
08/09/2025
জীবনে ছোট ছোট আনন্দের মুহূর্ত মানুষকে যেমন পাহাড় সমান শান্তি দেয়, ঠিক তেমনি ছোট ছোট দুঃখগুলি পাহাড় সমান দুঃখ দেয়। ছোট ছোট সুখের মুহুর্তের স্মৃতিচারন করে মানুষ সারাজীবন কাটিয়ে দিতে পারে আবার সেই ছোট্ট কোনো কষ্টের কারনে জীবন দিতেও পারে। কি অদ্ভুত জীবন আমাদের তাইনা?
যখন যেটা প্রয়োজন তখন তার উল্টোটাই বেশি করি,যখন কথা বলার প্রয়োজন তখন চুপ থাকি,আর যখন চুপ থাকার প্রয়োজন তখন চেচামেচি করি। যাকে সময় দেওয়া প্রয়োজন তাকে অবহেলা করি,আর অন্য কোথাও অপ্রয়োজনে ও সময় নষ্ট করি। যাকে গুরুত্ব দেওয়া প্রয়োজন তাকে এড়িয়ে চলি,যার সাথে পরামর্শ করা প্রয়োজন তাকেই আধারে রাখি। অন্যকে আকড়াতে গিয়ে নিজের সত্ত্বাকেই দুরে ঠেলে দেই। এমন অনেক খুটনাটি বিষয় যা আমরা একেবারে আমলেই নেইনা,কিন্তু একদিন দেখা যায় ছোট ছোট বিষয় গুলো skip করতে করতে জীবনের সবচেয়ে বড় জিনিসটাই Skip হয়ে যায়। তখন আমরা ব্লেইম করি,আফসোস করি, কখনো কখনো ভাগ্য বলেও চালিয়ে দেই