25/11/2024
রাজনীতির চাল মানুষকে কতটা অমানুষ করে ফেলে এই দেশে জন্ম না নিলে হয়তো বুঝতাম না ...
হাজার জন মোরক ক্ষমতা আমার চাই, যেভাবেই হোক
হোক আমি দেশে থাকি বা দেশের বাইরে লাগবো মানে লাগবো ই..
এক অভিজিৎ এর জন্য কেন আজ এত মায়ের কোল ফাঁকা ...?
কেন আবার শুনি জন প্রতি ১০০০ টাকার বিনিময়ে ঢাকাতে মানুষ আনা হচ্ছে.? ...
কথা হয় যখন তিতুমীর নিয়ে , চোখ পড়ে ছাত্রলীগ নেতার নেতৃত্বে চালানো হয়ে ট্রেন এ হামলা ...
আবার ছাত্রলীগ নেতাকে দেখা যায় , রিক্সা চালক রুপে..
সেই তোফাজ্জল থেকে আজকের (কবি) র ঘটনায় আমি হলফ করে বলতে পারি, প্রত্যেক টি ঘটনার সাথে আওয়ামী লীগ জড়িত...
যাদের বলিষ্ঠ সাহসী ভূমিকার জন্য দেশ ২য় বারের মতো স্বাধীন হলো তাদের জন্য ই আজ আবার দেশে এত অরাজকতা কেন ?
কেন তারা ভুলে যাই , শেখ হাসিনা পালিয়ে গেছে ঠিকিই কিন্তু শেখ হাসিনার দোসরা পালায় নাই ...
খুব সুন্দর ভাবে ছাএদের ব্যবহার করে এই স্বাধীনতা কে বিতর্কিত করা হচ্ছে,যেন অচিরেই মানুষ এর মুখ থেকে বের হয় আগের টাই ভালো ছিল ...
আমার মনে আশঙ্কায় উস্থান হয় , যাদের দ্বারা স্বাধীন হলাম ,তারাই যেন পরাধীনতার কারন না হয়,....
সত্যিই স্বাধীনতা পাওয়ার চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন ...
আজকের ঘটনা টা মানার মতো না ...