Sumon Kais

Sumon Kais Content creator.
(1)

If you know the meaning of these pictures ... !!Leaders vs Puppet
03/09/2025

If you know the meaning of these pictures ... !!

Leaders vs Puppet

ইন্টেরিম যেভাবে নাকে তেল দিয়া ঘুমাইতেছে খুব বেশিদিন নাই যে পরিস্থিতি নিয়ন্ত্রনের বাইরে চলে যাবে...!! দুইটা ঘটনা আজকের,...
02/09/2025

ইন্টেরিম যেভাবে নাকে তেল দিয়া ঘুমাইতেছে খুব বেশিদিন নাই যে পরিস্থিতি নিয়ন্ত্রনের বাইরে চলে যাবে...!!

দুইটা ঘটনা আজকের, একটা নীলফামারী উত্তরা ইপিজেডে শ্রমিক আন্দোলনে গুলি এবং শ্রমিক নিহত।

আর বনানীর মত এরিয়াতে নিষিদ্ধ ছাত্রলীগ মিছিল নিয়ে বের হয় সরকার কি জানেনা মনে করেন?

জানে কিছুই করেনা।

SCO সামিতে শুধু মাত্র ভুটান আর বাংলাদেশ ছাড়া আমাদের সব প্রতিবেশি দেশ অংশগ্রহন করেছে, বুঝতেই পারছেন গ্লোবাল গ্রাউন্ডে ম্...
01/09/2025

SCO সামিতে শুধু মাত্র ভুটান আর বাংলাদেশ ছাড়া আমাদের সব প্রতিবেশি দেশ অংশগ্রহন করেছে,
বুঝতেই পারছেন গ্লোবাল গ্রাউন্ডে ম্যাজিক কেমন চলছে নোবেল ম্যানের?

আমরা দক্ষিন এশিয়ায় সেকেন্ড লার্জেস্ট ইকোনমি, আমাদের গুরুত্ত অন্য সবার চেয়ে বেশি থাকার কথা কিন্তু হয়েছে উল্টোটা।

অনেক আইসা বলবে উনিতো ইন্টেরিম তাই তাদের জ্ঞাতার্থে বলে দেই মিয়ানমারে এর চেয়েও খারাপ সরকার দেশ চালাইতেছে তারাও আমন্ত্রন পায় আমরা ম্যাজিক ম্যানে হাবুডুবু খাচ্ছি।

সত্যি বলতে ডিপ্লোমেটিক্যাল্লি আইসোলেট হয়ে আছে বাংলাদেশ।

সত্যি কথা বলতে এই নির্বাচন না আসলে বুঝতেই পারতামনা ঢাবিতে নারীদের নিয়ে এত বেশি ভাবে ছাত্র সমাজ। 🧐খটকা তখনই লাগে এই ক্যা...
01/09/2025

সত্যি কথা বলতে এই নির্বাচন না আসলে বুঝতেই পারতামনা ঢাবিতে নারীদের নিয়ে এত বেশি ভাবে ছাত্র সমাজ। 🧐

খটকা তখনই লাগে এই ক্যাম্পাসের বিশেষ অনুষ্ঠানে প্রায়শই নারীদের লাঞ্ছনার ঘটনা ঘটে।
আবার কিছুদিন আগে এক নারী ছাত্রীকে লাঞ্ছনাকারী শয়তানকে ফুলের মালা দিয়ে থানা থেকে ছাড়িয়ে আনে, দেখলা তার হাতে পবিত্র কোরআন দিয়ে ছবিও তোলা হয়েছে।

আবার শিবির ক্যান্ডিডের প্রার্থীতার বিরুদ্ধে রিট কারী নারীকে ধর্ষণের হুমকি দাতা এই আঙ্গিনারই ছাত্র আবার শিবিরের পরিক্ষিত কর্মী। যা তার সোসাল এবং রিয়েল লাইফ এক্টিভিতে প্রমানিত। সদিও শিবির ক্যান্ডিডেট সেটা অস্বীকার করেছে।

প্রশ্ন এত বেশি নারী বান্ধব ছাত্র সমাজ হলে বা মানিসিকতা থাকলে হেনস্তা কোন শয়তান করে?

ন্যাশনাল টিম যদি সেকেন্ড চয়েজ হয় তাহলে সেই প্লেয়ারকে অন্তত বাংলাদেশের প্রয়োজন আছে বলে আমি মনে করিনা। এর আগেও একজন আই...
01/09/2025

ন্যাশনাল টিম যদি সেকেন্ড চয়েজ হয় তাহলে সেই প্লেয়ারকে অন্তত বাংলাদেশের প্রয়োজন আছে বলে আমি মনে করিনা।

এর আগেও একজন আইপিএল খেলার জন্য ন্যাশনাল টিমকে সেকেন্ডারি চয়েজ করেছিলো, পরে দেশের একটা গনহত্যার সময় সে সাধারন মানুষের বিপক্ষে দাড়িয়েছিল। আমরা এমন কিছুর পুনরাবৃত্তি চাইনা।

একটা লিস্ট কিন্তু দিয়া দিছে, দেখান আপনারা যা ভালো মনে করেন।
31/08/2025

একটা লিস্ট কিন্তু দিয়া দিছে, দেখান আপনারা যা ভালো মনে করেন।

এর পরে ভেঙ্গে বলতে হবে এই সরকার কার হয়ে কাজ করছে? এর পরেও বুঝতে সমস্যা হচ্ছে যে এগুলো হতে দেয়া হচ্ছে? ছাত্র এবং শিক্ষক...
31/08/2025

এর পরে ভেঙ্গে বলতে হবে এই সরকার কার হয়ে কাজ করছে?
এর পরেও বুঝতে সমস্যা হচ্ছে যে এগুলো হতে দেয়া হচ্ছে?

ছাত্র এবং শিক্ষকরা আসলে বলির পাঁঠা হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে।

সরকার না চাইলে এত ছোট বিষয় নিয়ে এত বড় ঘটনা ঘটতে পারেনা।

একটা ক্লো মিলান, সরকার নিরব, পুলিশ সেনাবাহিনী কেউ পরিস্থিতি নিয়ন্ত্রন করছেনা।
আর ধানমন্ডিতে দিনে দুপরে নিষিদ্ধ ছাত্রলীগ মিছিল করতেছে।

চট্টগ্রামের ঘটনা এত বড় হতে দেয়ার কথা না, পুলিশ সেনাবাহিনী দায়িত্ব নেয়া কথা।
আর নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল নামার কোন সুযোগ দেয়ার কথানা, ইন্টেলিজেন্স এটা জানার কথা ধানমন্ডিতে কি হতে যাচ্ছে।

সাথে অমি রহমান পিয়াল সুইজারল্যান্ড থেকে ধমক দেয় ফেরত আইতেছি শিগগিরই।

কি কিছু বুঝতে পারেন নাই, বুঝবেন বুঝবেন...... !!

নূরের পরে কে? কেন বার বার নূর?  Eagle Eyes । Sumon Kaisনুরুল হক নুরের উপর এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রমন করা হয়েছে ২০১৮ ...
29/08/2025

নূরের পরে কে? কেন বার বার নূর? Eagle Eyes । Sumon Kais

নুরুল হক নুরের উপর এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রমন করা হয়েছে ২০১৮ পরবর্তী সময় থেকে। দেশে এত রাজনীতিবিদ থাকতে কেন বার বার নুরের উপর আক্রমন করা হয়ে। আর আগামিতে ছাত্র নেতাদের উপর তাহলে কি কি অপেক্ষা করছে। কি কারন আছে এখন হুট করেই নুরকে এভাবে টার্গেট করার?

Thanks For Watching
দেখার জন্য ধন্যবাদ.

This man is a real "Mir Jafar" of Bangladesh 🇧🇩
29/08/2025

This man is a real "Mir Jafar" of Bangladesh 🇧🇩

Address


Alerts

Be the first to know and let us send you an email when Sumon Kais posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sumon Kais:

  • Want your business to be the top-listed Media Company?

Share