
22/07/2025
হোউক প্রতিবাদ আরও একবার...... !!
গত এক বছরে বাংলাদেশের মানুষের বিরুদ্ধে এমন কোন খারাপ কাজ নেই ভারত করেনি। বাংলাদেশের বিরুদ্ধে প্রপাগান্ডা ছড়ানো থেকে মিথ্যা হিন্দু জেনসাইডের রচনা এমন কি উদ্দেশ্যমূলক ভাবে সিমান্তে বাংলাদেশিদের হত্যা তার সব করেছে ভারত রাষ্ট্রীয় মদদে।
এমন কি চিকিৎসার সব পথ তারা বন্ধ করে দিয়েছে শুধু মাত্র হাসিনাকে রক্ষা করার জন্য।
এখন সুযোগ বুঝে চামড়া পরিস্কার করার ধান্দায় মেতেছে তারা। বাংলাদেশের উচিত হবেনা তাদের সহযোগিতা নামের এই বিষ গ্রহন করা। আমাদের প্রয়োজন হলে তিন গুন বেশি দাম দিয়ে অন্য কোন দেশ থেকে ডাঃ নার্স কিংবা সরঞ্জামের ব্যাবসস্থা করতে হবে।
এদের বুঝতে দেয়া উচিত এরা মানুষ নামের কলঙ্ক আমাদের প্রতিবেশি হিসাবে আমাদের গাড়ের উপর বাস করছে।
বাংলাদেশে এখন বহু প্রতিবাদ হয়, আমার মনে হয় এটা নিয়ে সবচেয়ে গুরত্তসহকারে প্রতিবাদ করা উচিত। তাদের বুঝিয়ে দেয়া উচিত বাংলাদেশ ভারত ছাড়াও চলতে পারে। বেশ ভালো ভাবেই পারে।