08/09/2025
তারেক রহমানের সিম্পল হোম অফিস সেটাপ নিয়ে অনেক আলোচনা হচ্ছে।
উনি খুব সম্ভবত ঢাকায় চলে যাচ্ছেন, যাবার আগে কিছু পার্সোনাল ছবি দিয়ে যাচ্ছেন। এগুলো তার দল এবং দেশের জন্যে সংরক্ষনের মতো ছবি। এক সময় উনার এই বাসাও আর থাকবে না। একারণে এই দৃশ্য আর ভবিষ্যতে ধারণ করার উপায় থাকবে না।
তারেক রহমান এই চেয়ারে বসে প্রতিদিন দীর্ঘ সময় মিটিং করেন।
উনার সাথে মিটিং এ যেটা দেখা যায় সেটা হচ্ছে উনি মনোযোগ দিয়ে কথা শুনেন।
উনাকে সামনে পেলে মানুষ পেট খুলে, অনেক বেশি কথা বলে।
তাদের অনেকের কথা বলা ইন্টারেস্টিং না।
কিন্তু উনি মনোযোগ দিয়ে শুনেন, এবং কখনও কোন প্রশ্ন করলে খুবই রিলেভেন্ট প্রশ্ন করেন।
লম্বা সব মিটিংয়ে উনি হাতে কোন ডিভাইস নিয়ে বসেন না, কি বোর্ডে চ্যাটিং করেন না।
প্রতিদিন ঘণ্টার পর ঘণ্টা সারা দেশের এবং বিদেশের মানুষের প্যাচাল শুনা আসলেই কোন সুখকর কাজ না। এটা অত্যন্ত টায়ারিং এবং ড্রেনিং একটা কাজ। তাও আবার দেড় দশক ধরে যদি এই কাজ করা লাগে।
এরকম কাজের জন্যে আর একটু আরাম দায়ক চেয়ার টেবিল এবং অফিস সেটাপ উনার আছে বলে আমার একটা ধারণা ছিল।
ধারণা টা মিথ্যে প্রমাণিত হয়েছে ছবি গুলো দেখে।