Md. Riad Hossen

Md. Riad Hossen I have been working on the Bangladeshi market for many years.

তারেক রহমানের সিম্পল হোম অফিস সেটাপ নিয়ে অনেক আলোচনা হচ্ছে।উনি খুব সম্ভবত ঢাকায় চলে যাচ্ছেন, যাবার আগে কিছু পার্সোনাল ...
08/09/2025

তারেক রহমানের সিম্পল হোম অফিস সেটাপ নিয়ে অনেক আলোচনা হচ্ছে।

উনি খুব সম্ভবত ঢাকায় চলে যাচ্ছেন, যাবার আগে কিছু পার্সোনাল ছবি দিয়ে যাচ্ছেন। এগুলো তার দল এবং দেশের জন্যে সংরক্ষনের মতো ছবি। এক সময় উনার এই বাসাও আর থাকবে না। একারণে এই দৃশ্য আর ভবিষ্যতে ধারণ করার উপায় থাকবে না।

তারেক রহমান এই চেয়ারে বসে প্রতিদিন দীর্ঘ সময় মিটিং করেন।

উনার সাথে মিটিং এ যেটা দেখা যায় সেটা হচ্ছে উনি মনোযোগ দিয়ে কথা শুনেন।

উনাকে সামনে পেলে মানুষ পেট খুলে, অনেক বেশি কথা বলে।

তাদের অনেকের কথা বলা ইন্টারেস্টিং না।

কিন্তু উনি মনোযোগ দিয়ে শুনেন, এবং কখনও কোন প্রশ্ন করলে খুবই রিলেভেন্ট প্রশ্ন করেন।

লম্বা সব মিটিংয়ে উনি হাতে কোন ডিভাইস নিয়ে বসেন না, কি বোর্ডে চ্যাটিং করেন না।

প্রতিদিন ঘণ্টার পর ঘণ্টা সারা দেশের এবং বিদেশের মানুষের প্যাচাল শুনা আসলেই কোন সুখকর কাজ না। এটা অত্যন্ত টায়ারিং এবং ড্রেনিং একটা কাজ। তাও আবার দেড় দশক ধরে যদি এই কাজ করা লাগে।

এরকম কাজের জন্যে আর একটু আরাম দায়ক চেয়ার টেবিল এবং অফিস সেটাপ উনার আছে বলে আমার একটা ধারণা ছিল।

ধারণা টা মিথ্যে প্রমাণিত হয়েছে ছবি গুলো দেখে।

বাংলাদেশের কর্পোরেট জব, ব্যবসা কিংবা ব্যক্তিগত জীবনে একটা বাস্তবতা খুবই স্পষ্ট—আপনার পিছনে কথা বলার মানুষ কখনোই সামনে আস...
29/08/2025

বাংলাদেশের কর্পোরেট জব, ব্যবসা কিংবা ব্যক্তিগত জীবনে একটা বাস্তবতা খুবই স্পষ্ট—আপনার পিছনে কথা বলার মানুষ কখনোই সামনে আসে না। তারা সবসময় পর্দার আড়ালে থেকে সমালোচনা, ঈর্ষা আর গসিপ করতেই ব্যস্ত থাকে। মজার বিষয় হচ্ছে তারা কিন্তু আপনার খুব ক্লোজ আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব বা সহকর্মী। তারা এইরকম করবে সেটা আপনার মাথায়ও অনেক সময় আসেনি-

★ তারা আপনার উন্নতি মেনে নিতে পারে না।
★ তারা আপনার প্রচেষ্টা, পরিশ্রম আর সাফল্যকে হজম করতে পারে না।
★ তাই পিছনে বসে গল্প বানানো, কটু কথা বলা, আপনার ভুল খুঁজে বের করা—এটাই তাদের কাজ।

কিন্তু বাস্তবতা কী?
★ যারা অন্যের সমালোচনা করতে ব্যস্ত, তাদের নিজের ক্যারিয়ার গ্রোথ থেমে যায় এবং তারা অটোমেটিক পিছিয়ে যায়
★ আর যারা সমালোচনা উপেক্ষা করে নিজের কাজে ফোকাস করে, তারাই এক ধাপ এক ধাপ করে সামনে এগিয়ে যায়।

তাই আজ একটা সত্য মনে রাখুন—আপনার পিছনে যারা কথা বলে, তারা কখনোই আপনার সামনে আসতে পারবে না। কারণ তারা নিজের উন্নতির জন্য কাজ না করে শুধু অন্যকে নিচে নামানোর চেষ্টা করে। কাল ফলশ্রুতিতে একটা সময় নিজেরাই পিছে পড়ে এবং হারিয়ে যায়।

আমার কাছে মনে হয় চীনের মেয়েদের মত এত দায়িত্বশীল এবং পরিশ্রমী মেয়ে পৃথিবীর অন্য দেশে কমই আছে।আমার সাথে যে ভদ্রমহিলাকে...
18/08/2025

আমার কাছে মনে হয় চীনের মেয়েদের মত এত দায়িত্বশীল এবং পরিশ্রমী মেয়ে পৃথিবীর অন্য দেশে কমই আছে।আমার সাথে যে ভদ্রমহিলাকে দেখতে পাচ্ছেন ওর নাম জেনি। খুব অবাক হয়ে দেখলাম এই মহিলা একা অনেক বড় একটা সেলস সেন্টার পরিচালনা করে, কাস্টমার সার্ভিস দেয় এবং নিজের হাতে অর্ডার কি তোমার মিলিয়ে কার্টুন করে নিজে আবার ডেলিভারির গাড়িতে বুকিং করে।
শুধু অভ্যন্তরীণ সেলস করে এমন না,আন্তর্জাতিক বাজারের বিশেষ করে কানাডা উত্তর আমেরিকার কাস্টমারদেরকেও একাই বিভিন্ন ধরনের তথ্য এবং প্রেজেন্টেশন দিয়ে প্রডাক্ট বিক্রি করে।
এত কিছুর পরও সব সময় যেভাবে সুন্দর হাসিমুখে থাকে সেটা সত্যি অতুলনীয় এবং এটা দেখে আমার কাছে বেশ অনুপ্রেরণাদায়ক মনে হয়েছে।

Memorable dinner with Japanese and Chinese friends.
12/08/2025

Memorable dinner with Japanese and Chinese friends.

Congratulations Dear team.A good plan is the first step to success.inshallha
05/07/2025

Congratulations Dear team.
A good plan is the first step to success.inshallha

28/06/2025
24/06/2025
17/03/2024

রাব্বির হামু মা কামা রাব্বাইয়ানির সাগিরা।
পৃথিবীর সকল বাবারা ভালো থাকুক

Address

Shahzadpur

Telephone

+8801716652401

Website

Alerts

Be the first to know and let us send you an email when Md. Riad Hossen posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Md. Riad Hossen:

Share

Category