15/05/2025
জীবনের এই কঠিন সময়টাই তোমার সবচেয়ে বড় সুযোগ!
হ্যাঁ, ঠিকই শুনছো– তুমি তৈরি হচ্ছো সবচেয়ে শক্তিশালী মানুষ হওয়ার জন্য। পাহাড় গড়তে গেলে যেমন আগে ভূমিকম্প লাগে, তেমনি বড় কিছু গড়তে গেলেও আগে ক*ষ্ট পোহাতে হয়।
যারা সবকিছু নিয়ে জন্মায়, তারা শুধু বেঁচে থাকে। আর যারা শূন্য থেকে শুরু করে– তারাই ইতিহাস লেখে!
আজ হয়তো তুমি একা, হাত খালি কিন্তু মনে রেখো, যিনি একদিন ভা'ঙা ঘর থেকে শুরু করেছিলেন, ভবিষ্যতে তার নামেই বিল্ডিং হবে!
আজ তোমার ক*ষ্ট কেউ দেখছে না। কিন্তু একদিন সবাই তোমার গল্প শুনবে। তোমার এই ল'ড়াই হাজারো মানুষকে অনুপ্রেরণা দেবে।
শুধু এখন হাল ছেড়ো না, মনে রেখো, তুমি আলাদা!
তুমিই সেই ঝড়ের নাবিক!