Sumon Kais

Sumon Kais Content creator.
(1)

হোউক প্রতিবাদ আরও একবার...... !! গত এক বছরে বাংলাদেশের মানুষের বিরুদ্ধে এমন কোন খারাপ কাজ নেই ভারত করেনি। বাংলাদেশের বির...
22/07/2025

হোউক প্রতিবাদ আরও একবার...... !!
গত এক বছরে বাংলাদেশের মানুষের বিরুদ্ধে এমন কোন খারাপ কাজ নেই ভারত করেনি। বাংলাদেশের বিরুদ্ধে প্রপাগান্ডা ছড়ানো থেকে মিথ্যা হিন্দু জেনসাইডের রচনা এমন কি উদ্দেশ্যমূলক ভাবে সিমান্তে বাংলাদেশিদের হত্যা তার সব করেছে ভারত রাষ্ট্রীয় মদদে।
এমন কি চিকিৎসার সব পথ তারা বন্ধ করে দিয়েছে শুধু মাত্র হাসিনাকে রক্ষা করার জন্য।

এখন সুযোগ বুঝে চামড়া পরিস্কার করার ধান্দায় মেতেছে তারা। বাংলাদেশের উচিত হবেনা তাদের সহযোগিতা নামের এই বিষ গ্রহন করা। আমাদের প্রয়োজন হলে তিন গুন বেশি দাম দিয়ে অন্য কোন দেশ থেকে ডাঃ নার্স কিংবা সরঞ্জামের ব্যাবসস্থা করতে হবে।
এদের বুঝতে দেয়া উচিত এরা মানুষ নামের কলঙ্ক আমাদের প্রতিবেশি হিসাবে আমাদের গাড়ের উপর বাস করছে।

বাংলাদেশে এখন বহু প্রতিবাদ হয়, আমার মনে হয় এটা নিয়ে সবচেয়ে গুরত্তসহকারে প্রতিবাদ করা উচিত। তাদের বুঝিয়ে দেয়া উচিত বাংলাদেশ ভারত ছাড়াও চলতে পারে। বেশ ভালো ভাবেই পারে।

বাহ দারুন না? বাহিনী আধুনিকায়নের জন্য বাজেট রাখবেন না, হাসিনার আমল থেকেও এবার বাজেট কমালেন। লক্কর যক্কর বিমান যখন শত শত...
22/07/2025

বাহ দারুন না?
বাহিনী আধুনিকায়নের জন্য বাজেট রাখবেন না, হাসিনার আমল থেকেও এবার বাজেট কমালেন।
লক্কর যক্কর বিমান যখন শত শত বাচ্ছার প্রান কেড়ে নিল তখন আপনি এসেছেন বিক্ষার থলি নিয়ে?

এটা দুর্ঘটনা নয় এটা হত্যা ছিল 💔

মানুষ হত্যার তহবিলে আমি অর্থ দিতে পারছিনা।

22/07/2025

আমেরিকার সাথে NDA চুক্তির মাত্র ছয়টা পেইজ পড়তে পেরেছি। এটা ভয়ঙ্কর চুক্তি, এটা শতভাগ দেশ বিক্রির চুক্তি।

ডঃ ইউনুস আপনাকে কোনদিন ক্ষমা করা সম্ভব নয়।

আমার ডিকশনারিতে থাকা সর্ব নিকৃষ্ট মানুশটা এখন আপনি।

They previously warned about several issues that no one takes seriously. Now they said another plot is working to detona...
21/07/2025

They previously warned about several issues that no one takes seriously.
Now they said another plot is working to detonate a bomb. Hotels and hospitals are the major targets.

What's going on.....!!

আমার কাছে এটাই দেশ বিক্রি, হাসিনা করেছিলা ভারতে সাথে। ডঃ ইউনুস করেছে আমেরিকার সাথে।ডঃ ইউনুসের না হাসিনার পরিনতি হয়?
21/07/2025

আমার কাছে এটাই দেশ বিক্রি, হাসিনা করেছিলা ভারতে সাথে। ডঃ ইউনুস করেছে আমেরিকার সাথে।

ডঃ ইউনুসের না হাসিনার পরিনতি হয়?

শ্রমজীবীখুদ্র ব্যাবসায়ীচাকরিজীবী এই তিন শ্রেনির কেউই ছাত্র নয়। অথচ নাম্বারের দিকে তাকান এরাই সবচেয়ে বেশি লাইফ সেক্রিফাইজ...
20/07/2025

শ্রমজীবী
খুদ্র ব্যাবসায়ী
চাকরিজীবী

এই তিন শ্রেনির কেউই ছাত্র নয়। অথচ নাম্বারের দিকে তাকান এরাই সবচেয়ে বেশি লাইফ সেক্রিফাইজ করেছে।
তাই অবাক লাগে ছাত্ররা যখন প্রাইভেট vs পাব্লিকের অবদান আর পোস্ট ভাগাভাগি নিয়া দেন দরবারে মেতে উঠে।

শেখ মুজিব থেকে হাসিনা কিংবা আজকের ডঃ ইউনুস পর্যন্ত এই দেশে সবচেয়ে বেশি অবহেলিত যে শ্রেনীর মানুষ তারা হচ্ছে এই তিন শ্রেণী।

এদের কোন মুল্যায়ন কোন দিন হয়নি না আগামী দিনেও হবে। কারন গনতন্তের নামে যে ক্ষমতা লোভ আর ক্ষমতার মহরায় মেতে আছে সবাই সেই গনতন্ত্র উচ্চ শ্রেনির ক্যাপিটালিস্টদের কথাই বলে। নির্যাত এই তিন শ্রেনির কথা বলেনা।

বিশ্বাস হয়না? খোজ নিয়ে দেখেন পাঁচই আগস্টের পরে কথিত সব ছাত্র নেতা এখন দামি বিলাশ বহুল গাড়ির মালিক। কেউ কেউ আবার বাড়ির মালিক ও হতে গেছে শুনেছি।

কিভাবে হলো?

উত্তর এরাও দুর্নীতি করে।

আর তাদের দুর্নীতির ভুক্তভোগি এই তিন শ্রেনির মানুষ। 😢

15 বছর ধরে অর্থ পাচারকারী মাফিয়া বলছে তারা আর রেমিট্যান্স পাথাবেনা। 😂
20/07/2025

15 বছর ধরে অর্থ পাচারকারী মাফিয়া বলছে তারা আর রেমিট্যান্স পাথাবেনা। 😂

মাওয়ায় গিয়েছিলাম Rifat M Huq ভাইয়ের আয়োজনে নেটয়ার্কিং ট্যুরে। অসাধারন একটা ট্যুর ছিল...!!৬৫ জনের এই ট্যুর পুরাটাই ছিল সা...
19/07/2025

মাওয়ায় গিয়েছিলাম Rifat M Huq ভাইয়ের আয়োজনে নেটয়ার্কিং ট্যুরে। অসাধারন একটা ট্যুর ছিল...!!
৬৫ জনের এই ট্যুর পুরাটাই ছিল সাকসেস স্টোরিতে ভরপুর। এমন ট্যুর মিস করা যায়না, আবার যেতে চাই।

17/07/2025

এনসিপির গোপালগঞ্জের লংমার্চ মূলত দুই দিকেই খতির পথ তৈরি করেছে যার বড় একটা বেনিফিট পেয়েছে আওমীলিগ। সাথে এইটা খুব ভালোভাবে প্রমানিত হয়েছে যে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখানে পুরাই ব্যর্থ। এবং ক্ষতি হতে যাচ্ছে সেনাবাহিনীর।

Thanks For Watching
দেখার জন্য ধন্যবাদ.

16/07/2025

এটা সবচেয়ে লজ্জা জনক। বাংলাদেশের সব গুলো নিরাপত্তা বাহিনী গোপালগঞ্জে ফেইল করেছে।

**গোয়েন্দা সংস্থা শতভাগ ফেইল।
**পুলিশ কোন পাওয়ার শো করতে পারছেনা।
**সেনাবাহিনী ছাড়া কোন দিকে এগুতে পারছেনা কোন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

গোপালগঞ্জে যে হামলা হয়েছে সেটা সরাসরি সন্ত্রাসী হামলা। কারন সরকার ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে। নিষিদ্ধ গ্রুপ কিভাবে এতবড় হামলা করলো?
দেশকে যারা ফেসিজমের হাত থেকে মুক্ত করতে লড়াই করেছে তাদের উপর হামলা কোন স্বাভাবিক বিষয় না।

সেইনাবাহীনির এপিসিতে এভাবে এক্সিট মানে একটা বড় পরাজয়,...।।
সেই পরাজয় সরকারের।
সেই পরাজয় জুলাই স্প্রিটের।
সেই পরাজয় ডঃ ইউনুসের লিডারশিপের।

আর সমগ্রিক ভাবে পুরো পরিস্থিতির জন্য দায়ী বাংলাদেশ গোয়েন্দা সংস্থা।

16/07/2025

গোপালগঞ্জ এখন ফেসিজমের এক্সটেনশনে পরিনত হয়েছে।

হাসিনা পতনের পরের দিন এই ভিডিওটা করেছিলাম। এই ব্যাক্তিকে নিয়ে আমার যা শঙ্কা ছিলো তা আজও বদলায়নি।  এড্রেস করা প্রত্যেকটা ...
12/07/2025

হাসিনা পতনের পরের দিন এই ভিডিওটা করেছিলাম।
এই ব্যাক্তিকে নিয়ে আমার যা শঙ্কা ছিলো তা আজও বদলায়নি। এড্রেস করা প্রত্যেকটা ইস্যু এখন বাস্তব।
বরং নতুন করে আরও কিছু ভয়ঙ্কার শঙ্কা যোগ হয়েছে।

সবচেয়ে ভয়ঙ্কর যেটা ছিল কালচারাল ডিস্ট্রাকশন (LGBTQ) সেটা এবং ওয়েস্টার্ন এলাইন্মেন্ট তার একটাও বাদ যায়নি।

তখন বলেছিলাম আরও খারাপ হবে হয়ে গেছে অলরেডি।

Address

Shahzadpur

Alerts

Be the first to know and let us send you an email when Sumon Kais posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sumon Kais:

Share