Sha-riar Joy

Sha-riar Joy Hi i am sha-riar joy/
Department of Zoology (DC)
Affiliated Dhaka University
Ex candidate from Bhola Govt. College

16/02/2025

এডমিশন সবার জন্য সুখময় হয় না ,
এমন সময় না আসুক যখন সূর্য ঠিকই উঠবে ,
কিন্তূ তোমার চোখে সব অন্ধকার দেখাবে ।
সব কিছু থেকে নিজেকে গুটিয়ে নিতে ইচ্ছে হবে ,পুরো পৃথিবী যেন থমকে গেছে বলে মনে হবে
বার বার মনে আঁচড় কাটবে আমার সাথেই কেন হলো , ব্যর্থতার জালে অসহায় মতো চিৎকার করবে যে চিৎকার একান্তই তোমার। কেউ খুঁজবে না তোমায় , বুঝবে না 🥺

13/02/2025

আল্লাহ সব দেখেন , কেউ বিচারের বাইরে নয়

09/02/2025

না আছে চকলেট, না আছে ব্যাডি
এই জীবন আর রাখবো নাহ 😔

06/02/2025

Breaking News! Breaking News!
দল পরিবর্তন করেছে সাদ্দাম,
হাসিনার উদ্দেশে সাদ্দামের দেওয়া করা হুঁশিয়ারি 😀

06/02/2025

নারয়ে তাকবীর ধ্বনিতে ভাঙ্গা হলো ভারতের এজেন্ট ঘর ধানমন্ডি ৩২

05/02/2025

চাচা বাড়িতে আগুন কেন,
বাড়ির মালিক কোথায় 😀

02/01/2025

#ট্রিস্তান দা কুনা

মা ফিরে আসেনি... খাবারও আসেনি। যখন কেউ একটি পাখি হত্যা করে, সাথে একটি পরিবারকেও হত্যা করে।
13/12/2024

মা ফিরে আসেনি... খাবারও আসেনি। যখন কেউ একটি পাখি হত্যা করে, সাথে একটি পরিবারকেও হত্যা করে।

25/11/2024

রাজনীতির চাল মানুষকে কতটা অমানুষ করে ফেলে এই দেশে জন্ম না নিলে হয়তো বুঝতাম না ...

হাজার জন মোরক ক্ষমতা আমার চাই, যেভাবেই হোক
হোক আমি দেশে থাকি বা দেশের বাইরে লাগবো মানে লাগবো ই..

এক অভিজিৎ এর জন্য কেন আজ এত মায়ের কোল ফাঁকা ...?

কেন আবার শুনি জন প্রতি ১০০০ টাকার বিনিময়ে ঢাকাতে মানুষ আনা হচ্ছে.? ...

কথা হয় যখন তিতুমীর নিয়ে , চোখ পড়ে ছাত্রলীগ নেতার নেতৃত্বে চালানো হয়ে ট্রেন এ হামলা ...

আবার ছাত্রলীগ নেতাকে দেখা যায় , রিক্সা চালক রুপে..
সেই তোফাজ্জল থেকে আজকের (কবি) র ঘটনায় আমি হলফ করে বলতে পারি, প্রত্যেক টি ঘটনার সাথে আওয়ামী লীগ জড়িত...
যাদের বলিষ্ঠ সাহসী ভূমিকার জন্য দেশ ২য় বারের মতো স্বাধীন হলো তাদের জন্য ই আজ আবার দেশে এত অরাজকতা কেন ?

কেন তারা ভুলে যাই , শেখ হাসিনা পালিয়ে গেছে ঠিকিই কিন্তু শেখ হাসিনার দোসরা পালায় নাই ...

খুব সুন্দর ভাবে ছাএদের ব্যবহার করে এই স্বাধীনতা কে বিতর্কিত করা হচ্ছে,যেন অচিরেই মানুষ এর মুখ থেকে বের হয় আগের টাই ভালো ছিল ...

আমার মনে আশঙ্কায় উস্থান হয় , যাদের দ্বারা স্বাধীন হলাম ,তারাই যেন পরাধীনতার কারন না হয়,....
সত্যিই স্বাধীনতা পাওয়ার চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন ...
আজকের ঘটনা টা মানার মতো না ...

স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন
25/11/2024

স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন

04/08/2024

আমি তোমার মতো না কারণ,আমি আমার বিবেক টাকে সস্তায় বিক্রি করে দেই নাই।
আমি তোমার মতো না কারন, আমি আমার বিবেক টাকে ড্রেন এর বাসি পচা নদ্রমায় রুপান্তরিত করি নাই।
আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। একথা যদি সত্যি হয়ে থাকে ‌। তাহলে আজকের ছাত্ররা ই তো আগামী দিনের ভবিষ্যৎ তাই না। আজকে যদি ছাত্ররা হেরে যায় তাহলে ধরে নাও স্বাধীনতার সূর্য ও ডুবে যাবে আজীবনের জন্য। কারন পরবর্তীতে দেশের ভবিষ্যৎ তাদের হাতে আর সেই ভবিষ্যৎ এর কর্নধার রা যদি হয় পরাজিত হয় তাহলে তো সূর্য ডুবে যাবে ই।

Adresse

Democratic Republic Of The

Téléphone

+8801782368652

Site Web

Notifications

Soyez le premier à savoir et laissez-nous vous envoyer un courriel lorsque Sha-riar Joy publie des nouvelles et des promotions. Votre adresse e-mail ne sera pas utilisée à d'autres fins, et vous pouvez vous désabonner à tout moment.

Partager