19/07/2025
প্রাচীন আমলের একেকটি কবর যেনো একেকটি জীবন্ত ইতিহাস ||
Ancient Graveyard Dhaka Christian Cemetery
বন্ধুরা, গত পর্বে আমি আপনাদের দেখিয়েছি কলম্বো সাহেবের রহস্যঘেরা কবর। এই কবরের পাশেই নাকি গির্জা ছিল। সেই গির্জা কে কেন্দ্র করেই গড়ে ওঠে এই সমাধিক্ষেত্র। এই গির্জা এখন আর নেই। এই কবরস্থানের রয়েছে এক নির্মম বেদনার ইতিহাস। ভীনদেশী মানুষেরা এই দেশের মাটিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করতেই গড়ে তোলেন এই কবরস্থান। ঢাকার শহরের ইতিহাস ৪শ' বছরের। এই সমাধিক্ষেত্রের বয়স ও ৪ শ' বছর। সেই হিসেবে ঢাকার উত্থান পতনের সাথে এই কবরস্থানের ইতিহাস সরাসরি জড়িত। এই কবরস্থানে কলম্বো সাহেবের কবর ছাড়াও আর্মেনিয়া ধর্নাঢ্য ব্যবসায়ী মার্কার ডেভিড এর স্ত্রী এলিজাবেথ এর সমাধি আর্মেনিয়াদের মধ্যে সবচেয়ে দৃষ্টিনন্দন। মার্কার ডেভিড কে বলা হতো বাংলার বণিক রাজপুত্র। তার হাত ধরেই বাংলায় পাট ও বস্তুের ব্যবসা শুরু হয়।
#খ্রিষ্টান_সমাধিক্ষেত্র
#খ্রিষ্টান_কবরস্থান
#নারিন্দা_খ্রিষ্টান_কবরস্থান