামলায় নারীসহ চারজনের যাবজ্জীবননোয়াখালীতে নারীসহ চার মাদক কারবারিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এক...
03/02/2025

নোয়াখালীতে মাদক মামলায় নারীসহ চারজনের যাবজ্জীবন

নোয়াখালীতে নারীসহ চার মাদক কারবারিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেক আসামিকে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

সোমবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে জেলা বিশেষ জজ আদালতের বিচারক (জেলা জজ) মো. আহসান তারেক এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, কবিরহাট উপজেলার চাপরাশিরহাট ইউনিয়নের রামেশ্বরপুর গ্রামের বাহার (৪৬), তার স্ত্রী নার্গিস আক্তার (৩৭), শাহজাহানের ছেলে আনোয়ার হোসেন (২৮) ও আনোয়ারের ভাই শহিদ উল্যাহ (৩৪)।

নোয়াখালী জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট তাফাক্কার হোসেন মো. খায়রুল ওয়ালা বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন।

কমিটিতে বিএনপি নেতার ছেলের নাম না দেওয়ায় প্রধান শিক্ষককে মারধরনোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় একটি মাধ্যমিক বিদ্যালয়ের...
03/02/2025

কমিটিতে বিএনপি নেতার ছেলের নাম না দেওয়ায় প্রধান শিক্ষককে মারধর

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় একটি মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটিতে বিএনপি নেতার ছেলের নাম প্রস্তাব না পাঠানোয় বিদ্যালয়ের প্রধান শিক্ষককে প্রকাশ্যে মারধর করেছেন ওই নেতা।

রোববার (২ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের পণ্ডিতের হাটে এ ঘটনা ঘটে।

মারধরের শিকার এ এন এন ইয়াছিন পশ্চিম চরকাঁকড়া পণ্ডিতের হাট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক। ঘটনার পর খবর পেয়ে বিদ্যালয়ের ক্ষুব্ধ ছাত্রছাত্রীরা পণ্ডিতের হাটে সড়ক অবরোধ করে। পরে অভিযুক্ত বিএনপি নেতা থানা-পুলিশের উপস্থিতিতে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার পর শিক্ষার্থীরা শান্ত হয় এবং তারা বিদ্যালয়ে ফিরে যায়।

নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক আলো, সদস্য সচিব আজাদনোয়াখালী জেলা বিএনপির পাঁচ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছ...
02/02/2025

নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক আলো, সদস্য সচিব আজাদ

নোয়াখালী জেলা বিএনপির পাঁচ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে মাহবুব আলমগীর আলোকে আহ্বায়ক এবং সদস্য সচিব করা হয়েছে হারুনুর রশিদ আজাদকে।

রোববার (২ ফেব্রুয়ারি) বিকেলে কেন্দ্রীয় বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়।

গণসমাবেশে বিএনপি নেতার ‘জয় বাংলা’ স্লোগান, সমালোচনার ঝড়নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় বিএনপির গণসমাবেশে আবুল বাসার ফুল ম...
01/02/2025

গণসমাবেশে বিএনপি নেতার ‘জয় বাংলা’ স্লোগান, সমালোচনার ঝড়

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় বিএনপির গণসমাবেশে আবুল বাসার ফুল মিয়া নামের এক বিএনপি নেতার ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া নিয়ে আলোচনার ঝড় উঠেছে।

শুক্রবার (৩১ জানুয়ারি) বিকেলে প্রকৌশলী মোহাম্মদ ফজলুল আজিম আদর্শ মহিলা কলেজ মাঠে রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নে এ গণসমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপি, পৌরসভা বিএনপি ও অঙ্গ সংগঠন এ গণসমাবেশের আয়োজন করে।
আবুল বাসার ফুল মিয়া হাতিয়া পৌরসভার ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি। তার নির্ধারিত বক্তব্য শেষ করার পূর্বে তিনি ‘জয় বাংলা’ বলে বক্তব্য শেষ করেন। এ নিয়ে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আলোচনার ঝড় উঠেছে। তোলপাড় শুরু হয়েছে বিভিন্ন মাধ্যমে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও চলছে এর সমালোচনা।

বেগমগঞ্জে কে.বি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণনোয়াখালীর বেগমগঞ্জে কে.বি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে বার...
30/01/2025

বেগমগঞ্জে কে.বি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ

নোয়াখালীর বেগমগঞ্জে কে.বি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বাংলাবাজার কে.বি স্কুলের মাঠে সকাল থেকে অনুষ্ঠিত হয়ে বিকেলে পুরষ্কার বিতরণ এর মধ্যে দিয়ে শেষ হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেগমগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুর রহমান। এডহক কমিটির সভাপতি মোঃ মোস্তফা কামাল এর সভাপতিত্বে ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসমাইল হোসেন এর সার্বিক নির্দেশনা প্রধান বক্তা ছিলেন বেগমগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জহিরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, ৩নং জিরতলী ইউনিয়নের চেয়ারম্যান সামসুল আলম লাভলু। উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ বেলাল হোসেন। ব্যবসায়ি আনোয়ার উল্ল্যা মাসুদ। গণ্যমান্য ব্যক্তিবর্গ ও রাজনৈতিক নেতৃবৃন্দ, অভিভাবক, শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রছাত্রীবৃন্দ।

Address

Noakhali
Senbag

Alerts

Be the first to know and let us send you an email when খবর নোয়াখালী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share