13/09/2025
এমন স্বামি কি সত্যিই আছে?😟
উনি বার বার বলতেসিলো,
আমি তো কোনদিন এক্টাবারের জন্যেও বাচ্চার বাবা হতে চাই নি।
চেয়েছিলাম শুধু "ওকে " নিয়ে বেঁ-চে থাক।
আমার শুধু আমার ' স্ত্রী " কেই প্রয়োজন!
কিন্তু "ও "আমাকে ছেড়ে চলে গেল কেনো?!!
আমার কলিজাটা ছিঁ-ড়ে যাচ্ছে !
যদি ও আবার একটা বার ফিরে আসত!
এই পৃথিবীতে আমি ওর সাথে, একসাথে লং টাইম বেঁ-চে থাকতে চেয়েছিলাম!
এখন" ওরে " ছাড়া আমার পৃথিবী যে পুরো অ-ন্ধ-কা-র !!
এই বুক ফাটা আ-র্ত-না-দ আর চোখের পানি ফেলে চিরতরে হা-রি-য়ে যাওয়া প্রিয় স্ত্রীর কথা বার বার বলছিলেন তিনি।
উনার স্ত্রী সবসময় অনেক অ-সু-স্থ থাকত।
একবার ডাক্তার বলেছিলেন, যে তার স্ত্রীর মা হওয়া অনেক রিস্ক আছে!
এজন্য ভয়ে তিনি আর কখনও বাবা হওয়ার ইচ্ছাটুকু কোন দিনো প্রকাশ করেন নি।
তার কাছে তার স্ত্রী -ই সব ছিলো !
কিন্তু আল্লাহর পরিকল্পনা ছিল অনেক ভিন্ন!
একদিন তারা জানতে পারে, যে তাদের নিজের অজান্তেই তার স্ত্রীর গর্ভে আল্লাহ একটা ফুট ফুটে বাচ্চা পাঠিয়ে দিয়েছেন😇!
তার স্ত্রী এখন গর্ভবতী 🙂!!
এই সংবাদে স্বামী খুশির পরিবর্তে আরও পেরেশান হয়ে গেলেন!
তিনি বার বার বলতেসিলো তার বাচ্চার দরকার নেই। যদি তার স্ত্রীর কিছু হয়ে যায়, তাইলে !!
এই ভ-য়ে তিনি বাচ্চাকে পৃথিবীতে কোন ভাবেই আনতে চাইছিলেন না।
কিন্তু অলৌকিক ভাবে তার স্ত্রী গর্ভবতী হওয়ার পরে একেবারে সম্পূর্ণ সুস্থ হয়ে গেলেন!
এবং তখন ডাক্তার জানালেন যে,আর কোন ভ-য় নেই।
তার স্ত্রীও ভীষণ খুশি ছিলেন তখন !
বাচ্চা হওয়ার পাঁচদিন পর থেকেই তার স্ত্রীর শরীর খারাপ হতে থাকে!
তার স্ত্রী বাচ্চাটাকে অন্যদের কাছে দিয়ে স্বামীকে কাতর কণ্ঠে বলে-আমি তোমার সাথে অনেক বছর বাঁ-চ-তে চেয়েছিলাম!!
কিন্তু আমি তো আর মনে হয় আর বাঁ-চ-ব না!
এরপর স্বামীর গলা জড়িয়ে ধরে তিনি দীর্ঘক্ষণ তিনি ঘুমিয়ে থাকে!
পরের দিন অবস্থার আরো অবনতি দেখে তাকে আই সি ইউ তে রাখা হয়!
এরপর ঠিক ভোর ছয়টায় সে তার প্রিয় স্বামীকে ছে-ড়ে চি-র-ত-রে পর পারে চলে যায়!!
আর স্বামী ফুঁপিয়ে ফুঁপিয়ে অঝোরে কেঁ-দে যায় !!
এমনকি সে তার স্ত্রীর বাচ্চা হওয়ার সময় সিজার হওয়ার আগে ডাক্তারকে চুপি চুপি একবার বলেছিলেন-যদি এমন পরিস্থিতি হয় যে,বাচ্চা কিংবা মা কে বাঁ-চা-নো যাবে। তাহলে আপনি কিন্তু অবশ্যই আমার স্ত্রী-কে বাঁ-চা-বে-ন।
কারণ: ও কে ছাড়া আমি কোনো ভাবেই বাঁ-চ-তে পারব না!!
কিন্তু আল্লাহ রব্বুল আলামীন যাকে নিয়ে যাবেনই, তাকে একজন স্বামী হাজার বার চোখের পানি ফে-লেও তো ফিরিয়ে আনতে পারবে না কখনোই!
মহান আল্লাহ রাব্বুল আলামিন, যেন এই দম্পতিকে প-র-কা-লে জান্নাতের চিরসঙ্গী হিসাবে কবুল করে নেন,আমিন।
©️ সৈয়দা আছমা।,
কপি