Parenting Tips

Parenting Tips মা ও শিশুর যত্নবিষয়ক টিপস...

বাচ্চাকে খাওয়ার সময় মোবাইল, টিভি দেখতে দিবেন না যে কারণে
24/07/2025

বাচ্চাকে খাওয়ার সময় মোবাইল, টিভি দেখতে দিবেন না যে কারণে

বাচ্চার ১০টি ভালো অভ্যাস
24/07/2025

বাচ্চার ১০টি ভালো অভ্যাস

একটি মা যদি মানসিকভাবে চাপমুক্ত থাকেন, তাহলে তা শুধু তাঁর নিজের জন্য নয়—সন্তান, সংসার এবং সম্পর্কের জন্যও আশীর্বাদ হয়ে ও...
23/07/2025

একটি মা যদি মানসিকভাবে চাপমুক্ত থাকেন, তাহলে তা শুধু তাঁর নিজের জন্য নয়—সন্তান, সংসার এবং সম্পর্কের জন্যও আশীর্বাদ হয়ে ওঠে। আর সেই চাপমুক্তির পথে বাবার ভূমিকা গুরুত্বপূর্ণ—এবং তা কেবল সহানুভূতির জায়গা থেকে নয়, বরং ‍আবেগ, দায়িত্ব আর সম্পর্কের ভারসাম্য রক্ষার জন্য অপরিহার্য।

১. মায়ের একক দায়িত্ব নয়—পিতার সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন
সন্তান লালন, শিক্ষা, খাবার, ঘরগৃহস্থালি—সব কাজই যদি একা মা করেন, মানসিক চাপ অবধারিত। বাবা যদি সক্রিয়ভাবে দায়িত্ব ভাগ করে নেন, মা নিজেকে মূল্যায়িত অনুভব করেন।

২. আবেগীয় সমর্থন মায়ের মনোসংযোগ বাড়ায়
একজন মা যখন জানেন, তাঁর মানসিক অবস্থা কেউ বুঝতে চেষ্টা করছে—তাঁর উদ্বেগ অনেকটাই কমে যায়। বাবার শ্রবণশীলতা ও আন্তরিক কথাবার্তা মায়ের ভিতরে নিরাপত্তাবোধ তৈরি করে।

৩. বাবার সময় দেওয়া মানে মায়ের নিজস্ব সময় পাওয়া
যদি বাবা সন্তানের সঙ্গ দেয়, ঘরের কাজে সহায়তা করে—মা নিজের যত্নে সময় দিতে পারেন। নিজের জন্য সময় পাওয়া মানেই মানসিক রিচার্জের সুযোগ।

৪. মায়ের মানসিক অবস্থা শিশুদের আত্মবিশ্বাসেও প্রভাব ফেলে
মা যদি সবসময় উদ্বিগ্ন থাকেন, শিশু তা স্পঞ্জের মতো শুষে নেয়। বাবা যদি মাকে মানসিকভাবে স্বস্তি দেন, সেই স্থিতিশীলতা সন্তানের আত্মবিশ্বাস গড়ে তুলতে সহায়ক হয়।

মায়ের কোলে ফেরা হলো না!
21/07/2025

মায়ের কোলে ফেরা হলো না!

বাবার কর্মের অদৃশ্য ছায়া পড়তে পারে মেয়ে জীবনেও! মেয়ে সন্তান শুধু তার বাবার নামই ধারণ করে না—অনেক সময় বাবার কর্ম, নৈতিকতা...
21/07/2025

বাবার কর্মের অদৃশ্য ছায়া পড়তে পারে মেয়ে জীবনেও! মেয়ে সন্তান শুধু তার বাবার নামই ধারণ করে না—অনেক সময় বাবার কর্ম, নৈতিকতা ও অভ্যাসের ছায়াও বয়ে বেড়ায় অদৃশ্যভাবে। বাবার প্রেম, ভালোবাসা, সততা, কিংবা দায়িত্ববোধ ও নৈতিক পথচলা—সবকিছুই অদৃশ্যভাবে মেয়ের জীবনে ছাপ ফেলে।

বাবার জীবনের পথ চলায় যদি কোনো প্রতিশ্রুতি ভাঙার অতীত থাকে, তার প্রতিধ্বনি মেয়ের চোখের জল হয়ে ফুটে উঠতে পারে। যদি কোনো লোভকে প্রশ্রয় দেওয়া হয়, তার প্রতিফলন মেয়ের জীবনের নিরাপত্তাহীনতায় দেখা দিতে পারে।

এটা কিন্তু কোন শাস্তি নয়, এটা এক চক্র—যা প্রজন্ম থেকে প্রজন্মে বয়ে যায়, বয়ে আনে অস্থিরতা, দুঃখ আর অপরাধবোধ। তাই প্রতিটি বাবার ‘হিলিং’ জরুরি অর্থাৎ নিজের অন্তরাত্মার শুদ্ধিকরণ প্রচেষ্টা। যা তাকে নিজের জীবন সততার সঙ্গে পরিচালনা করার পাথেয় হয়ে থাকে—কারণ বাবার প্রতিটি পদক্ষেপ মেয়ের হৃদয়েও প্রতিফলিত হয়।

তাই বলি, তুমি একজন এমন মানুষ হও, যেমন মানুষ তুমি চাও তোমার মেয়ের জীবনে আসুক। চক্রটা ভেঙে দাও তার আগেই, যাতে তোমার ভুলের ভার তোমার মেয়েকে আর বইতে না হয়।

ছেলে সন্তান নেই বলে দুঃখ করবেন না...
20/07/2025

ছেলে সন্তান নেই বলে দুঃখ করবেন না...

এর থেকে নিঃসন্তান হওয়াই ভালো ছিল না?দাম্পত্য কলহ এমন এক নির্মম বাস্তবতা, যা একটি শিশুকে প্রতিদিন একটু একটু করে ভেঙে দেয়।...
20/07/2025

এর থেকে নিঃসন্তান হওয়াই ভালো ছিল না?

দাম্পত্য কলহ এমন এক নির্মম বাস্তবতা, যা একটি শিশুকে প্রতিদিন একটু একটু করে ভেঙে দেয়। বাবা-মায়ের ঝগড়া, অপমানজনক ভাষা, টানাহেঁচড়া—সবই শিশুর কোমল মনের ওপর রেখে যায় অদৃশ্য কিন্তু গভীর ক্ষত। যাদের হাত ধরে ভালোবাসা, সহানুভূতি আর ভদ্রতা শেখার কথা, তারাই যদি অভদ্র আচরণে পরস্পরকে ছোট করে, তাহলে শিশুর কাছে সেই মূল্যবোধ কীভাবে তৈরি হবে?

তাই বলি—সন্তানের ভবিষ্যতের কথা ভাবুন। সম্পর্ক যত জটিলই হোক না কেন, অন্তত বাচ্চার সামনে সহনশীলতা বজায় রাখুন। আর যদি মানিয়ে নেওয়া একেবারেই অসম্ভব হয়, তবে সম্মানের সঙ্গে আলাদা হয়ে যাওয়াও হতে পারে একটি সাহসী ও দায়িত্বশীল সিদ্ধান্ত।

একটি শিশুর শৈশব—তার হাসি, তার আশা—নরকে পরিণত করবেন না। শিশুর সামনে শান্তি, শ্রদ্ধা ও সহানুভূতির ছায়া ছড়িয়ে দিন। সেখানেই গড়ে উঠবে তার সত্যিকারের মানুষ হয়ে ওঠা।

সন্তানের জন্য সবচেয়ে দামি উপহার কি জানেন?💕
20/07/2025

সন্তানের জন্য সবচেয়ে দামি উপহার কি জানেন?💕

বাচ্চার জন্য খিচুড়ি রান্নায় এই ভুলটি করবেন না
20/07/2025

বাচ্চার জন্য খিচুড়ি রান্নায় এই ভুলটি করবেন না

বাচ্চার মানসিক স্বাস্থের জন্য যা জানা জরুরি
19/07/2025

বাচ্চার মানসিক স্বাস্থের জন্য যা জানা জরুরি

তোমাকে আমার অট্টলিকায় রাখবো💕
19/07/2025

তোমাকে আমার অট্টলিকায় রাখবো💕

বাচ্চার সাথে কঠোর আচরণ থেকে বিরত থাকুন। কেননা, যত ছোট ঘটনাই হোক না কেন, যেকোন কঠোরতা বাচ্চার কোমল মনে নেতিবাচকভাবে প্রভা...
18/07/2025

বাচ্চার সাথে কঠোর আচরণ থেকে বিরত থাকুন। কেননা, যত ছোট ঘটনাই হোক না কেন, যেকোন কঠোরতা বাচ্চার কোমল মনে নেতিবাচকভাবে প্রভাব ফেলে।

Address

Shahzadpur

Telephone

+8801558391639

Website

Alerts

Be the first to know and let us send you an email when Parenting Tips posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share