Momin Bhuiyan

Momin Bhuiyan Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Momin Bhuiyan, Media/News Company, Kalaraita, Senbag.

21/08/2024

আল্লাহ না করুক,,, রাত্রে বৃষ্টি হলে বিপর্যস্ত হয়ে পড়বে এই জনপদ....😓

01/08/2024

ছাত্রলীগের ওপর আপনারা রাগ করছেন, তাদের গালি দিচ্ছেন, আনফ্রেন্ড করে দেয়ার হুমকি দিচ্ছেন৷ কাজটা কি ঠিক হচ্ছে...?
আপনারা কি ভাবছেন ছেলেগুলো শখে ছাত্রলীগ করছে...?
না ভাই.... সামান্য একটু ক্ষমতার লোভে, বড় নেতার চোখে ভালো হওয়ার জন্য, ক্যাম্পাসে একটু হ্যাডম নিয়ে থাকার জন্য, একটা চাকরি পাওয়ার জন্য এবং দিনশেষে দশটা টাকা ইনকামের জন্য নিজের বিবেক মানবতা মূল্যবোধ বিক্রি করে দিয়ে পশু হয়ে যাওয়া এতো সহজ না৷ আপনি আমি তো পারিনাই৷ যারা পারছে, তাদেরকে আনফ্রেন্ড করবেন না প্লিজ!

পারলে ব্লক করুন...🙂

16/07/2024

আগে মনুষ্যত্ব ক্লিন করুন তার পর বিডি...🙂
না হয় দেশের ছাত্ররা আপনাদেরও বয়কট করবে!

https://www.facebook.com/bdcleanup?mibextid=ZbWKwL

We create mass awareness for clean environment and its impacts. We want to change the culture and mind setup about waste management.

16/07/2024

ঢাকার প্রায় সব হাইওয়েতে ই গাড়ি বন্ধ। অলি গলির রাস্তাও ব্লকড্। দরকারি কাজে বের হলে হাতে সময় নিয়ে বের হবেন সবাই।

15/07/2024

বিসিএসে কোটার বিন্যাসঃ
----------------------------------
মুক্তিযোদ্ধার কোটাঃ ৩০%
নারী কোটাঃ ১০%
জেলা কোটাঃ ১০%
উপজাতি কোটা ৫%
প্রতিবন্ধি কোটা ১%
-----------------------------
মোটঃ ৫৬% কোটা মাত্র

১ম ও ২য় শ্রেণী নন ক্যাডার জবে কোটার বিন্যাসঃ
------------------------------------------------------
মুক্তিযোদ্ধার কোটাঃ ৩০%
নারী কোটাঃ ১৫%
জেলা কোটাঃ ১০%
উপজাতি কোটা ৫%
প্রতিবন্ধি কোটা ১%
-----------------------------
মোটঃ ৬১% কোটা মাত্র

** ৩য় ও ৪র্থ শ্রেণীর জবে কোটা ৭০% মাত্র
** রেলওয়েতে কোটা ৮২% মাত্র।

প্রাথমিক শিক্ষক নিয়োগে কোটার বিন্যাসঃ
---------------------------------------------------
নারী কোটা ৬০%
মুক্তিযোদ্ধা কোটা ৩০%
পোষ্য কোটা ৫%
প্রতিবন্ধি কোটা ১%
------------------------
মোটঃ ৯৬% কোটা মাত্র
কিসের আশায় মেধাবীরা আবেদন করবে? আবেদনের নামে হাজার হাজার কোটি টাকা আবার হাতিয়ে নিচ্ছে।

14/07/2024

সারা পৃথিবী পাইলো পিএম আর আমরা পাইলাম চু****মারানি!

পিও ণাএক বেতা পাইচে...😭
25/06/2024

পিও ণাএক বেতা পাইচে...😭

22/06/2024

যুবকরা বিয়ে করতে আগ্রহী, কিন্তু তাদের কাছে টাকা নেই।

তারা স্ত্রীকে যে দেনমোহর দিবে, সেই পরিমাণ অর্থ পর্যন্ত তাদের নাই।

আওয়ামী বিশ্বের খলিফা তখন জয় ইবনে শেখ মুজিবুর রহমান রহঃ। তিনি দেখলেন তার সমাজে অসংখ্য যুবকের এমন অবস্থা।

তিনি বায়তুল মালের তত্ত্বাবধায়ককে (বর্তমান সময়ের অর্থমন্ত্রী) নির্দেশ দিলেন, "যুবকদেরকে ভাতা দাও। যারা বিয়ে করতে আগ্রহী, তাদের যতো অর্থ লাগে, সব অর্থ বায়তুলমাল থেকে দাও। এমনকি তাদের মোহরানাও।"

বায়তুল মালের তত্ত্বাবধায়ক খলিফার কথামতো যুবকদেরকে ভাতা দিলেন বিয়ে করার জন্য। খলিফার এমন উদ্যোগে অসংখ্য যুবক বিয়ে করে। তাদেরকে অর্থ দেবার পরও বায়তুল মালে অঢেল অর্থ থেকে যায়।

জয়ের শাসনামলে বিয়ের উপযুক্ত যুবক-যুবতীর বিয়ের খরচ এবং নববিবাহিত দম্পতির সার্বিক ব্যয়ভার বহন করার জন্য অনেক প্রতিষ্ঠান ছিলো তার মধ্যে ব্র্যাক অন্যতম। এমনকি শিক্ষিত বেকার যুবকদের চাকরি লাভের বা প্রতিষ্ঠিত হবার আগ পর্যন্ত তাদের থাকার জন্য হোটেল ছিলো। যেখানে বিনামূল্যে তারা থাকতে পারতো, খেতে পারতো। এমন একটা হোটেলের নাম ছিল- সুলতান হারুনের ভাতের হোটেল।

সুত্র: আম্লীগ এর সোনালীযুগ

21/06/2024

বাংলায় যত বিবাহ করিয়াছে নারী ও নর...!

অর্ধেক তাহার শুক্রবার বাকি সব ঈদের পর...🙂

নিজের পরবর্তী প্রজন্ম কে টিকিয়ে রাখতে হলে বেশি করে  (বট+তাল+শিমুল+ডুমুর) গাছ লাগান... বেজি, গুইসাপ সহ শান্ত প্রকৃতির প্র...
20/06/2024

নিজের পরবর্তী প্রজন্ম কে টিকিয়ে রাখতে হলে বেশি করে (বট+তাল+শিমুল+ডুমুর) গাছ লাগান... বেজি, গুইসাপ সহ শান্ত প্রকৃতির প্রাণী হত্যা বন্ধ করুন... প্রকৃতির ভারসাম্য রক্ষা করুন... 🙏

Coca-cola বেশি highlight হওয়ার কারনে coca-colar অন্যান্য drinks এবং PepsiCo-র soft drinks আর mineral water গুলো পেছনে পড়...
13/06/2024

Coca-cola বেশি highlight হওয়ার কারনে coca-colar অন্যান্য drinks এবং PepsiCo-র soft drinks আর mineral water গুলো পেছনে পড়ে গেছে। যারজন্য coke বর্জন করলেও না জানার কারনে অন্যান্য drinks গুলো কেনার সম্ভাবনা থেকে যায়।

নিচে coca-cola এবং pepsico-র drinks আর mineral water-এর তালিকা দেওয়া হলোঃ

Coca-Cola Company:
1. Coca-Cola
2. Coca-Cola Zero Sugar
3. Sprite
4. Fanta
5. Diet Coke
6. Kinley

PepsiCo:
1. Pepsi
2. Diet Pepsi
3. Pepsi Zero Sugar
4. 7UP
5. Mountain Dew
6. Mirinda
7. Aquafina

আল্লাহ্ সুবহানাহু ওয়া তা‘আলা আমাদেরকে এই সবগুলো product boycott করার তাওফীক্ব দান করুক, আমীন।

Collected

Address

Kalaraita
Senbag
3864

Telephone

+8801839537700

Website

Alerts

Be the first to know and let us send you an email when Momin Bhuiyan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share